“চাকরী করবো না চাকরী দেব”
১। উদ্যোক্তা বিষয়ক অনলাইনে টানা ৯০ দিন করে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান অর্থাৎ একজন ইয়ুথকে উদ্যোক্তা হতে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং ৬৪ জেলায় ও ৫০ দেশে উদ্যোক্তা মিট আপ ও সম্মেলন।
২। মূল্যবোধ, লিডারশীপ, ১০টি বিষয়ে স্কিলস ও একজন ভালোমানুষ হয়ে উঠার চর্চা কেন্দ্র।
৩। ভলান্টিয়ারিং এবং সোশ্যাল ওয়ার্ক ও মানবিক কার্যক্রম
গত ২৬ শে অগাস্ট ২০২০ “নিজের বলার মতো একটা গল্প” প্লাটফর্ম ফাউন্ডেশন হিসেবে নিবন্ধিত হয়েছে, সোসাইটি এক্ট ২১, ১৮৬০ সাল (নং এস-১৩৩৯৯/২০২০)
গত ১০০০ দিন ধরে ১০ টি ব্যাচের মাধ্যমে চলেছে আমাদের এই অনলাইন কর্মশালা। একদিনের জন্যও আমাদের এই কর্মশালা বন্ধ ছিল না, শুক্রবার, শনিবার, সরকারী ছুটি এমনকি ঈদের দিনও আমরা সেশান করেছি। এটা সারা বিশ্বে একটি ইতিহাস – এত লম্বা এবং টানা ৯০ দিনের এক একটা ব্যাচ ও টানা ১০০০ দিনের কোন প্রশিক্ষণ কর্মশালা পৃথিবীতে কেউ কোনদিন করেনি। এবং বাংলাদেশে প্রথম বারের মতো “সাপ্তাহিক অনলাইন হাট” এই প্লাটফর্মে চালু হয়েছে।