ড্রয়িং করতে খুব ভালোবাসতাম
আমি কাজল সরকার,ঢাকা জেলার অন্তর্গত কেরানীগঞ্জ থানার দক্ষিণ পানগাঁও গ্রামের স্থানীয় বাসিন্দা।মা বাবার আদরের বড় মেয়ে আমি। ভাই বোনের মধ্যে আমি ২য়।এবছর অনার্স পাস করেছি এবং আমি একজন উদ্যোক্তা।
আমার ছোটবেলাঃ
হাসি খুশিতে ভরপুর ছিল আমার ছোট বেলা।আমরা তখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম,জ্যাঠু,কাকি,দাদু,বইনে সবাই ছিল।আমি, আমার বড় দাদাএবং আমার কাকাতো জ্যাঠাতো ভাই বোন একসাথে স্কুলে যেতাম,খেলাধুলা করতাম,পড়তাম।
শুক্রবার সকাল থেকে শুরু হতো পুতুল খেলা,হাড়ি পাতিল নিয়ে রান্না বান্না খেলা, মাটি দিয়ে ঘর বানানো।
বর্ষা ঋতুতে সবাই মিলে ঘন্টার পর ঘন্টা নদীতে গোসল করা,খেলা,বর্শি দিয়ে মাছ ধরা।বড় বড় সাকো পার হওয়া,নৌকা দিয়ে ঘুড়তে যাওয়া।
শরৎকালে ভোরে ঘুম থেকে উঠে পাশের বাড়িতে দলবেঁধে গিয়ে শিউলি ফুল তোলা।
হেমন্তে দাদুর সাথে মাসকলাই তোলা।কাকি জ্যেঠী,পাশের বাড়ির বৌদি দের সাথে আমাদের বাড়ির মাঠে শাক তোলা।
বিকেলে গোল্লাছুট,বরফপানি,বৌচি,দাড়িচা খেলা।
পৌষ সংক্রান্তির আগে দাদা ঘুড়ি উড়াবে,তার জন্য সুতায় মান্জা দেওয়ার চুর বাটা,রং নিয়ে খেলা।
পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে মা,জ্যেঠী,কাকিদের মোয়া বানানো দেখা।সারাদিন মেলায় ঘুরে বেড়ানো।এমন অনেক অনেক মজার দিন কেটেছে আমার যা বলে শেষ করা যাবে না।
পড়ালেখার জীবনঃ
স্কুল জীবনে পড়ার প্রতি বেশ মনেযোী ছিলাম।তবে ভীতু ও ছিলাম স্যার দের বেতের মার খওয়ার ভয়ে পড়া সবসময় পড়ে যেতাম।ঘুমিয়ে ঘুমিয়ে ও পড়তাম।ক্লাস 10 পর্যন্ত রোল ১ থাকলেও এসএসসি,এইচএসসি তে আমার A+আসে নি।২ টাতেই A আসছিলো।
এতে আমার দুঃখ ছিল না,যা হয় ভালোর জন্যই হয় এইভেবে।
দেখতে দেখতে হিসাববিজ্ঞান বিভাগ থেকে অনার্স পাস করলাম সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ থেকে।
আমার উদ্যোক্তা জীবনঃ
গত বছর অনার্স ফাইনাল পরীক্ষা ৫ টা দেওয়ার পর যখন করোনা মহামারির ভয়াবহ পরিস্থিতির জন্য সারাদেশে লকডাউন শুরু হলো,আর মাত্র ৪ টা পরীক্ষা বাকি ছিল।দিন দিন আমার চিন্তা ভাবনা ও ডাউন হতে লাগলো।ইচ্ছে ছিল অনার্স পরীক্ষা দেওয়ার পর ৪৩ তম বিসিএস পরীক্ষা দেওয়ার,প্রস্তুতি ও নেওয়া হয়েছিল।কিন্তু মানসিকভাবে অনেকটা ভেঙ্গে পড়েছিলাম,পড়তে বসতে ভালো লাগতো না।সারাদিন মোবাইল আর ঘুম নিয়ে থাকা।
একটা সময় ইউটিউবে ব্লক,বাটিক,সুই সুতার কাজ,টেইলারিং এর অনেক ভিডিও দেখতাম।আস্তে আস্তে সুই সুতার কাজ করা শুরু করলাম সময় কাটানোর জন্য।
তারপর মনে হলো টেইলারিং টা শিখি,কাজে দিবে আমার পরিবারের জন্য।যেই কথা,সেই কাজ।এলাকার ১ আন্টির কাছ থেকে ৩০০০ টাকা ফি দিয়ে টেইলারিং শিখলাম।ধীরে ধীরে মানসিক চাপ থেকে বেরিয়ে আসলাম,কাজের প্রতি মনোনিবেশ করলাম।
তারপর ব্লকের কাজ শেখর খুব ইচ্ছে হলো,সরাসরি গিয়ে শেখা সেইসময় সম্ভব ছিল না,দেশে তখন কঠোর লকডাউন।খুঁজে খুজে সন্ধান পেলাম কারুশৈলী গ্রুপের যেখানে অনলাইনেও কাজ শেখানো হত।খুব ভালোভাবে ব্লকের কাজ টা অনলাইনে শিখে নিয়ে নিজের জন্য থ্রি পিছ বানালাম,আরো অনেকগুলো কাজ করেছি।
তারপর সেই প্রশিক্ষণ কেন্দ্র থেকেই যাত্রাবাড়ী শাখায় অফলাইনে বাটিক এর কোর্স করলাম।
আর হ্যা,ছোট বেলা থেকেই ড্রয়িং করতে খুব ভালোবাসতাম,যেটা দেখতাম,সেটাই আকতাম।
খেয়াল করলাম অনেকে শাড়ি, পাঞ্জাবি তে হ্যান্ড পেইন্টের কাজ করছে।ভাবলাম ভালো লাগার কাজ টা নতুনভাবে শিখে কাজে লাগাব।
তাই হ্যান্ড পেইন্টের কোর্স সম্পন্ন করে শুরু করলাম হ্যান্ড পেইন্টের কাজ।যে কাজ টা করতে আমার ভালো লাগে,সেই কাজ নিয়ে আগানো ভালো হবে,সেই চিন্তা থেকেই শুরু হলো আমার উদ্যোক্তা জীবন। আমি যেহেতু রং নিয়ে কাজ করতে ভালোবাসি,তাই আমার পেজের নাম দিলাম রঙ্গন =রঙ এর অঙ্গন(আঙিনা)
উদ্যোক্তা হতে হলে যেমন ঝুঁকি নিতে হয়,তেমনি সবার আগে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হয়।তাইতো নিজেকে দক্ষ করে গড়ে তুলতে প্রতিনিয়ত শিখে চলেছি।শিখব অনেক কিছু।
নিজের বলার মত গল্প ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়াঃ
ফ্রেন্ডলিস্টের এক আপু (নাম টা মনে নেই,দুখিত)আমাকে এই গ্রুপে ইনভাইট দিয়েছিল,গ্রুপে ঢুকলাম, শ্রদ্ধেয় Iqbal Bahar Zahid স্যারের কয়েকটা পোস্ট পড়লাম,,দিক নির্দেশনামূলক পোস্ট পড়লাম,বেশ মনে ধরলো।তাইতো গ্রুপের আজীবন সদস্য হওয়ার জন্য হন্নে হলাম।অনেক কিছগ শেখার আছে আমার।
রেজিষ্ট্রেশন করতে আমাকে সাহায্য করেছে Umme Salma আপু।ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, ভালোবাসা আপুর জন্য।
আর ৫ টা গ্রুপের চেয়ে এই গ্রুপ সম্পূর্ণ আলাদা।এখানকার সবাই ভালো মানুষ। সবাই খুব আন্তরিক,হেল্পফুল,সাহায্যের হাত কেউ না কেউ বাড়িয়েই রেখেছে।আমি এত এত ভালো মানুষের মাঝে আজীবন সদস্য হয়ে থাকতে চাই।শিখতে চাই,পথ চলতে চাই সুন্দরভাবে সবাইকে সাথে নিয়ে।
সর্বোপরি একজন ভালো মানুষ হতে চাই।
সবাই আমার জন্য দোয়া করবেন যাতে মনুষ্যত্ববোধ টুকু বজায় রেখে চলতে পারি, একজন সত্যিকার অর্থে ভালো মানুষ হতে পারি।মানুষ হয়ে মানুষের জন্য ভালো কিছু করতে পারি।
আমার উদ্যোক্তা জীবনকে সফল করতে পারি।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৯২
Date:- ০৬/১২/২০২১ইং
কাজল সরকার
দক্ষিণ পানগাও,কেরানীগঞ্জ, ঢাকা
ব্যাচ নংঃ ১৬
রেজিষ্ট্রেশন নংঃ ৭৯৫৪৮
কাজ করছি ব্লক, বাটিক,হ্যান্ড পেইন্ট নিয়ে।
আমার পেজঃRangan- রঙ্গন(পোশাকে দেশীয়ানা)