নিরবতা যখন কথা বলে
দেখতে দেখতে শীত কিন্তু চলেই আসছে এজন্য অনেকেই শীতের পোশাক নিয়ে নতুন বিজনেস করার চিন্তাভাবনা করতাছেন,, এ জন্য অবশ্যই আপনাকে সবার সামনে পোডাক্ট গুলোকে হাইলাইট করতে হবে, তার জন্য প্রয়োজন পোডাক্ট ডিজাইন,এবং কন্টেন্ট রাইটিং, আর আপনাদের এ সব বিষয়ে হেল্প করার জন্য @Alif Graphic Design সবসময় আপনাদের
পাশেই আছ""""""""""""""""""""
💠নিরবতা যখন কথা বলে💠
দিনটি ছিলো শুক্রবার , সপ্তাহের শ্রেষ্ঠ দিন, নামাজ আদায়ের জন্য মসজিদে রওনা দিলাম, পথে দেখা এলাকার বড় ভাইয়ের সাথে দেখা, সলাম বিনিময় হলো,তারপর জিজ্ঞেস করলো কি করো,বললাম, এইতো অনলাইনে গ্রাফিক্স ডিজাইনের কাজ করি,
বড় ভাইটি বললো এটা কোন কাজ হলো?
কিছু বলিনি, চুপ হয়ে ছিলাম,তারপর জিজ্ঞেস করলাম ভাই আপনিতো বিদেশ থাকেন তাইনা?
বড় ভাইটি বললো হুম, বললাম কি করেন সেখানে, তখন আমতা আমতা,করে বললো এই একটা গ্যারেজে কাজ করি, আমি বললাম ও,আচ্ছা, অনেক ভালো কাজ,তখন তিনি বললেন তুমি কি আমাকে কোন কারনে অসম্মানি করতাছো?? আমি বললাম কই নাতো?
তখন তিনি বুজতে পারলেন আসলে কোন পেশাকে ছোট করে দেখা জে কি লজ্জা জনক,তারপর পর চুপ করে হাটতে লাগলেন,
এজন্য কখনো অন্যকে ছোট করে দেখার আগে নিজেকে দেখুন, তাহলে আর অন্যাকে নিয়ে খারপ মন্তব্য করার সুযোগ পাবেন না,
একজন উদ্যোক্তার অনেক কিছু সহ্য করতে হয়। তাই আমি প্রতিনিয়ত সহ্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং এই চেষ্টা অব্যহত থাকবে। এবং আমার টার্গেট আমার স্বপ্ন, এই টার্গেট আমি কখনোই বন্ধ করতে পারবো না। আমার লক্ষ্য থাকতে হবে অনেক দূর। ইনশাআল্লাহ। একদিন আমি চলে
🌴 পরিশ্রমের আরেক নাম সফলতা.. 🌴
🏅সফলতা কী???
🏅বাস্তব কথা হলো সফলতার সংজ্ঞা বলতে কোন কিছু নেই। কিন্তুু আমার মতে, কোন কিছু সংগ্রাম করে অর্জনের মানেই হলো সফলতা।
💠যারা সফলতা শীর্ষ পৌঁছেছে তাদের দৃষ্টিতে সফলতা হলো " একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করে সেটি অর্জন করার মানেই হলো সফলতা।"
💠সাফল্যের কোন রহস্য নেই। সাফল্য হলো আপনার চিন্তাভাবনা এবং কর্মের একটি ফল মাত্র।"
💠বাহিরে কোন শক্তি আপনাকে সাফল্যের অনুভূতি দিতে পারবে না। এই অনুভূতি আপনাকে নিজ থেকেই উপলব্ধি করতে হবে। আত্মিার পূর্ণতা ব্যতীত সমস্ত সাফল্যই শূন্য হয়।
💠কিছু না করলে বিজয়ী ধ্বনি শোনা যায় না, যারা শক্তি রেখে চলে তারা কখনো হারে না ব্যথর্তা একটা পরীক্ষা মাত্র।
💠যদি সফল হতে চাও তবে ব্যর্থতার হার কে বাড়িয়ে দাও তাহলে সফলতা আপনার কাছে হানা দিবে।
💠সাফল্য লাভের পর মানুষের কাছে শুধু সফলতা চোখে পড়ে এর পিছনের ব্যর্থতাকে কেউ দেখে না। মানুষ সফলতার গল্প শুনতে চায় ব্যথর্তার গল্প কেউ শুনতে চায় না। মানুষ এটাও বলে ঠিক সময়ে ঠিক জায়গায় ছিলে তাই সাফল্য পেয়েছে। আসলে ঠিক জায়গায় কেউ থাকেনা, সবাই কে ঠিক জায়গা বেচে নিতে হয়, সময় কারও ঠিক থাকে না সময়কে ঠিক করতে হয়।
🍁🍁উপহার🍁🍁
পৃথিবীটা বড়ই নিষ্ঠুর,এ কথাটা জীবনে কত বার যে শুনেছি তার কেন হিসেব নেই, পৃথিবী কেন নিষ্ঠুর হবে, পৃথিবী কি কোন ব্যাক্তি যে নিষ্ঠুর হবে? পকৃতপক্ষে নিষ্ঠুর তো হলো জারা পৃথিবীতে বসবাস করে তারা,
খুব কম সংখ্যক মানুষ আছে যারা সবসময় নিজের লাভের কথা চিন্তা করেনা,
আমার চোখে তারাই আসল মানুষ প্রকৃত মানুষ, কথিত আছে যে অন্যের জন্য উৎসর্গ কৃত জীবন হলো শ্রেষ্ঠ জীবন,, সবসময় নিজের লাভের চিন্তা না কারই ভালো সব কাজের একটা প্রতিদান আছে হোক সেটা ভালো কিংবা খারাপ,
আমার এক বড় ভাইকে আমি নিজের হাতে তার পেইজের লোগো ও কাভার ডিজাইন করে তার ইনবক্সে নক দিয়ে বললাম ভাইয়া আপনার জিমেইল এড্রেস টা দিন, তারপর যখন জিমেইল এড্রেস দিলো তখন আমি তাকে লোগো ও কভার ফটো মেইল করে দিয়ে বললাম মেইল চেক করতে তাখন তিনি অনেক খুশি হলেন বললেন কত টাকা দিব??
আমি বললাম ভাইজান এটা আপনার জন্য আমার তরফ থেকে হাদিয়া,তখন তিনি বললেন এটা হয় নাকি? আমি বললাম ভাই কেনো হবেনা, অবশ্যই হয়. তখন তিনি খুশি হয়ে যে দোয়া টা করলেন এটা হয়তো।কখনো টাকা দিয়েও পাওয়া যাবেনা এজন্য মাঝে সাঝে নিজের লাভের কথা বাদ দিয়ে অন্যের কথা চিন্তা করুন
অন্যের উপকার করুন, দেখবেন আত্মতৃপ্তি খুজে পাবেন, আর এ আত্মতৃপ্তি টা কখোনো টাকায় পাবেননা, কথায় বলে কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়,
💕কাজের প্রতি ভালোবাসা💕
নিজের কাজের প্রতি আত্মবিশ্বাস থাকটা অনেক বেশি জরুরি,..
গত কয়েক দিন আগে এক সন্ধ্যায় আমার ইনবক্সে একটা মেসেজ আসলো,যে ভাই আপনি কত করে লোগো বানান??
আমি মনে মনে ভাবলাম, কি ব্যাপার?? আগেই দাম জিজ্ঞেস করতেছে কেন? নিশ্চয় অন্য কোন মতলব আছে,তাই আমি দাম না বলে বললাম আপনি কি ধরনের লোগো বানাবেন? তখন তিনি একটা লোগোর পিক
আমাকে পাঠিয়ে বললো এ ধরনের লোগো, কত করে রাখবেন? আমি বললাম আপনি কি লোগো বানাতে আসেছেন নাকি দাম জিজ্ঞেস করতে? তখন তিনি বললেন, আরে ভাই এরকম কিছুই না, আমিও লোগো তৈরি করি মাঝে মাঝে অনেক ওয়াডার আসে তাই ভাবলাম আপনার কাছে কিছু পাঠিয়ে দিবো, তাই জিজ্ঞেস করলাম, আমি বললাম ও আচ্ছা, তারপর তার সাথে ডিল হলো এ ভবােই নিজের কাজের প্রতি আস্থা থাকার কারনে ডওল টা ফাইনাল হয়েছে,
কয়েকদিন পর জিজ্ঞেস করলাম, আচ্চা ভাই আপনি কি আমাকে আগে থকে ছিনতেন? বললো না, আমি বললাম তাহলে আমারসাথে ডিল টা করার কারন কি?
তখন তিনি বললেন যে আপনার কাজ গুলো খুবই ইউনিকও ক্রিয়েটিভ,তাই,
তখন বুজলাম যে নিজের কাজের প্রতি আত্মাবিশ্শাস থাকাটা কতটা জরুরী,
আমাদের মাঝে অনেকেই আছেন জারা নতুন উদ্যোক্তা হচ্ছেন, সাধারণত অনলাইন ভিত্তিক ব্যাবসা করতে গেলে যে সকল বস্তু থাকাটা একদম জরুরি, তার মাধ্যে একটা হলো ফেসবুক বিজনেস পেইজ, এখন ডিজিটাল বাংলাদেশ সব কিছু সহজ ও ডিজিটাল, অনেকেই নিজে নিজে ইউটিউব দেখে পেইজ খুলে ফেলে,কিন্তু সমস্যা বাধে তখন যখন প্রফেসনাল বিষয়টা সামনে আসে,প্রফেশনাল বলতে ইউনিক লোগো,এবং পেইজের কাভার, এগুলো তো আর সবাই তৈরি করতে পারেনা, তাই এগুলো করার জন্য অনেকেই চিন্তায় থাকে, যে কার কাছ থেকে বানাবে, কোথায় থেকে বানালে সুবিধা হবে, এবং খরচ কম পড়বে,কার নিকট বানালে লোগো মানসম্মত হবে, ইত্যাদি ইত্যাদি
তাদের জন্য আমি বিশেষ অফার ও সুবিধা রেখেছি তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সল্প মূল্যে লোগো,ব্যানার ইত্যাদি বানিয়ে দিব, আপনি যখন একটা পেইজ খুলবেন তখন আপনার প্রোয়জন হবে একটি প্রফেসনাল লোগো ও কভার যেটা সবার নেই, এজন্য আপনার পেইজ কে আকর্ষনীয় করে তুলতে আজই যোগাযোগ করুন ★★★★
🎉একটু বিজ্ঞাপন 🎉
🥢 বাজেটের মধ্যে করে ফেলুন আপনার প্রতিষ্ঠানের আকর্ষণীয় লোগো ডিজাইন। 🥢
👉 ব্যবসা অনলাইন কেন্দ্রিক গড়ে তুলতে আপনার লাগবে একটি আকর্ষণীয় লোগো যেটির মাধ্যমে আপনার কাস্টমাররা আপনার সাথে সম্পৃক্ত হবে।
👉 আপনার ব্যবসাটির নাম যদি বাংলায় করতে চান তাহলে আমরা করে দিবো আকর্ষণীয় বাংলা টাইপোগ্রাফি আপনার বাজেটের ভেতর।
👉 আপনি যদি আপনার ব্যবসাটির নাম ইংলিশএ রাখেন তাহলে আমরা আপনাকে দিচ্ছে আকর্ষণীয় প্রিমিয়াম কোয়ালিটির ইংলিশ লোগো
🔥 যেসব ফাইল আমরা আপনাকে মেইল করবো সেগুলো হলো eps,png(without background), jpeg, mc file formate, Fb profile picture ইত্যাদি
🔖 আমাদের কাছে কাজ কেন করাবেন ?
☘️ আমরা আমাদের কোনো ক্লায়েন্টের কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথে আমাদের পেজ এ উপলোড দিয়ে দেই তাই খুব সহজেই আপনি আমাদের কাজ গুলো দেখে নিতে পারছেন
☘️ আমাদের পেজ এর রিভিউ দিন দিন বেড়ে চলেছে তাই আমাদের ওপর আস্থা রাখতে পারেন। ⭐ ⭐ ⭐ ⭐ ⭐
☘️ আমরা ডেলিভারি করা লোগো প্রতিনিয়ত আমাদের পেজে আপলোড করে থাকি
🧆কষ্টের ফল সু-মিষ্ট🧆
উদ্যোক্তা জীবনটা অনেক কঠিন। এটাকে অনেক ঝড় বাতাস রোদ বৃষ্টি উপেক্ষা করে এগিয়ে নিয়ে যেতে হয়। কোন কিছুর উদ্যোগ গ্রহণ করা জীবনের সবচেয়ে বড় সফলতা লক্ষণ, আমি স্বপ্ন দেখি উদ্যোক্তা হয়ে জীবনের মোড় ঘোরানোর,। এই আমি টা যেনো সবার আমি হয়।
এটার জন্য আমার অনেক কাঁটা দেয়া পথ পাড়ি দিতে হবে, এটাই বাস্তবতা, কারন আমি একজন উদ্যোক্তা। আমি অনেক পণ্য নিয়ে কাজ করতে পারি, কিন্তু আমার কোন পন্যটা কম্ফোর্টেবল হবে, সেটা নিয়ে আগে ভাবনার দেশে ভাবনা করতে হবে। আগে সেটার উপর খেয়াল রাখতে হবে। ইনশাআল্লাহ আমি সেটা করছি। এবং একটু একটু করে এগিয়ে যাচ্ছি।
একজন উদ্যোক্তার কত মানুষের কথা শুনতে হয়, কত মানুষের খোচা মারা কথা, করা কথা, কত অবহেলা, কত মানুষের না পাওয়া সাপোর্ট, কত মানুষের অবহেলিত হতে হয় সেটা একজন উদ্যোক্তাতাই ভালোভাবে জানেন। তবে আমার মত যারা উদ্যোক্তা তারা হয়তো মানুষের এ কথা গুলো কানেই নিবেন না।
কারন একজন উদ্যোক্তা অনেক নরম বিনয় হতে হয়, একজন সবকিছুর উপেক্ষা করে তার উদ্যোক্তা সফল হওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যায়। হ্যাঁ এটাই একজন উদ্যোক্তার মূলধন টার্গেট।
একজন উদ্দ্যোক্তাকে এমনই হওয়া উচিত, কখনো বৃষ্টিতে ভিজতে হবে, কখনো রোদে শুকাতে হবে কখনো কারো কটুকথা হাসিমুখে তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, কখনোবা আবার অনেকের কথায় চুপ করে থাকতে হবে। উত্তর দেয়া যাবেনা।
#এখনই_সময়_নিজেকে_তৈরি_করে_একজন_ভালো_
#উদ্যোগতা_হওয়ার।
অমুক তো ভাই অনেক ধনী! তার সাথে কি আমাদের তুলনা চলে?” এই কথাটি যে কত জায়গায় কতবার শুনেছি হিসেব নেই। এই কথাটি শুনলে কেন যেন আমার ভীষণ রাগ হয়, ব্যাপারটা অনেকটা খেলতে নামার আগেই পরাজয় মেনে নেওয়ার মতো। অমুক খুব ট্যালেন্টেড বুঝলাম, কিন্তু আমার চেয়ে কতগুণ মেধাবী সে? আমি যদি প্রতিদিন তার থেকে ডাবল খাটুনি করি কেন আমি তার চেয়ে ভাল করবো না?
আমি চাইলেই অতি অবশ্যই নিজেকে বদলাতে পারবো, অবশ্যই চমৎকার কিছু করতে পারবো, প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা থাকলে বিজয় অবশ্যই আসবে, আসতে বাধ্য।
ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারকে,যে কিনা সব সময় আমাদের মাঝে অনুপ্রেরণা জাগিয়ে তোলে।
🌈জিবনটা বৈচিত্র্যময় 🌈
🌼সুখ আর দুঃখ নিয়ে মানুষের জীবন।যখন সুখের সময় কাটায় কখন সময় চলে যায় বুঝতে পারি না। কিন্তু যখন দুঃখের সময় কাটাই, তখন মনো হয় সময় কাটে না।দুঃখ আছে বলেই সুখ প্রকাশিত হয়। মানুষ দুঃখের সময় সুখের কথা দিনগুলো মনে করে। অন্ধকার আছে বলেই আলোর সৌন্দর্য প্রকাশ পায়।
🌹দুঃখ কে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।কারন দুঃখ কষ্ট মানুষকে সুখের পথ দেখায়।আজ যে কষ্টের দিন কাটিয়ে নিজেকে দুঃখী ভাবছেন।এমন ও হতে পারে এই দুঃখ নিয়ে আসছে আপনার জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ।যদি আপনি নিজেকে গুছিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন।
🌿“ধৈর্য মানে শুধু বসে বসে অপেক্ষা করা নয়, ধৈর্য মানে ভবিষ্যৎকে দেখতে পাওয়া। ধৈর্য মানে কাঁটার দিকে তাকিয়েও গোলাপকে দেখা, রাতের অন্ধকারের দিকে তাকিয়ে দিনের আলোকে দেখা। “
ধন্যবাদ সবাইকে আমার কথা গুলো মনোযোগ দিয়ে পড়ার জন্য, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,দোয়া ও শুভকামনা রইল আজকের মত এখানেই বিদায় নিচ্ছি
আমি মোহাম্মদ নাঈমুল হাসান বিপ্লব
আমি লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার একজন বাসিন্দা, ভাইবোনের মাঝে আমার বড় একটা বোন আছে, আর ভাইদের মধ্যে আমিই সবার বড়, আমার বাবা একজন সফল বিজনেস ম্যান আলহামদুলিল্লাহ।
বর্তমানে কাজ করছি ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইনের, এই হলো আমরা সংক্ষিপ্ত পরিচয়, ~~~~~>>>~~~~~~~>>>>~~~
💻বর্তমানে কাজ করছি গ্রাফিক্স ডিজাইন নিয়ে
পেইজ লিংক 👇👇
https://www.facebook.com/mdnayembeplobb/
যোগাযোগ 01309770746
🖊কাজের বিবরণ
👉পেইজ লোগো
👉ওয়েব ব্যানার
👉ফেসবুক প্রোফাইল ও কাভারফটো
👉ভিজিটিং কার্ড
👉গ্রুফ লোগো
👉ব্যানার ও শুভেচ্ছা কার্ড
👉নাম কালিগ্রাফি ডিজাইন
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৯৩
Date:- ০৭/১২/২০২১ইং
🥀নাঈমুল হাসান(বিপ্লব)
🥀কমিউনিটি ভলেন্টিয়ার
🥀জেলা★লক্ষীপুর
🥀থানা★রামগন্জ
🥀ব্যাচ★১৫
🥀রেজিঃ★৬৭৬৫০