কিনবো কি করে?
হঠাৎ করে একদিন পাশের বাসার ভাবি এলেন। আমি রুমে শুয়ে আছি। তিনি এসেই মা কে বললেন কাকি রিতা কই অনেক দিন হলো দেখিনা আবার অসুস্থ হয়ে গেছে নাকি
আমার মা/ না অসুস্থ না সারাদিন মোবাইল নিয়ে পরে থাকে দেখবি কি করে।
ভাবি / আচ্ছা এই কথা তা এখন কি করে
আমার মা/ কি আর করবে দেখ রুমে মোবাইল টিপছে। খাওয়া নেই নাওয়া নেই সারাক্ষণ তো মোবাইল নিয়ে পরে থাকে।
ভাবি / ওর ছেলে গুলো কই কে দেখে ছেলেদের।
আমার মা / কে দেখবে ও দেখে আমি ও দেখি। যা ঘরে যা ও ঘরেই আছে।
আমি এবার রুম থেকে বেড়িয়ে এলাম। আরে ভাবি আপনি কখন এলেন।
ভাবি ঃ এই তো এখন ই এলাম তোর কাছে তোকে দেখতে, কত দিন তোরে দেখি না মন টা খুব তোকে দেখতে ইচ্ছে হলো এত কাছে থেকে ও কেউ কাউকে দেখতে পাইনা কি কপাল আমাদের।
আমি ঃ আসলে ভাবি আমি অনেক ব্যাস্ত হয়ে পরেছি আমার খুব মনে পরছিলো যাইহোক এসেছেন খুব খুসি হয়েছি। আসেন বসেন আমার কাছে।
ভাবি ঃ হুম বসবো, বসতেই তো এলাম এবার বল তোর কি খবর
আমি ঃ আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভাল আছি
ভাবি ঃ সে তো বুঝতেই পারছি তা এত খুসির কারণ কি?
আমি ঃ কারণ তো আছেই বসো বলছি।
আমি চাবিটা বের করে আমার শাড়ি আর থ্রি পিচ দেখালাম ভাবিকে আর বললাম এই হলো আমার খুসির কারণ।
ভাবি ঃ ও আচ্ছা তার মানে তুমি ব্যাবসা করছো তাই তো
আমি ঃ হুম
ভাবী ঃ তা কি করে শুরু করলে তুমি তো বাড়ির বাইরে যাও না আর এসব কিছু কি ভাবে।
আমি ঃ আরে ভাবি এখন ঘরে বসে সব হয়
ভাবি ঃ তাই নাকি কি করে আর তুমি শিখলে কি করে
আমি ঃ শোন তাহলে ফেজবুক থেকে সব শিখেছি।
ফেজবুকে একটা গ্রুপ আছে। নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন।
ভাবি ঃ কি বললে,,, নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন?
আমি ঃ হ্যাঁ এবার শোন আমি ফাউন্ডেশন থেকে টানা ৯০ দিন ক্লাস করেছি।
ভাবি ঃ কি কি শিখলে?
আমি ঃ আরে ভাই বলছি শোন তাহলে
১। উদ্যোক্তা হবার মানসিক প্রস্তুতি ও অনুপ্রেরণা
২। স্বপ্ন দেখানো এবং স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে হয় প্রতিটি ধাপে তা শিখেছি
৩। কিভাবে বিজনেস শুরু করবো? কি কি স্কিলস লাগবে?
৪। কোম্পানি ফরমেশান কিভাবে করবো? কি কি লিগ্যাল ডকুমেন্ট লাগবে?
৫। বিজনেস আইডিয়া কিভাবে নিবো?
৬। খুব অল্প পুঁজিতে কিভাবে বিজনেস শুরু করা যায়?
৭।আমার মুলধন কিভাবে এবং কোথা থেকে জোগাড় করবো
৮। স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন...... কিভাবে লেগে থাকতে হয় কোন কাজে?
৯। কিনবেন/উৎপাদন কিভাবে করবেন, বিক্রয় মূল্য নির্ধারণ, বিক্রয় করবেন কোথায়? কাস্টমার কারা?
১০। মার্কেটিং প্ল্যান এবং নেটওয়ার্কিং
১১। মূল্যবোধ বৃদ্ধি, শেয়ারিং ও কেয়ারিং
১২। জীবনের সফলতার ৪ "স" - সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ ও সম্পদ,
১৩। সবার আগে “একজন ভালোমানুষ” হতে হবে
১৪। ৯০ দিন ধরে বিজনেস শেখা, পার্টনার পাবার সুযোগ, ব্যবসা করা, কেনাবেচার সুযোগ, এবং ভালোমানুষি চর্চা
১৫। বাংলাদেশে প্রথমবারের মতো “সাপ্তাহিক অনলাইন হাট” – উদ্যোক্তাদের সেলস বাড়াতে সহায়তা করা।
১৬। ৬৪ জেলায় ও ৫০ টি দেশে প্রতি মাসে অনলাইন ও অফলাইন মিটআপ
১৭। ব্যবসা বাণিজ্য বৃদ্ধির লক্ষে “ক্রস বর্ডার মিটআপ”
**১৮। বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে “ক্রেতা-বিক্রেতা মিটআপ বাজার” **
১৯। সেশান চর্চা ক্লাস
২০। সামাজিক ও মানবিক কাজ ও ভলান্টিয়ারিং শেখা ও চর্চা
এছাড়াও অনলাইনে ১৪টি স্কিলস শেখানো হয় বিনামূল্যে
তা হলো
১। বিজনেস চালানোর দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ
২। মার্কেটিং এবং নেটওয়ার্কিং – সেলস স্কিলস
৩। লিডারশীপ স্কিলস
৪। কথা বলার জড়তা কাটানো, প্রেজেন্টেশান স্কিলস
৫। কমিউনিকেশান স্কিলস
৬। ইমোশানাল ইন্টিলিজেন্স স্কিলস
৭। বেসিক আইটি ট্রেনিং ও ই-কমার্সে বিজনেস করার ট্রেনিং – আইসিটি দক্ষতা
৮। ইংরেজিতে কথা বলা, বোঝা ও লিখার দক্ষতা
৯। উদ্যোক্তাদের জন্য বেসিক অ্যাকাউন্টিং স্কিলস
১০। মেয়েদের বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণ
১১। কৃষি উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ
**১২। ডিজিটাল মার্কেটিং এর উপর প্রশিক্ষণ **
**১৩। এক্সপোর্ট ও ইম্পোরট বিষয়ে প্রশিক্ষণ**
১৪। শুদ্ধ ভাবে পবিত্র কোরআন শেখার প্রশিক্ষণ
ভাবী ঃ এত কিছু?
আমি ঃ হুম এত কিছু
ভাবি ঃ কত টাকা লাগে?
আমি ঃ কোন টাকা লাগে না সব কিছু একদম ফ্রি শেখা যায়।
ভাবি ঃ তা হলে তো খুব ভালো। কিন্তু কি ভাবে শিখতে পারবো
আমি ঃ খুব ই সহজ
শুধু রেজিষ্ট্রেশন করতে হবে আর হ্যাঁ রেজিষ্ট্রেশন করতে ও কোন টাকা লাগে না।
ভাবি ঃ তাহলে আমাকে ও রেজিষ্ট্রেশন করিয়ে দাও
আমি ঃ ওকে এখনি দিচ্ছি
আমি রেজিষ্ট্রেশন করিয়ে দিলাম, নিন রেজিষ্ট্রেশন হয়ে গেছে।
ভাবী ঃক্লাস কি ভাবে করবো?
আমি আপনাকে আমাদের জেলা মেসেঞ্জার গ্রুপে এড করে দিচ্ছি প্রতিদিন সেখানে সেশন চর্চা ক্লাস হয় রাত ৮ঃ৩০ মিনিটে গুগল মিটআপের মাধ্যমে। আপনি সেখানে উপস্থিত থেকে সেশন চর্চা করতে পারবেন
আর হ্যা প্রতিদিন স্যারের আইডি থেকেও সেশন পোস্ট দিয়ে থাকেন।
আরো একটা কথা প্রতি মঙ্গলবার আমাদের অনলাইন হাটের ও ব্যাবস্থা রয়েছে।
ভাবি ঃ অনলাইন হাটে কি কি পাওয়া যায়?
আমাদের প্লাটফর্মে সব কিছু পাওয়া যায় হলুদ থেকে শুরু করে গরু ছাগল পোশাক, লেপ তশক যা চাইবেন সব পাবেন।
আর হ্যাঁ হাটের দিনে কিন্তু সব কিছু অফার প্রাইজে পেয়ে যাবেন।
ভাবি ঃ কি বারে হাট বসে
আমি ঃ প্রতি মঙ্গলবার সাপ্তাহিক অনলাইন হাট।
ভাবি ঃ অনলাইন হাট সে আবার কি
আমি ঃ ঘরে বসে মোবাইলে পন্যের ছবি দিয়ে হাট বসানো হয় এবং ঘরে বসে অডার করলে পেয়ে যাবেন। আপনাকে আর যেতে হবে না বাসায় পৌঁছে দিবে।
ভাবি ঃ বুঝতে পেরেছি
কিনবো কি করে?
আমি ঃ খুব সহজ আপনি যদি আপনার পছন্দের পন্য খুজে না পান তাহলে গ্রুপে একটা পোস্ট দিবেন
কিনতে চাই
আপনি যা কিনতে চান তার ছবি বা নাম উল্লেখ করে পোস্ট দিবেন তা হলেই পেয়ে যাবেন।
ভাবি ঃ কিন্তু অনলাইনে নাকি সব ভুয়া।
আমি ঃ কে বলেছে এসব? আমাদের প্লাটফর্ম হচ্ছে ভাল মানুষের প্লাটফর্ম এখানে সবাই পন্য নয় বিশ্বাস বিক্রয় করে।
ভাবি ঃ আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারলাম অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন। এবার আমি বাড়ি গিয়ে তোমার ভাই কে বলি আর শোন তোমার শাড়ি গুলো খুব পছন্দ হয়েছে দেখি তোমার ভাই কি বলে আমি শাড়ি নিতে চাই তোমার থেকে।
আমি ঃ ঠিক আছে সমস্যা নেই আপনার যে টা পছন্দ নিতে পারেন।
ভাবি চলে গেলেন।
কিছু ক্ষন পর ফোন বেঝে উঠলো ওপাস থেকে ভাবির কন্ঠ ভেসে এলো এই রিতা বাসায় মেহমান আসছে তোমার ভাইয়ের সাথে একটু কথা বলো তো
আমি ঃ ওকে দিন
ভাই ফোন ধরেই কি পিচ্চি তুই নাকি শাড়ি বিক্রি করিস
আমি ঃ হ্যাঁ ভাই কেনো
ভাই ঃ তোর ভাবি আর ভাজতি যাইতেছে শাড়ি দিয়ে দিস আমি টাকা দিয়ে দিবো
আমি ওকে পাঠিয়ে দিন।
ভাবি আর ভাজতি এসে শাড়ি পছন্দ করে নিয়ে গেলেন। ঘন্টা খানেক পর আবার ভাজতি ফিরে এসে
ভাজতি ঃ ফুপি আমার শাড়ি লাগবে যে দুটো নিয়েছি ও গুলো মেহমান দের দিয়ে দিছে এখন আমার জন্য নিবো।
আমি ঠিক আছে নিয়ে নাও
সে তার পছন্দের শাড়ি বের করে ফুপি আমার এটা লাগবে। এটার দাম কত?
আমি ঃ এটার দাম ........... ৳
ভাজতি ঃ কি বলো এত কম এগুলো তো মার্কেটে অনেক দাম
আমি ঃ হুম হতে পারে কিন্তু আমার কাছে এত নয়।
আচ্ছা তোমার কাছে থ্রি পিচ হবে
আমি ঃ হ্যাঁ হবে তো
ভাজতি ঃ দেখাও তা হলে
আমি থ্রি পিচ দেখালাম
সে একটা থ্রি পিচ ও একটা শাড়ি নিয়ে চলে যাবে এমন সময় তার বাবা আবার ফোন দিলেন।
আমি রিছিভ করতেই। অই তোর ভাবির জন্য একটা টাঙ্গাইল সুতি শাড়ি দিয়ে দে।
আমি আমার পছন্দ মত একটা শাড়ি দিলাম। সে চলে গেলো।
। পরের দিন সকাল বেলা ভাই এসে হাজির।
ভাই এসেই আমাকে বলতে শুরু করলেন গতকাল ভাবি আর ভাজতিকে তো শাড়ি থ্রি পিচ দিলে আমার জন্য কিছু নেই।
আমি হেসে দিয়ে বললাম কে বলেছে নেই কি লাগবে আপনার?
ভাই ঃ আমার আর কি লাগবে ট্রি শার্ট লাগবে। আছে তোমার কাছে?
আমি ঃ জি অবশ্যই আছে
আমি ট্রি শার্ট বের করে দেখালাম, ভাইয়া তো ট্রি শার্ট দেখেই অবাক।
ভাই ঃ এত সুন্দর দাম কত রে,
আমি ঃ ...... ৳
এত কম কোয়ালিটি তো খুব ই ভালো যাইহোক অনেক খুসি হয়েছি তোকে দেখে এত দিনে তুই ভাল কিছু করতে পেরেছিস আলহামদুলিল্লাহ, ছোট থেকে বড় হয়েছিস শুধু কষ্ট আর কষ্ট, তোকে দেখলে আমার খুব কষ্ট হতো যাইহোক এখন থেকে আর বাজারে যেতে হবে না তোর থেকেই নিতে পারবো। আর কি কি পাওয়া যাবে তোর কাছে,।
আমি ঃ আমার কাছে শাড়ি, থ্রি পিচ, ট্রি শার্ট, পাঞ্জাবি, হুডি, বেডসিড, কোরিয়ার কম্বল লেপ সহ শিতের শাল ও শীতের পোশাক আছে।
ভাই ঃ ভালোই হলো।
আরো একটা কথা তুই কিন্তু তোর ভাবিকে সাহায্য করবি যাতে তোর ভাবি ও তোর মত কিছু করতে পারে । রাতে তোর ভাবির মুখে সব শুনে আমি তো অবাক সিদ্ধান্ত নিয়েছি আজ থেকেই তোর ভাবিকে সুজগ করে দিবো যাতে তোদের সাথে শিখতে পারে।
আমি ঃ ইনশাআল্লাহ আমাদের ফরিদপুর টিমের সবাই ভাবিকে সাহায্য করবে। আরেক টা কথা ১৫ ই জানুয়ারী আমাদের উদ্যোগতা মহা সম্মেলন চাইলে কিন্তু ভাবি যেতে পারবে,
ভাই ঃ তোর ভাবি যেতে পারবে? সে তো কাল রেজিঃ করেছে।
আমি তাতে কি ভাবি তো এখন আমাদের গ্রুপের আজীবন সদস্য। তাই ভাবি ও যেতে পারবে আর আপনি ও রেজিঃ করুন চাকরির পাশাপাশি আপনি ও কিছু করতে পারবেন।
ভাই ঃ তাই নাকি তাহলে আর দেরি কেনো এখনি করে দে।
আমি ঃ ওকে দিচ্ছি ফোন টা দিন আর হ্যাঁ আজ থেকেই সেশন চর্চা ক্লাসে যুক্ত হবেন। রাত ৮ঃ৩০ মিনিটে শুরু হয়। গুগল মিট এর মাধ্যমে মনে থাকবে তো
ভাইয়া ঃ হ্যাঁ অবশ্যই মনে থাকবে এখন থেকে প্রতিদিন ক্লাস করবো আর তোর ভাবিকেও করাবো।
আর একটা কথা আমরা ও যাবো মহাসম্মেলনে তোদের সাথে নিবি তো?
আমি ঃ অবশ্যই নিবো
তবে ফরম পূরন করতে হবে।
ভাই ঃ কিভাবে করবো
আমি ঃ মেসেঞ্জার গ্রুপে আমাদের ফরিদপুরের জেলার এম্বডেসর MD Asad Rahman ভাই লিংক দিয়েছে ৫০০৳ বিকাশ করে লিংকে গিয়ে ফরম পুরন করে দিলেই হবে।
ভাইয়া ঃ ওকে আমি আজ ই ফরম পুরন করে টাকা বিকাশ করে দিবো
তাহলে ভাল থাকিস তোর জন্য অনেক দোয়া রইল অনেক উপকার করলি বোন।
আমি ঃ এটা আমার দ্বায়িত্ব
ইনশাআল্লাহ পাশে আছি সব সময় আমার জন্য দোয়া করবেন
ভাইয়া ঃ ওকে বোন তাহলে এখন যাই অফিসের সময় হয়ে গেছে রাতে সেশন চর্চা ক্লাসে কথা হবে ইনশাআল্লাহ
আমি ঃ ইনশাআল্লাহ ফি আমানিল্লাহ।
পরিশেষে সবাইকে আমার পোস্ট টি কষ্ট করে এত ক্ষন ধরে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা
সময় নিন সময় দিন সময় বদলাবে সময় সব বলে দেবে।
একটু সময় নিয়ে ধর্য ধরে লেগে থাকলে অবশ্যই ভাল কিছু অপেক্ষা করে।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৯৩
Date:- ০৭/১২/২০২১ইং
💥রিতা আক্তারী
👩🎓👩🎓কমিউনিটি ভলেন্টিয়ার
👉👉ব্যাচঃ১৩
✍️✍️✍️রেজিঃ৬০৯৭৮
👌👌👌জেলা ফরিদপুর
⏩⏩⏩মোবাঃ০১৭১৪৯৬৮৫৬২
👉👉পেইজ সোনালি দিন ফ্যাশন হাউস