গল্পের ছলে পণ্য বিক্রেতা
"হিমেল হাওয়া বইছে জোরে
সারাটা আকাশ গম্ভীর
শীত এসেছে হিমেল হাওয়ায়
কাঁপছে সারা শরীর"
শীত চলেই আসলো।শীত মানে বাড়ছি শুষ্কতা।বাতাসে আদ্রতার অভাব,ফলে আমাদের ত্বক স্বাভাবিক ভাবেই রুক্ষ হয়ে পড়ে। প্রাণহীন ত্বককে সতেজ করার জন্য বাড়তি যত্ন প্রয়োজন।এর জন্য সবার আগে ময়াশ্চারাইজারের প্রয়োজন।ময়াশ্চারাইজারের কথা ভাবলে গ্লিসারিন এর কথা মনে পড়ে।চলুন গুরুত্বপূর্ণ এই প্রোডাক্ট নিয়ে আজকের গল্প বলি,,,
💢এসিটি পণ্য নিয়ে কাজ করি অনেক দিন থেকে। তাই প্রতি মাসে কুরিয়ার থেকে পন্য গুলো রিসিভ করতে যায়।কারন পন্য গুলো চাঁদপুর থেকে আসে কুমিল্লায়।বর্তমানে চাকরি সূত্রে আমি কুমিল্লায় আছি।চাকরির পাশাপাশি এসিটি পন্য নিয়ে ডিলারশীপে বিজনেস করি।
কুরিয়ার থেকে অনেক দিন যাবৎ পণ্য রিসিভ করি এবং পাঠাই তাই সবাই অনেক ভালো করে চিনে আমাকে।এইবারের পণ্য আনতে গিয়ে ব্যতিক্রম কিছু লক্ষ করি।এক ভাইয়া আমার সাথে পণ্য রিসিভ করেন।কথা বলতে বলতে বুজরে পারলাম উনার একটা এতিম খানা মাদ্রাসা আছে। সেখানে বাচ্চাদের শীতের জন্য অনেক গুলা সুয়েটার অর্ডার করে অনলাইনে।এর জন্যই কুরিয়ারে আসছে।আমাকে জিজ্ঞেস করলো আপনি কেনো আসলেন? তখন আমি আমার কাজের কথা ভাইয়াকে বললাম।
লোকটা অবাক হয়ে বলল আপনি চাকরি করেন আবার বিজনেস করেন কি ভাবে।আমি হেসেই বললাম কি বলেন ভাই,,আমাদের জন্ম একটা কাজ করার জন্য নয়।আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা জনাব Iqbal Bahar Zahid স্যার আমাদের শিক্ষা দিচ্ছেন চাকরির পাশাপাশি উদ্যোগত্তা হওয়ার।তাই একটার পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা। তখন তিনি বললেন আপনার প্রোডাক্ট গুলা কি কি?আমি বললাম- আমার প্রোডাক্ট হলো৷ এসিটি পন্যসমুহ(ফ্যামিলি কেয়ার হ্যান্ড ওয়াশ, ফ্যামিলি কেয়ার ডিস ওয়াশ, ফ্যামিলি কেয়ার ডিস ওয়াশ বার,ফ্যামিলি কেয়ার,টয়লেট ক্লিনার,গ্লিসারিন,ডিটারজেন্ট পাউডার,কার ওয়াশ,)
লোক টা শিক্ষিত এবং খুবই সচেতন ছিলো।তাই অনেক গুলা প্রশ্ন করলো।বলল আপনার পন্য কি বিএসটিআই (BSTI) অনুমদিত? বললাম জ্বি সরকারি BSTI অনুমদিত। নিজেদের কারখানায় তৈরি করা দক্ষ পরীক্ষক দ্বারা পরিক্ষিত।পণ্যের গুনগত মান অনেক ভালো। ১০০% গ্যারান্টি দিতে পারব আমাদের পণ্যে।
লোকটা আমার কথা শুনে এবং আত্মবিশ্বাস দেখে বলল,,,আমি আপনার থেকে সব আইটেমের প্রোডাক্ট নিব।শীতে ব্যবহার এর জন্য অনেক গুলা গ্লিসারিন এবং অন্যান্য প্রোডাক্ট গুলাও নিলো।আলহামদুলিল্লাহ আগের মত পণ্য নিয়ে আমাকে বাসায় রাখতে হয়নি। আমি খালি হাতে বাসায় আসলাম। আপনাদের ভাবি তো খালি হাত দেখে বকা দিলো বলল-- কুরিয়ারে গেছো প্রোডাক্ট কই?আমি একটু মজা করেই বললাম প্রোডাক্ট গুলা খুজে পাচ্ছি না।সে তো আমাকে বকাবকি শুরু।তার জন্য গ্লিসারিন আনার কথা এই শীতে সে বাজারের কেনা গ্লিসারিন ব্যবহার করতে চায় না।আমাদের গ্লিসারিন সে সব সময় ব্যবহার করে।আর আমরা যে পণ্য ব্যবহার করি সেই গুলাই আপনাদের দিয়ে থাকি।তখন বউ এর রাগ কমানোর জন্য পকেট থেকে একটা গ্লিসারিন বের করি। সে তো অবাক কই পেলাম।তার পর ওকে সব খুলে বললাম।ভাইয়া কে প্রোডাক্ট গুলো দেওয়ার সময় একটা গ্লিসারিন রেখে দিলাম। না হয় বউ তো রেগে যাবে।আলহামদুলিল্লাহ আমার বউ খুশি।কারন আমাদের সব প্রোডাক্ট বিক্রি হয়ে গেছে এবং ভাইয়াটা আরও অনেক গুলো প্রোডাক্ট এর অর্ডার করে গেছে। ভাইয়ার সাথে কথা বলে ও নিজের পন্যের গুনগত মান সম্পর্কে বলতে গিয়ে একটা কথা খুব মনে পড়ে গেলো। আমাদের প্রিয় স্যার সব সময় বলেন-----#প্রচারেই _প্রসার।আসলেই আপনার পন্যের যতবেশি আপনি প্রচার করতে সক্ষম হবেন ততবেশি আপনার পন্য সম্পর্কে কাস্টমার জানতে পারবেন।
এইভাবেই গল্পের ছলে আমার পন্য বিক্রয় ও হয়ে গেলো। ইনশাআল্লাহ আমরা আমাদের পন্যের গুনগুত মান ঠিক রেখেই তৈরি করি।
👉👉 খুচরা ও পাইকারি উভয়ই ভাবে আমরা সেল করে থাকি।কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন--------01618-380362
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৯৩
Date:- ০৭/১২/২০২১ইং
মো: ফরহাদ চৌধুরী
কমিউনিটি ভলেন্টিয়ার
টপ টেন ক্লাবের মেম্বার
রেজিষ্ট্রেশন টিম এর মেম্বার
নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন।
ব্যাচঃ ১১
রেজিষ্ট্রেশন নংঃ২৬১৭৩
নিজ জেলা চাঁদপুর
বর্তমানে কুমিল্লা
কাজ করছি: নারকেল, সুপারি, ও ACT পন্য নিয়ে।
ফাউন্ডার : জাহানারা সুলতান ট্রেডার্স
মোবাইল নম্বর : 01618380362