এক সাহসী সিংগাপুর প্রবাসীর গল্প
🌹🌹🌹বিসমিল্লাহির রাহমানির রাহিম🌹🌹🌹
আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবার কাতুহু।
আজ জানাবো এক সাহসী সিংগাপুর প্রবাসীর গল্প ।
🌹🌹🌹সে আর কেউ না আমি নিজেই🌹🌹🌹
আমি নিজের বলার মতো একটি গল্পের একজন গর্বিত মেম্বার মোহাম্মাদ আনোয়ার হোসেন (রিপন), আমি একজন সিংগাপুর প্রবাসী। প্রবাসে থাকার সুবাদে ভালোই চলছে দিনকাল। আমার গ্রামের বাড়ি দাগনভূঞা, ফেনী।
আমার প্রথম প্রবাস জীবন শুরু হয় ০১ আগষ্টের ২০০২ ইং তারিখ থেকে।
যাওয়ার পর দিন থেকে কোম্পানি পাঠিয়ে দিলো একটা ওয়াইডিং ট্রেনিং সেন্টারে একটা স্কিল ডেবলপের জন্য, এক সপ্তাহ পর শেষ হলো ট্রেনিং।
তারপর থেকে শুরু হলো প্রবাসের কর্ম জীবন। কোম্পানি যখন যে কাজ দিতো, কখনো না করতামনা, না বুজলে সিনিয়র দের কে জিজ্ঞেস করতাম কিংবা হেল্প নিতাম।
তারই সুবাদে কোম্পানিতে কিছু বাংলাদেশি সিনিয়র বড় ভাই চিলেন তারা আমাকে নিয়ে নিলো তাদের সাথে কাজ করার জন্য। কাজ করতে থাকি তাদের সাথে এবং তারা আমাকে শিখাতে লাগলো মেরিন সাইটে ইলেকট্রিক্যাল এর কাজ কিভাবে কেবল কুলিং করতে হয় কিভাবে কেবল ড্রেসিং করতে হয়; কিভাবে টার্মিনেশন করতে হয় এভাবে চলতে লাগলো বেশ কিছু মাস।
স্বপ্ন ছিলো দেশে কিছু একটা করার, দেশের মানুষের জন্য কিছু কর্মসংস্থান তৈরি করার। কিন্তু বিভিন্ন কারণে হয়ে উঠেনি।
তারই সুবাদে এক দিন বড় ভাইয়ের সঙ্গে ফোন আলাপের সময় তুলে ধরলাম ভাইয়া বিদেশ তো করতেছি প্রায় ১৭/১৮ বছর হয়ে গেলো, এখন দেশে কোন একটা কিছু করা যায় কিনা।
আমার বড় ইসমাইল হোসেন (সিপন)। তিনি তখন ছিলেন নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের একজন মেম্বার, ভাই নিয়মিত সেশনগুলো দেখতেন, একদিন বড় ভাই আমাকে বলেন এবং আমাকে কি ভাবে মেম্বার হবো তা দেখিয়ে দেন, ভাইয়ের মধ্যেমে আমি ফাউন্ডেশনে অ্যাড হই, সেশনগুলো দেখতে থাকি ভালোলাগা শুরু হয়, প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যারের কথা গুলো আমাকে এমন ভাবে শিক্ষা দিতে থাকে আমি স্যার এর মধ্যেমে দেশে কিছু করার সপ্নের বাস্তবতা খুজে পাই, সেশন গুলো পড়ে মনে হইতে থাকে আরো ১০বছর আগে কেন পাইলামনা,
স্যারের একটা কথা খুব ভালো লাগে "স্বপ্ন দেখুন,সাহস করুন,শুরু করুন ও লেগে থাকুন-সফলতা আসবেই"।মনোযোগী হয়ে সেশনগুলো পড়েতে থাকি এবং শুনেতে থাকি স্যারের ভিডিওগুলো। খুবই ভাল লাগে,যাকে বলতে পারেন - প্রথম দেখাতেই প্রেমে পড়া। আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হলো। আমি স্যারের আরো অনেকগুলো ভিডিও দেখি ও জ্ঞান অর্জন করতে থাকি। রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করে ৮ম ব্যাচে যুক্ত হই। এরপর একে একে রেজিষ্ট্রেশন করাই আমার পরিবারের আরো ৫ জন সদস্যকে। কন্টিনিউ করতে থাকি স্যারের সেশনগুলো। স্যারের সেশনগুলো আমাদেরই এত ভালো লাগে যে প্রতিদিন অপেক্ষা করতে থাকি কখন সেশন চালু হবে? ধীরে ধীরে স্যারের সেশনগুলো থেকে আরো শিখতে থাকি।
স্যারের আরো একটি কথা খুব অনুপ্রাণিত করে মানুষের জন্য কাজ করলে, জীবিকার জন্য কাজের অভাব হয় না। চিন্তা করি সত্যিই তো মানুষের জন্য কাজ করলে,
জীবিকার জন্য কাজের অভাব হবে না। সত্যি বলতে গেলে মানুষের জন্য,মানবতার জন্য কাজ করার মজাই আলাদা।
আমাদের চোখের সামনে ভেসে আসে সমাজের অবহেলিত,উপেক্ষিত জনপদ। যাদের শুধু মাত্র একটি কর্মসংস্থানের জন্য তাদের পরিবাররা অনাহারে মানবেতর জীবন যাপন করছে। ভাবলাম যদি আমরা এদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। কিন্তু কি করব খুঁজে পাচ্ছিলাম না। একদিন করে হঠাৎ পেয়ে যাই স্যারের আরো একটি সেশন - যদি আপনি কাউকে খাওয়াতে চান, পরাতে চান বা ব্যবহার করাতে চান, তাহলে খুঁজে দেখুন আপনি পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের ও ভালবাসার কাজটি।তাই স্যারের শিক্ষা নিয়ে স্যারের দেখানো পথে খুঁজতে থাকি।
চিন্তা করলাম বাড়িতে একটা কিছু করি, বড় ভায়ের সাথে পরামর্শ করে ঠিক করলাম বাড়িতে এসে হাঁসের খামার শুরু করবো এবং ভাই শুরু করবেন কোয়েলের খামার, ওই ভাবনা থেকে বাড়িতে এসে শুরু করি হাসের খামার।
স্যারের একটা কথা আছে সব সময় মনে পড়ে; জীবনে শুধু ১টা চাকরী বা ১টা কাজ করার জন্য আমাদের জন্ম হয়নি, আমাদের ভিতরে অনেক সম্ভাবনা ঘুমিয়ে আছে সেই গুলোকে জাগিয়ে তুলুন !
আল্লাহামদুল্লিলাম এখন আমার খামারে হাঁস আছে ২৫০ টি,প্রতিদিন ডিম আসে ৮৫-৯০%, সামনে গরুর খামার করার পরিকল্পনা চলতেছে,এলাকার খামারিদের নিয়ে খামার প্রকল্পের উন্নিতর জন্য কাজ করে যাচ্ছি।
প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যারের শিক্ষা ও সততাকে বুকে ধারন করে স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছি।
🌹পরিশেষে স্যারের প্রতি শ্রদ্ধা, ভালাবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। যিনি আমাদেরকে এত সুন্দর একটা প্লাটফর্ম তৈরি করে দিয়েছেন এবং এত সুন্দরভাবে শিক্ষা দিচ্ছেন। যেখানে অনুপ্রানিত হয়ে আমাদের মতো লাখো তরুণ স্বপ্ন দেখছেন উদ্যোক্তা হতে, উদ্যোক্তি হয়ে দেশ, সমাজ ও নিজের পরিবারের মুখ উজ্জ্বল করতে। সেই জন্য স্যারকে লাখো স্যালুট।🌹
আপনারা চাইলে দেশের যেকোনো প্রান্ত থেকে হাঁসের খামারের বেপারে জানার জন্য আমাকে ফোন করতে পারেন। যোগাযোগ: 01886673781
সবাইকে আমার পেইজে বেড়িয়ে আসার নিমন্ত্রণ রইলো👇
facebook.com/agrohomecare
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৯৪
Date:- ০৮/১২/২০২১ইং
মোঃ আনোয়ার হোসেন
৮তম ব্যাচ
রেজিঃ ৩১৪৮
বাড়ি, দাগনভূঞা,ফেনী
ব্লাড গ্রুপ A+
আমি সিঙ্গাপুর প্রবাসী
বর্তমান দেশের বাড়িতে
ফোন নাম্বার +88 01886673781
স্বত্বাধিকারী, Agro Home Care
পেইজ, https://www.facebook.com/agrohomecare/