তখনও জীবনের মানে বুঝিনি, কিছুদিন পড় বিদেশ আর ভালো লাগেনা, সবাই ঠকায়
#নিজের জিবনের গল্পের সাথে #সেল_পোস্ট।
,#সেল_পোস্ট,,,,
কিছুদিন আগে আমি বলেছিলাম। অতি শীঘ্রই আমার প্রাণপ্রিয় গ্রুপ #নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন এ অনলাইন বিজনেস জড়িত হবো, ইনশাআল্লাহ হাজির হয়ে গেলাম আজ, একজন লেখক হিসেবে যতটুকু দায়িত্ব লেখালেখি করি,।
তার পাশাপাশি কিছুটা বিজনেস করার খুব আগ্রহ,। তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম, #বুটিকস্ এর রেডিমেড থ্রি পিছ, আপনি আমার কাছে পাচ্ছে কালার রং এর হানডেট পারসেন্ট গ্যারান্টি, এবং সব সাইজ, যেমন, বডি সাইজ ৩৬,৩৮,৪০,৪২,৪৪,৪৬, আর লম্বা ফ্রী সাইজ। হানডেট পারসেন্ট সুতি কাপর, পড়ে খুব আরাম দায়ক।,
,
এবার আসুন একটু গল্পে গল্পে সেল করি,
আসুন মূল গল্পে যাই।, পড়াশোনা শেষ করে যখন বিদেশ গেলাম, বিদেশ মূলত পড়াশোনা করার জন্যই যাওয়া, কিন্তু কোন একটা ঘটনা ক্রমে পড়াশোনা করা হয়নি, কিছু দিন বড় একটা কোম্পানিতে কাজ করলাম, বেতন বেশ ভালোই ছিলো, কিন্তু আমি ছোট বেলা থেকেই অনেক লাজুক, ছিলাম৷ বলতে পারেন অনেক বড় বলদা৷ আসলে জীবনের মানেটা বুঝতাম না, যাই হোক, কাজ শুরু করলাম, বেতন যা পেতাম, মানুষ কে দিয়ে দিতাম, শুধু নিজের হাত খরছ রেখে, কারন বাড়িতে আমার খরচ দিতে হতোনা, কেউ আসতো বিপদে পড়ে, দিতাম, কেউ আসতো তার বেতন দেয়না, বাড়ি টাকা পাঠাতে হবে, দিয়ে দিলাম, আবার কেউ মিথ্যা বলেও হাওলাত নিতো। ভাবতাম, তো একদিন দিবেই,।
এমনি করে বিজনেস টা লস হতে লাগলো, একটা সময় আমার বিজনেস টা শেষ হয়ে গেলো। 


, খুব হতাসায় ছিলাম, আমি যে পাটি থেকে মাল আনতাম, তাদের কাছে কিছু ঋণ ছিলাম, অনেক টা রাত কেদেছি, আমি তো কারো একটা টাকা মেরে খেতে পারবোনা। তাহলে যে আমার বিশ্বাস আমার সততা আমার সরলতার প্রতি অসম্মান করা হবে এটা আমি কখনো পারব না। কি করবো ভাবতে লাগলাম। যাদের সহযোগিতায় আমার বিজনেসটা হয়েছিল? তারাও আমার উপর থেকে মুখ ফিরিয়ে নিল, কারণ একটা মানুষকে কয়বার দেখা যায়?!
এই গ্রুপ আমায় অনেক কিছু দিয়েছে। আমি চাই এই গ্রুপ থেকেই ঘুরে দাঁড়াতে।
স্যার আপনাকে হাজারো সালাম।
এই গ্রুপের প্রত্যেকটা সদস্য কে, আমার অন্তরের অন্তরস্থল থেকে বলতে চাই, সবাই এই গ্রুপটার সাথে লেগে থাকুন, ইনশাআল্লাহ এখান থেকে অনেক বড় স্বপ্ন পুরন হয়ে বের পারবেন।
