শীত মানেই ফ্যাশন
💐💐আসসালামুয়ালাইকুম💐💐
#গল্পে_গল্পে_সেল_পোষ্টঃ
______________শীত_মানেই_ফ্যাশন_________________
ভোরের ঘাসের বুকে শিশিরের টলমলে উপস্থিতি, কুয়াশার হালকা চাদর আর রাত নামলেই একটু একটু করে জেঁগে বসা ঠান্ডা- এসবই তো শীতের পূর্বাভাস। এমন সময়ে না ভারি শীতের পোশাক পড়া যায়, না সাধারণ পোশাক। তবে এই হালকা শীতটা কিন্তু ফ্যাশনের জন্য দারুণ। চমৎকার সব স্টাইলিশ পোশাক হতে পারে আপনার এ সময়ের সঙ্গী। শীতের এই সময়টাতে উষ্ণতার পর নিতে ফ্যাশন বজায় রেখে চলছে শীতের পোশাক বেচা কেনার ধুম। হিম কুয়াশায় আর সন্ধ্যায় ঝিরঝিরে বাতাসটাকে ফাঁকি দিয়ে সকল ভাই বোনেরা মেতে উঠছে শীত ফ্যাশনে। তাই এবার আমি রিদিতা রিমি আপনাদের মাঝে নিয়ে আসলাম শীতের ফ্যাশনে চমৎকার সব শীতের পোশাক। এবারের শীতে সকল ভাই ও বোনদের জন্য পোশাক মানেই আমি নিয়ে আসলাম, ফুল স্লিভ টি-শার্ট, পোলো শার্ট, জ্যাকেট, কাশ্মিরি শাল, চাদর, মাফলার সঙ্গে যোগ করছি শীত ফ্যাশনের পোশাক _হুডি, ডেনিম জ্যাকেট, লেডিস সোয়েটার, জ্যাকেট, কটি, শাল আরো অনেক কিছু।
আমার বান্ধবী শারমিন,
ওরা দুই ভাই বোন শারমিন আর জিসান। এক সঙ্গেই বেড়ে ওঠা ওদের ছোট বেলা থেকেই আমি দেখছি, কেনাকাটাও এক সঙ্গেই করতো ওরা, দুই ভাই বোন মিলে কোনো জিনিস পছন্দ করে তবেই সেটা বাসায় নিয়ে আসতো, নাহলে নয়। কিছুদিন আগে জিসানের বিয়ে হয়ে যাওয়ায় শারমিন কিছুটা একা হয়ে পড়ে। কারণ জিসান বিয়ে করে চলে যায় সৌদি আরব। এখন বাসায় শারমিন ভাই ছাড়া একা হয়ে পড়ে।
কিছুদিন আগে আমি ঘুরতে গেলাম শারমিনের বাসায়ঃ
শারমিনঃ (আমাকে দেখে অবাক) হাই, রিদিতা তুই
কিভাবে, কি মন করে আসলি আমাদের বাসায়, কতো দিন হলো তোর কোন খোঁজ খবর নেই।
রিদিতাঃ আমি বর্তমানে একটু ব্যাস্ত থাকি,তাই অনেক দিন ভাবছি তোর সাথে দেখা করবো, কিন্তু সময়ের অভাবে আসতে পারি না।
শারমিনঃ আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি,
তুই আমাদের বাড়িতে এসেছিস, আয় আগে নাস্তা করি
তারপর তোর সাথে অনেক কথা আছে।
রিদিতাঃ ওকে, কি বলবি বল নাস্তা খেতে খেতে আমি শুনতে থাকি।
শারমিনঃ আমি শুনলাম তুই নাকি ইদানিং সবসময়
মোবাইল নিয়ে পড়ে থাকিস, সারাদিন শুধু ফেসবুক
দেখতে থাকিস। কথাটা কি সত্যি?
রিদিতাঃ হ্যা, আমি এখন ফেসবুক চালাই, তবে সারাদিন না, এবং মানুষেরা যেটা ভাবে আসলে তা নয়, সম্পুর্ন উল্টো। আমি ফেসবুকে একটি উদ্যোক্তা গ্রুপ, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সাথে শুধু সেখানেই একটু সময় দেই।
শারমিনঃ কি বলিস, এতো লেখা পড়া শিখে, এখন আবার উদ্যোক্তা হবি, উদ্যোক্তা হবি ভাল কথা, তো "নিজের বলার মতো একটা ফাউন্ডেশন" সেখানে আবার কি?
রিদিতাঃ আরে জানিস না,এ যুগের সেরা, ইকবাল বাহার জাহিদ স্যারের প্রচেষ্টায় তৈরি উদ্যোক্তা ফাউন্ডেশন নিজের বলার মতো একটা গল্প, এবং এর পাশাপাশি একজন মানুষের পরিচর্যার কারখানা, যেখানে কোন প্রকার টাকা পয়সা ছাড়াই ১৪টি স্কিলস্ সহ ৯০ দিন প্রশিক্ষণ দেওয়া হয়। তাই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনেই লেগে আছি।
শারমিনঃ আচ্ছা তুই এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সন্ধান কিভাবে পেলি ?
রিদিতাঃ হঠাৎ একদিন, আমি কিছু করতে চাই
এই বিষয়ে ইউটিউবিতে ভিডিও দেখতে দেখতে
ইকবাল বাহার জাহিদ স্যারের ভিডিও চলে আসে,
সেখান থেকে অনুপ্রেরণা যোগায় আমার জীবনের
একটি গল্প থাকার দরকার, সেই থেকেই খুঁজতে খুঁজতে
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের যুক্ত হওয়া।
শারমিনঃ আচ্ছা তোদের ওই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে কি কি পাওয়া যায়, এবং সুযোগ সুবিধা কি?
রিদিতাঃ আমাদের ফাউন্ডেশনে, অলরেডি অনেক ভাই বোনেরা উদ্যোক্তা হয়ে, সবধরনের আইটেম নিয়ে কাজ করে যাচ্ছে, খাদ্য-পোশাক-দেশি-বিদেশি পন্য ইত্যাদি
এক কথায় নিত্যপ্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায়।
সুযোগ সুবিধা, বলতে রয়েছে সততা, কমিটমেন্ট, সর্বোপরি
নিজের পরিচয়ে পরিচিত একজন ভালো মানুষ।
শারমিনঃ জানিস জিসান ভাইয়া বিদেশে যাওয়ার পর থেকেই আমি একা পড়েছি । ভাইয়া থাকলে দুই ভাই বোন মিলে একসাথে কেনাকাটা করতাম এক দোকানেই একই
কালার মিলিয়ে শীতের পোশাক কিনতাম। কিন্তু এ বছর মনে হয় আর ভাইয়াকে নিয়ে কিনা হলো না।
রিদিতাঃ কেন? এখন তো ডিজিটাল যুগ আমি তোকে একটা সন্ধান দিচ্ছি, ভিজিটিং কার্ড নয় ঠিকানা নয়,
গাড়ি ভাড়ার ঝামেলা নেই, তোকে ফেসবুকে
আমাদের ভালবাসার গ্রুপ ইনভাইট করতেছি।
ভালো লাগলে ঘুরে দেখতে পারিস।
শারমিনঃ ফেসবুকে ইনভাইট সেখানে গিয়ে গ্রুপ এ আমি কি করব, সেখানে আমি কি পাব?
রিদিতাঃ সেখানে গিয়ে দেখবি আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের অনেক ভাই বোন সেল পোষ্ট দিচ্ছে, তোর পছন্দের প্রোডাক্ট খুজবি পছন্দ হলে জিসান ভাইয়াকে ও ইনভাইট করবি। এবং পছন্দের প্রোডাক্ট এর জন্য দুই ভাই বোন মিলে যেখান থেকে পছন্দ হয় ওখানে ইনবক্স করবি।
শারমিনঃ তুই আমাকে বিশাল একটি উপকার করলি,
আমি তো এটা ভাবতেই পারিনি, এতো সুন্দর একটা ফাউন্ডেশন রয়েছে অনলাইনে কেনাকাটা করার জন্য, আমরা দুই ভাইবোন তাহলে তো এখন দেশ বিদেশে থেকে সেই একই সাথে কেনাকাটা করতে পারি। তোকে অসংখ্য ধন্যবাদ ❣️
রিদিতাঃ আরে আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের এখানেই শেষ নয়, আরো রয়েছে। ক্রয়-বিক্রয়ের সিকিউরিটি, অভিযোগ গ্রহণকারীর টিম,
রয়েছে বিশ্বের সর্বপ্রথম অনলাইন মঙ্গলবার হাট। সেখানে রয়েছে হাট মনিটরিং টীম, এক কথায় সম্পুর্ন নিয়ম শৃঙ্খলার মধ্যে যেখানে নিঃসন্দেহে কেনাকাটা করা যায়।
প্রতারিত হওয়ার কোন সন্দেহ নেই।
শারমিনঃ আচ্ছা, তাহলে এখন থেকে আমরা দুই ভাই বোন তোদের ওই গ্রুপ থেকে কিনতে পারব, এটা আমার
জন্য একটা বিশাল পাওয়া।
রিদিতাঃ আরে এখানে আরো একটি বিষয় রয়েছে,
যা তুই ভাবতে পারিস না, যদি কোন প্রোডাক্ট তো পছন্দ মতো না পাবি, তখন তোর পছন্দ প্রোডাক্ট এর একটি ছবি দিয়ে কিনতে চাই, পোস্ট দিলেই দেখবি সবাই
তোর পছন্দের প্রোডাক্ট নিয়ে এসেছে। তবে তোকে
কিনতে পোস্ট করতে আমাদের গ্রুপ এ একটি শৃঙ্খলা
অনুসারে একটি নিয়ম রয়েছে।
শারমিনঃ আচ্ছা রিদিতা, তোদের গ্রুপ এর এতো এতো প্রসংসা শুনেই মনে হয়, আগে কথা না বলে গ্রুপ এ গিয়ে ঘুরে আসি, যাইহোক কিনতে চাই, পোস্ট করতে আবার নিয়ম কেন?
রিদিতাঃ শারমিন তুই তো জানিস, অনেকেই অনেক ভাবে
কেউ প্রতারিত হচ্ছেন, কেউ প্রতারিত করছেন,, আর বিষয় গুলো খেয়াল রেখেই আমাদের প্রিয় স্যার
চমৎকার একটি নিয়ম, সৃষ্টি করে দিয়েছেন, যেখানে
প্রতারিত হওয়া এবং প্রতারিত বানানো বিন্দুমাত্র চিন্তা নেই।
শারমিনঃ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো,
শুনে তো নিয়ম গুলো কি কি জানতে পারি?
রিদিতাঃ প্রথমতবস্থায় ফেসবুক প্রোফাইলটি
নিজের নামে হতে হবে, নিজের ছবি থাকতে হবে (মেয়েদের ক্ষেত্রে ছাড় আছে) প্রোফাইল আনলক থাকতে হবে, জন্ম স্থান পরিচয় দিতে হবে, বর্তমান অবস্থান বলতে হবে, সম্ভব হলে কি করছেন জানাতে হবে, এই তথ্য গুলো দিয়ে গ্রুপ এ রেজিস্ট্রেশন করতে হবে, এবং কিনতে চাই
পোস্ট এ তোর নিজের পরিচয় দিয়ে পোস্ট দিতে হবে
তখনই এ্যাপ্রুভ হবে।
শারমিনঃ কি বলিস, এতো সুন্দর নিয়ম শৃঙ্খলা,
আমি তো বিভিন্ন গ্রুপ এ উল্টে পাল্টে কথা দেখে
ফেসবুক চালোনোই বন্ধ করে দিতে চেয়েছিলাম।
কিন্তু তোর কথাই আবার অনুপ্রেরণা যোগায়,
আচ্ছা , আমাকে তুই রেজিস্ট্রেশন করে দিবি।
রিদিতাঃ ওকে, তোর এই তথ্য গুলো আমাকে ইনবক্সে পাঠিয়ে দে, ইনশাআল্লাহ করে দিব। এবং কিছুক্ষণ পর
আমি বান্ধবীকে রেজিস্ট্রেশন করে দিলাম।
শারমিনঃ যাই হোক তোর সাথে অনেক কথা বললাম,
তোর গ্রুপ এর গল্প শুনতে গিয়ে কেনাকাটা ভুলে গেছি।
আচ্ছা রিদিতা তুই কি কি নিয়ে কাজ করিস। অথবা
তোর কাছ থেকে কিভাবে কিনতে পারি। তোর মোবাইল কি কোন ছবি আছে??
রিদিতাঃ আমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি,
যেমনঃ ঘি, মধু, ড্রাই ফ্রুটস, হানি নাটস্, কালোজিরা তেল, সরিষার তেল, ত্বীন ফল, খেজুরের গুড়, ছেলে এবং মেয়েদের চমৎকার সব শীতের পোশাক, ইত্যাদি ইত্যাদি। আমার একটা পেজ আছে, Ridita's Mart ওখানে গিয়ে ঘুরে দেখতে পারিস।
আমার মোবাইল এ কিছু নতুন শীতের পোশাক এর ছবি আছে দেখতে পারিস।
শারমিনঃ ওয়াও, তোর কাছে তো চমৎকার চমৎকার প্রোডাক্ট আছে।✔️
এইটা আমার অনেক পছন্দ হয়, কিন্তু দাম কেমন?
এবং আমি ভাইয়াকে একটু কল দিয়ে দেখি, ভাইয়ার
জন্য ও এটা আমার খুবই পছন্দ। ভাইয়াকে ছবি গুলো পাঠিয়ে দিলাম। ভাইয়া একটা পছন্দ করলো,
রিদিতা আমাদের দুই ভাই বোনের জন্য এই শীতের পোশাক দুটো দিয়ে দিবি।
রিদিতাঃ ওকে, আমি বাসায় গিয়ে দুই একদিনের মধ্যেই পাঠিয়ে দিব। ""ইনশাআল্লাহ""
🌹🥀🌹আমি যখন উদ্যোক্তা আলহামদুলিল্লাহ, আমি যেখানেই যাই কম বেশি সেল হচ্ছে, ভালবেসে সবাই আমার জন্য এবং আমার উদ্যোগের জন্য দোয়া করবেন, আমি ও আপনাদের জন্য দোয়া করি।
❣️এভাবেই শারমিন আর জিসান দুই ভাই বোন এখনো শপিং করে যাচ্ছে একসঙ্গে। জিসান দেশের বাইরে থাকার পরও এটা সম্ভব হয়েছে আমাদের ভালবাসার নিজের বলার মতো একটা ফাউন্ডেশন থাকার কারণে,
জিসান এবং শারমিন দু’জন দুই জায়গায় থেকেও একই সঙ্গে কেনাকাটা করতে পারছে এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মাধ্যমে। তাদের জন্য ও অনেক অনেক দোয়া রইলো।
🌹🥀🌹আমার এই গল্প টা
পড়ে গল্পে গল্পে সবাই কিনবেন আশা করছি।।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৮৬
Date:- ৩০/১১/২০২১ইং
🌺রিদিতা রিমি
🌺ব্যাচ নং-12
🌺রেজিঃ নং-42265
🌺কমিউনিটি ভলেন্টিয়ার
🌺24/7 লাইভ সাপোর্ট টিম মেম্বার
🌺জেলা- ফরিদপুর
🌺বর্তমান অবস্থান- ঢাকা
🌺ব্লাড গ্রুপ- বি(পজেটিভ)
🌺মোবাইল- 01791236900
🌺আমার পেজ- Ridita's Mart
🌺পেজ লিংক- https://www.facebook.com/riditasmart/