এইটাই হচ্ছে ভ্রাতৃত্বের সম্পর্ক
#গল্পের_ছলে_পণ্য_বিক্রয়
"আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ"
শুভ সকাল সবাইকে।আশা করি অনেক ভালো আছেন প্রিয় ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভালো রেখেন।
আজ ৭৫ তম হাটে স্বাগত জানাচ্ছি প্রিয় ভাই বোনদেরকে🌹
🍂সপ্তাহের সব গল্প গুলো জমিয়ে রাখি সেরা গল্প টা হাট বারে আপনাদের সাথে শেয়ার করব বলে। আজও একটা মজার গল্প নিয়ে এসেছি।আশা করি সবাই পড়বেন।আমার উদ্যোক্তা জীবনের পণ্য সেলের মজার একটা গল্প বলব আজ।ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু।
দেরি না করে মূল গল্পে চলে যাই👇
🍂কয়েক দিন আগে একজন ভাইয়া আমার পেইজবুকে প্রোফাইলের একটা পোস্টে কমেন্ট করে।মেসেজ রিকুয়েষ্ট চেক করে দেখি উনি কাঁথার দাম জানতে চাইছেন।আমিও যা জানতে চাইছে জানালাম।আমার একটা অভ্যাস কেউ নক করলে তার আইডি আগে ঘুরে আসা।লক থাকলে আমি খুব কম রিপ্লাই দি।আর লক না থাকলে তো তার সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়।ভাইয়ার আইডিতে ডুকে দেখি আমাদের সবার পরিচিত ট্রেড মার্ক গ্রুপ এর নাম উনার কভারে। তখনই বুজলাম উনি ট্রেড মার্ক এর সাথে যুক্ত আছেন। ট্রেড মার্ক মানে আমরা অনেকে Cm Hasan ভাই কে চিনি। যিনি লক্ষ্মীপুর জেলার গর্ব।
সাথে সাথে সিএম হাসান ভাইয়ার কথা জিজ্ঞেস করলাম বলল উনি সিএম হাসান ভাই এর পার্টনার।খুবই আনন্দ লাগছে ঐ মুহুর্তে। অর্ডার করুক আর না করুক উনারা যে আমার পণ্য গুলো দেখছে তাতেই আমার অনেক ভালো লাগে।
ভাইয়াকে কয়েক টা কাঁথার ছবি দিলাম।উনার সব গুলো ভালো লাগছে।বললাম কোনটা কোনটা দিব সিলেক্ট করে দেন। বলল,,আপনি যে কোনো ১০টা ডিজাইন এর ১০ টা দেন ৫ কালার হলেই হবে।
আমি পেইজ লিংক দিয়ে বললাম পেইজ থেকে ঘুরে আসবেন। সেখানে আরও অনেক সুন্দর ছবি আছে।যেটা ভালো লাগে আমাকে পাঠান
https://www.facebook.com/অনলাইন-বেবি-কাঁথা-হাউজ-110173391120586/
💦পেইজ ঘুরে এসে বলে আপু আপনার পছন্দ মত ১০ টা দেন।আমি তো অবাক🤔বললাম ভাইয়া আপনি সিলেক্ট করে জানান।উনি বলল হাতে কাজ আছে শেষ করে জানাচ্ছি। এতো ব্যস্ততার মধ্যে আছে উনার আর জানানো হয়নি।আমিও এক দিন পর ভাবছি আর অর্ডার করবে না। তাই আর বিরক্ত করলাম না।উনার ভালো লাগলে উনি নক করতো।
হঠাৎ মাথায় আসলো সিএম হাসান ভাই এর পার্টনার হলে সিএম হাসান ভাই কে জানাই দেখি ভাইয়া কি বলে।সিএম হাসান ভাই শুনে বলে যাক ভালো আমি বলে দিব অর্ডার কনফার্ম করে দিবে।কোনো প্রয়োজন হলে বা কোনো কাজ করা লাগলে আমাকে জানাবেন।
💦ঐ ভাইয়াটা আর জানালো না। পরের দিন সিএম হাসান ভাই কে মজা করেই বললাম আপনার পার্টনার কিছু জানাইনি বলছে জানাবে। উনারা যে দুই জন এক সাথে আমি জানতাম না।ঐ ভাইয়া টা আমার মেসেজ টা দেখে ফেলল। উনারা তো হাসতেছে। কিছুক্ষন পরেই সিএম হাসান ভাই একটা ভয়েস দিলো যে অর্ডার কনফার্ম করলো।সিএম হাসান ভাই আমাকে বিশ্বাস করানোর জন্য একটা ভিডিও করেও পাঠালো। আমি তো হাসতে হাসতে শেষ 😁😁অনেক মজা পেলাম প্রিয় ভাই দের কান্ড দেখে।
👉এইবার শুনেন সিএম হাসান ভাই কেনোই বা আমার অর্ডার কনফার্ম করলো।উনি তো আমাকে কখনও দেখেনি আমার থেকে প্রোডাক্ট কিনে নাই। তাহলে কিভাবে ১০০% নিশ্চিত হয়ে আমার অর্ডার কনফার্ম করে দিলো।শুধু মাত্র বিশ্বাস এর উপর নির্ভর করে।আমি হয়তো তাদের মনে সেই বিশ্বাস টা তৈরি করতে পেরেছি।আমার প্রথম কেউ এমন অর্ডার করলো।যেখানে আমি না আমার প্রিয় ভাই আমার অর্ডার কনফার্ম করছে।এইটাই হচ্ছে ভ্রাতৃত্বের সম্পর্ক।এ ভাবে লক্ষ্মীপুর জেলার বোন দের পাশে থাকে ভাইয়েরা।
💦ফাউন্ডেশনে যুক্ত হওয়ার পর থেকে আজ এখানে আসা পর্যন্ত লক্ষ্মীপুর জেলার ভাই বোন অবদান অনস্বীকার্য। তাদের ভালোবাসা ও সাপোর্ট পেয়ে আমি অনেক কাজ সাহস নিয়ে করেছি।তবে প্রথম সাপোর্ট প্রিয় সিএম হাসান ভাই করছে।আমাকে অনেক অনুপ্রেরণা ও উৎসাহ দিছে।কোন ভুল করলে কেউ না বললেও সিএম হাসান ভাই বলে দিছে।সবার সামনে না বললেও ইনবক্সে বুজিয়ে দিছে।কি ভাবে আগানো যায় সেই সম্পর্কে অনেক পরামর্শ দিছে।
অনেক অনেক কৃতজ্ঞতা প্রিয় ভাই এর প্রতি।
আমার অর্ডার কনফার্ম করছে তার জন্য নয়।সব সময় সিএম হাসান ভাই এর কৃতজ্ঞতা স্বীকার করি।আজকের গল্প টা শেয়ার করার উদ্দেশ্য হলো কি ভাবে ভাইয়েরা বোন দের সাহায্য করে এবং আপনি কি ভাবে নিজের পরিচিত এবং কাজ দিয়ে সবার বিশ্বাস অর্জন করতে পারবেন।শুধু মাত্র সেশন চর্চায় নিয়মিত ছিলাম বলেই তারা আমাকে এতো ভালো চিনছে। অন্য কোনো ভাবে নয়। তাই জেলার ভাই দের ১০০% সহযোগিতা পেতে হলে প্রতিদিন সেশন চর্চায় উপস্থিত থাকবেন।
❣️ধন্যবাদ সবাইকে আমার আজকের মজার গল্পটি মন দিয়ে পড়ার জন্য। সবার জন্য দোয়া ও শুভকামনা।
(বিঃদ্রঃ পণ্যের ডিজাইন ও সাইজ অনুযায়ী দাম নির্ধারণ করা হয়)
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৮৬
Date:- ৩০/১১/২০২১ইং
👩🎓 তাহামিনা আক্তার
🏅কমিউনিটি ভলেন্টিয়ার
🎗️ব্যাচঃ১৪
✍️রেজিষ্ট্রেশনঃ৬৬৩৯৩
🇧🇩জেলাঃ লক্ষ্মীপুর
🏡বর্তমান অবস্থানঃ নোয়াখালী
🎨কাজ করছিঃ বেবি কাঁথা নিয়ে
🎀পেইজঃhttps://www.facebook.com/অনলাইন-বেবি-কাঁথা-হাউজ-110173391120586/