একটা মজার ঝামেলা
আসসালামু আলাইকুম।।
❤️❤️❤️গল্পে গল্পে সেল পোস্ট❤️❤️❤️
কিছুদিন আগে একটা মজার ঝামেলাতে পড়ে ছিলাম ..
ঝমেলাটা আপনাদের শেয়ার করছি...।।
আমি যেহেতু অনলাইন ব্যবসায়ে যুক্ত তাই আমার প্রতিবেশিরাও আমাকে অনলাইন সংক্রান্ত মজার ঝামেলাতে ফেলে দেয়।।।।।
২য় তলায় ভাবির ছেলেটা এসে আমাকে বলল।
আন্টি আম্মু আপনাকে এখনি যেতে বলেছে্,ভাবী দীর্ঘদিন ধরে অস্বুস্থ্য আমি ভাবলাম কি না হল।। তাই হাতের কাজ দেখেই দ্রুত দৌড়ে গেলাম..।।।
দজার সামনে থেকেই চিল্লাচিল্লির শব্দ ।।।।🥴
চিন্তা করছিলাম ভিতরে ঢুকবো কিনা🙃
,👉 হঠাৎ করে ভাই আমার দিকে তাকিয়ে বললেন,,
ঃআপা এখানে আসেন তো...
আমি সাধারণত ভাইয়ের সাথে খুব একটা কথা বলি না।। দেখা হলে সালাম বিনিময় পর্যন্তই শেষ।।।
আজ তার কথায় একটু ভয় পেয়ে গেলাম।।
👉সালাম দিয়ে বললাম। জি বলুন।।
👉তিনি আমাকে বললেন 30 টাকা রিকশা ভাড়া দিলে 11 নাম্বার বাজার থেকে নিজে হাতে দেখেশুনে পণ্য কিনতে পারি।
👉 বিকেলবেলা হাঁটতে বের হয়ে প্রিন্স বাজারে গিয়ে এসির মধ্যে ঘুরে ফিরে দেখে কেনাকাটা করতে পারি।।
👉👉 এতো সুযোগ থাকতে কেন আমি অনলাইনে যাব বলেন তো???
আমি একটু কিছুক্ষণ চুপ করে থেকে বললাম।।।।
👉আসলে এ প্রশ্নের উত্তরটা তো এত সহজে দেয়া যায় না।।
তিনি আমার দিকে খুব রাগান্বিত ভাবে বললেন🥴, 👉👉আপনার ভাবীর মাথায় ঢুকেছে অনলাইন থেকে বালাচাও কিনবে, আর মধু কিনবে, আরে বাবা আশেপাশের দোকানে হাজারো মধু বিক্রি করে অনলাইন থেকে কিনতে হবে কেন??
অনলাইনে তো সব চিটার বাটপার 😡
আমি কিছু বলার আগেই ভাবি বলে উঠল, আপু ও রী অনলাইনে বিজনেস করে তাহলে???????
👉ভাই তখন নিজের কথার জালে নিজেই আটকে গেল। তিনি বলে উঠলেন সবাই কি এক।।
🤫 ভাবী বলল আপা এর সাথে কথায় পারবেন না।
ভাই একটা সরকারি চাকরি করেন। বেশ ভালো বেতন পান তার চালচলন অন্যরকম।।।
তার সঙ্গে কখনোই সালাম বিনিময়ের বাইরে যেহেতূ কথা বলিনি।।
👉 আজকে ইচ্ছাকৃতভাবে বললাম ভাবি একটু চা করেন। চা খাব।।।
এরপরে ভাই আর আমি সামনাসামনি সোফায় বসলাম।
👉 বললাম ভাই আপনি কোন মধু টা পছন্দ করেন??
👉 তিনি আমাকে উত্তর দিল সরিষা ফুলের মধু আমার খুব ভালো লাগে। তাছাড়া কালোজিরা ফুলের মধু টাও বেশ ভালই।।
👉আমি বললাম আপনি কি অরিজিনাল এই মধু গুলো খেয়েছেন।
👉 তিনি বলল অরিজিনাল কি এখন আর পাওয়া যায়? দোকানে যেগুলো পাই এগুলো তো চিনি মেশান...
👉আমি তাকে বললাম আমি যদি আপনাকে অরিজিনাল মধু দিই।
👉তিনি বললেন পারবেন না।
👉আমি বললাম কিছুক্ষণ আগে আপনি কিন্তু বলেছেন সবাই চিটার বাটপার হয় না।
👉ভাই তখন বললেন আরে বেশিরভাগই এইরকম।।
👉 তখন আমি বললাম এই যে আমি থ্রি পিস, কুশন কভার, বেবি কাঁথা, আরো কত কাজ করতেছি। সবইতো আপনাদের চোখের সামনেই করতেছি।। এর মাঝে কোন ভেজাল আছে??
কাস্টমার যেটা দেখে যেটা পছন্দ করছে। আমি তো সেটাই পাঠাচ্ছি।। তারপরও কাস্টমারের ভালো না লাগলে কাস্টমার রিটার্ন করতে পারছে ডেলিভারি ম্যান এর কাছে।।।
👉 তখন তিনি বললেন সবাই কি আপনার মত।।
👉আমি তখন তাকে বললাম, আমি কতটুকু ভালো জানিনা। তবে চেষ্টা করি সবসময় সৎ থাকার জন্য।। বিশেষ করে ব্যবসায় কাউকে ঠকাতে পছন্দ করিনা।। তাতে আমার লাভ হোক বা না হোক।।
সত্য কথাটাই আমি বলি।।
❤️❤️কিন্তু আমি এটা বলতে পারি, আমি একটা ভালো মানুষের গ্রুপে আছি।।
❤️যে গ্রুপে ভালো মানুষ তৈরি করা হয়।।
❤️যে গ্রুপে ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের শেখানো হয় কিভাবে সততার সাথে ব্যবসা করতে হয়।
❤️কিভাবে নির্ভেজাল পণ্য কাস্টমারের হাতে দিতে হয়।
👉 তিনি আমার দিকে বেশ বিরক্ত হয়ে তাকালেন😡ভালো মানুষ হবার বানানো যায়??এটা কি মেশিনে বানায় নাকি??
👉 আমি বললাম হ্যা এটা মেশিনে বানায়।।
মেশিন টার নাম হচ্ছে Iqbal Bahar Zahid...
,👉 উনি আবার অট্টহাসিতে বললেন, এটা আবার কি???
👉 তখন আমি বললাম ভাই দাঁড়ান, আমার মোবাইলে আমার প্রিয় ফাউন্ডেশনের পেজটা ওপেন করলাম.।
এরপরে বললাম এইটা পড়েন।।
👉 উনি পড়লেন জোরে জোরে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন।।।
এটা আবার কেমন ফাউন্ডেশন???
👉এরপর স্যারের ছবি দেখালাম।
👉 উনি বললেন আরে একে তো চেনা চেনা লাগছে।।।
👉আমি বললাম কিভাবে চেনেন?
👉উনি বললো কোন এক প্রগ্রামে দেখেছেন।
আর তাছাড়া মনে হচ্ছে টিভিতেও কখনো দেখেছেন।।
👉 এরপরে আমি উৎসাহে স্যারের সম্পর্কে তাকে বলতে শুরু করলাম।।
তাকে বোঝালাম আমাদের এই ফাউন্ডেশন এর কার্যক্রম সম্পর্কে।।।
আমরা কিভাবে পণ্য নয় বিশ্বাস ক্রয় করি সেটা বুঝলাম।।।।
👉তাকে বললাম ভাই আপনার দোকান থেকে একটা পণ্য কিনে নিয়ে আসবেন এই পণ্য টা যদি খারাপ হয় দোকানদার ফেরত নিবে না।।
আপনাকে চিনবেই না।। আর আপনি ফাউন্ডেশন থেকে কেনাকাটা করেন। ইনশাল্লাহ ভালো পণ্য পাবেন। দুর্ভাগ্যক্রমে যদি কোন খারাপ কিছু হয় আপনি কিন্তু সেলার কে পাবেন এবং চেঞ্জ করতে পারবেন।। আপনার কথা বলার একটা জায়গা থাকবে।।।
👉 তিনি বললেন সেটা তো ঠিক।। কিন্তু আলাদা করে ডেলিভারি চার্জ দিতে হবে।।।
👉 আমি তাকে বললাম আপনি মার্কেটে গেলে তো 30+ 30=60 টাকা রিকশা ভাড়া লাগবে...
তাছাড়া আপনি যেকোন সময় /অফিসে যাওয়ার সময়/ গাড়িতে বসে / রেস্ট নেওয়ার সময় /বিছানায় শুয়ে শুয়ে পছন্দের পণ্যটি দেখেশুনে অর্ডার করতে পারবেন...
আপনার কেনাকাটা করার যেন আলাদা সময় লাগলো না।।।
তাছাড়া এখন দেশের যা অবস্থা এই অবস্থাতে সেফটি ও তো চিন্তা করতে হবে তাইনা???
👉তার সাথে এইরকম কথা বলতে বলতে আমার ঘড়ির কাটা তে কখন যে ঘণ্টা পার হয়ে গেছে আমি জানি না।।
এর মাঝে দুইকাপ চা শেষ করেছি একসাথে।।
অবশেষে তিনি অনলাইনে কেনাকাটা এবং অনলাইন কে বিশ্বাস করার আস্থা পেলেন।।।
আলহামদুলিল্লাহ তিনি অনলাইনে আজকের হাটে কেনাকাটা করবেন বলে আমাকে কথা দিয়েছেন।।।
আর সেই সাথে আমার সামনে বসেই 10টা সেশন তিনি পড়েছেন।।
আর আমাদের 17 তম ব্যাচে রেজিস্ট্রেশন করবেন বলে কথা দিয়েছেন।।।
আলহামদুলিল্লাহ।।।।
আমরা পণ্য নয় বিশ্বাস ক্রয় করি ❤️❤️❤
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৮৬
Date:- ৩০/১১/২০২১ইং
🧕ফারজানা খানম জিতু
✨✨সেচ্ছাসেবক।
🏅রেজিস্ট্রেশন নাম্বার 13816
🎖️ব্যাচ নাম্বার 10
🏘️জিলাঃফরিদপুর।
🏩বর্তমান মিরপুর ক্যান্টনমেন্ট থানা গুলশান জোন।।।
ব্যবসায় পেজ
www.facebook.com/rosepetalsbd
................... &
www.facebook.com/hasnahenacollection