জয়ী সেই হয়
অনেকের উদ্যোক্তা হওয়ার প্রাথমিক প্রস্তুতি থাকার পরে ও ইউনিক আইডিয়া খুঁজতে খুঁজতে আমরা জীবনের অনেকটা সময় পার করে দিই, ইউনিক আইডিয়া না পেয়ে অনেকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থেকে ছিঁটকে যাই।
আইডিয়া পাওয়া সহজ কিন্তু সমস্যা হলো করে দেখানো।
আইডিয়া যতই ব্রিলিয়ান্ট হোক না কেন, মনে রাখবেন, এই একই আইডিয়া পৃথিবীর ৭ বিলিয়ন মানুষের মধ্যে অন্তত ৩০০ জনের আছে। তবে জয়ী সেই হয়, যে আইডিয়াটাকে বাস্তবায়ন করে দেখতে পারে। অতএব আপনার আইডিয়া যতই ইউনিক হোক না কেন, আইডিয়ার সঠিক প্রয়োগ না হলে কোনো লাভ নেই।
একজন ভালো আইডিয়া তৈরি করলো, আর একজন সেই আইডিয়া ফলো করে ধুমধাড়াক্কা ব্যবসা করে । সার্চ ইঞ্জিন Yahoo, Bing এর নাম আমরা সবাই জানি। এই সার্চ ইঞ্জিন গুলোর অনেক পরে সার্চ ইঞ্জিন Google এসেছে কিন্তু Google সবাইকে পেছনে ফেলে প্রথম স্থান দখল করে নিয়েছে । এখানে Google অন্যের প্ল্যান গুলোকে বিশ্লেষণ করে খুব দ্রুত সেটাকে এক্সিকিউশন করেছে, আর রেজাল্ট বের করে এনেছে । এরকম হাজারটা উদাহরন আছে।
সুতরাং Uniqueness আনবেন আপনি আপনার প্রোডাক্ট এর quality তে, সার্ভিসে, কমিটমেন্ট ও সততায়। হাজার প্রতিযোগী বাজারে থাকলেও ধৈর্য্য ধরে লেগে থাকলে আপনি সফল হবেনই। আপনার যা ভাল লাগে, যা আপনার কাছে সহজ মনে হয় তা দিয়ে শুরু করে দিন। তবে যা ই করুন জেনে,বুঝে, দৃঢ়চিত্ত হয়ে। আজকের দিনটা আপনার আপনার জীবনে আর আসবে না ।
আমাদের সবার শ্রদ্ধেয় মেন্টর ইকবাল বাহার স্যারের কথামত “স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন লেগে থাকুন... সাফল্য আসবেই” ইনশালাহ্।
প্রত্যেকের ‘’জীবনে নিজের বলার মত একটা গল্প’’ তৈরি হোক.........
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪২
Date:- ২৮/১০/২০১৯ ইং
মো. দেলোয়ার সিদ্দিকী (রুবেল)
২য় ব্যাচ,
রেজিঃ নং ১৮৭৪
জাৰ্মানী থেকে.......................
জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া , বর্তমান: কুমিল্লা।
ব্লাড গ্রুপ : বি+,
Cell: +4915214927835