এখন আমি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি প্রতিনিয়ত
আসসালামু আলাইকুম। প্রিয় গ্রুপে এটাই আমার প্রথম পোষ্ট। আলহামদুলিল্লাহ সপ্তম ব্যাচ থেকে আমি এই গ্রুপে যুক্ত আছি।আর তারও আগে থেকে আমি স্যারের পেইজে আছি।সেই থেকেই আমাদের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের সব পোষ্ট গুলি আমি ফলো করতাম এবং মনোযোগ দিয়ে পড়তাম।
৭ম ব্যাচ শেষ হওয়ার পর স্যার একটা পোষ্টে বলেছিলেন যে,তিন মাসের কোর্স শেষে কে কি শিখতে পেরেছে সেটা কমেন্টে অথবা পোষ্ট করে বলার জন্যে।
ব্যাস্ততার কারনে পোষ্ট করতে দেরি হয়ে গেলো।
আর আমি সবার মত সুন্দর করে গুছিয়ে লিখতে পারিনা।তবুও সাহস করে লিখছি আজ।
*প্রথমেই আমি যা শিখেছি তা হলো,কিভাবে একজন ভালো মানুষ হতে হয়।আর এই ব্যাপার টা আমার সবচেয়ে বেশি মন ছুয়ে গেছে।আমি যে পুরোপুরি ভালো মানুষ,তা বলবোনা।তবে সম্পুর্ণ একজন ভালো মানুষ হওয়ার চর্চা করছি।
*স্যারের পোষ্ট গুলে পড়ে মনে সাহস জাগে,অনুপ্রাণিত হই।
*আর একটা বিশেষ পরিবর্তন হলো,এক সময় আমি বিজনেস করার জন্যে উন্মাদ হয়ে গিয়েছিলাম।তবে তেমন পুজি ছিলনা বলে,শুরু করেও থেমে গেছি।কিন্তু তবুও ইচ্ছা টা ছিলো।কিন্তু এই গ্রুপে এসে স্যারের একটা কথা আমার মনে বারবার নাড়া দিত,আর সেটা হলো ""চাকরি করবোনা চাকরি দেব""।এই কথাটাই আমার মন চেঞ্জ করে দেয়।এখন আমি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি প্রতিনিয়ত।কি করব সেই সিদ্ধান্ত ও নিয়েছি।তবে সেটা শুরু করতেও পুজির দরকার।আল্লাহ আমাকে সেই ব্যাবস্থা ও করে দিবেন ইনশাআল্লাহ।
সবাই আমার জন্যে দোয়া করবেন।
*আসলে আমি অনেক অলস।স্যারের কথায় অনেকটাই পরিবর্তন এসেছে এই অলসতার।ধন্যবাদ প্রিয় স্যার,এমন একটি প্লাটফর্ম আমাদের উপহার দেয়ার জন্যে,যেখানে বিনামূল্যে উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ দেয়া হয়।
ধন্যবাদ সবাইকে।
সব শেষে বিশেষ ধন্যবাদ জানাই আমার বড় আপু, এই গ্রুপের মডোরেটর Julekha Khatun Suma আপুকে।যার মাধ্যমে আমি এই গ্রুপে আসতে পেরেছি।এবং তার কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পেরেছি।যার কারনে আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে।
(ছোট করে লিখতে গিয়েও লেখাটা অনেক বড় হয়ে গেলো, এর জন্যে দুঃখিত)
পরিশেষে একটা কথা।আমার বাবা নেই।বাবা না থাকার যে কি যন্ত্রনা সেটা আমি বুঝি।তাই বলছি,যাদের বাবা মা আছে,অবহেলা করবেন না।যাদের বাবা মা নেই,তারা নামাযে বসে আল্লাহর দরবারে একটু কান্নাকাটি করবেন,যেন উনারা জান্নাতবাসী হয়।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৪
Date:- ০৮/১১/২০১৯ ইং
#আফিফা_ইসলাম_রোজিনা
#৭ম_ব্যাচ
#নারায়ণগঞ্জ_জেলা।