স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন সাফল্য আসবেই
আজকের টপিক - স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন সাফল্য আসবেই।
আসসালামু আলাইকুম,,,,আশা করছি ১ম ব্যাচ ০১/০১/২০১৮ - শুরু করে এখন পর্যন্ত চলমান ৮ম ব্যাচের সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।
আমি আজকের টপিক টা দিয়েছি আমার শ্রদ্ধেয় স্যার ও প্রিয় মেন্টর ও নিজের বলার মত একটা গল্প গ্রুপের ফাউন্ডার @Iqbal Bahar Zahid স্যার এর একটা প্রিয় স্লোগান । নিম্নে আজকের টপিকটাকে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি।
১. স্বপ্ন দেখুন:
স্যারের,,, অনেকগুলো উক্তির মধ্যে এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। স্যার,,প্রথমে স্বপ্ন দেখেছিলেন সারাদেশব্যপী একটা গ্রুপ করবে যেখানে বাংলাদেশের ৬৪ জেলার লোক থাকবে। ০১ জানুয়ারি ২০১৮ প্রথম ব্যাচে প্রতি জেলা থেকে ২ জন করে নেয়ার কথা ছিল। কিন্তু আবেদন বেশি হওয়ার কারনে স্যার পরবর্তীতে ১৬৪ জন নিয়ে আমাদের ৯০ দিন বা তিন মাসের কোর্স শেষ করেছিলেন। আর সেই ১৬৪ জন থেকে আজকে ৮ ম ব্যাচে প্রায় ২ লাখ সদস্য। আর বাংলাদেশের বাহিরে তখন কোন পরিকল্পনা ছিল না। আর আজকে বিশ্বের ৫০ টির বেশি দেশে আমাদের গ্রুপের সদস্য আছে। আলহামদুলিল্লাহ,,, আমি ১ম ব্যাচ থেকে থাকার কারনে এই বিষয়টা খুবই উপলব্ধি করতে পারছি। সেজন্য,, স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাই,,, আমাদের কেও স্বপ্ন বড় করে দেখতে হবে। তাহলেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।
২. সাহস করুন :
নিজের আত্মবিশ্বাস নিয়ে সাহস করে এগিয়ে যেতে হবে যে আমি এটা পারবই। বিভিন্ন ধরনের বাঁধা আসবে কেউ পিছনে অনেক কথা বলবে বা কেউ ভয় দেখাবে এটা হবে না, এটা সম্ভব না কিন্তু আপনি বা আমি থেমে গেলে চলবে না। নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে হবে তাহলেই সাহস বেড়ে যাবে। আর স্যার,,, সেটাই করেছেন।
৩.শুরু করুন :
স্বপ্ন বাস্তবায়ন এর জন্য কাজটা শুরু করতে হবে। স্যারও,,, এই গ্রুপ নিয়ে ছোট করে শুরু করেছিলেন। আর আজকে ২ বছরের আগেই ২ লাখ মানুষ একত্রিত করতে পেরেছেন। তাই,, আমাদেরকেও ছোট করে শুরু করার কথা সব সময় বলেন। তারপর একটা রাস্তা বের হবে।
৪.লেগে থাকুন :
স্যার,, এটা নিয়ে অনেক প্রোগ্রামেও কথা বলেছেন, ভিডিও করেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে কাজ শুরু করার পর যদি ভালভাবে সেখান থেকে কোন ধরনের লাভবান না হওয়া যায়। তাহলে সেখানে টিকে থাকা আসলেই অনেক কঠিন। তারজন্য। স্যার বলেছেন কাজের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিতে হবে। সময়ের প্রতি খেয়াল না করে কাজের দিকে মনোযোগ দিতে হবে। ৯-৫ টা ভুলে যেতে হবে। আর আমি স্যারকে এটাই ২ বছর যাবত আমাদের গ্রুপ নিয়ে কাজ করতে দেখছি। দাওয়াত,
পার্টি,দেশের প্রোগ্রাম, বিদেশের প্রোগ্রাম, ঈদ, ছুটি, অফিস যেখানেই থাকুক না কেন গ্রুপের উপর সব সময় নজর রেখেছেন আর গ্রুপের সাথে লেগেই ছিলেন। তাই,,, আমিও এটা উপলব্ধি করতে পেরেছি যে লেগে থাকার কোন বিকল্প নাই।
পরিশেষে বলতে চাই আমরা সবাই যদি স্যারের,,, এই কথার সাথে এবং স্যারের দেখানো কাজের সাথে নিজেকে মানিয়ে নিতে পারি ও কাজের প্রতি ভালোবাসা বাড়াতে পারি । ইনশাআল্লাহ,,, "আমাদের সবার নিজের বলার মত একটা গল্প " তৈরি হবে।
আজ আর নয়, আবার পরবর্তীতে লেখা হবে অন্য কোন বিষয়ে।
সবার জন্য রইল অনেক অনেক শুভ কামনা।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬০
Date:- ১৪/১১/২০১৯ ইং
রুহুল আমিন
১ম ব্যাচ
জেলা এম্বাসেডর - ব্রাহ্মণবাড়িয়া
রেজিস্ট্রেশন নং- ২৬০১
বর্তমানে- খিঁলগাও, ঢাকা।