আবিস্কারের নেশায় টানতো আমাকে
আমি মোঃ আরিফ খান জয়। খুব অল্প বয়সেই পড়াশোনা পাশাপাশি সংসারের হাল ধরার দায়িত্ব নিতে হয়। বাবা মায়ের দোয়া আর ২ বোনের ভালোবাসায় ও শুভাকাঙ্ক্ষীদের শুভকামনায় অল্প সময়েরই কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে পেরেছি,, কিন্তু মনের শান্তি কুরাতে পারিনি,, উদ্যোগক্তা হওয়ার স্বপ্ন ও ছিলো না।
আবিস্কারের নেশায় টানতো আমাকে,,
সময় টা ২০১১ আমার বানানো ২ টা প্রযেক্ট যখন ১ম ও ৩য় হয়ে খবরের কাগজে এসেছিলো তখন স্বপ্ন টা অন্য ধারায় চলে গিয়েছিল। তার কিছুদিন পর আমি বুঝতে পারি আমার মত মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন বাংলাদেশ পূর্ণ হওয়ার সম্ভাবনা 1 % এর ও কম। জীবনে নেমে আসে অভাব নামের বাধা,,, নেমে পরতে হয় কর্ম জীবনে তবুও হাল ছাড়িনি সঞ্চয়ের টাকা ব্যায় করতাম আবিষ্কার নামক মরিচিকার পেছনে,,, অনেকের কাছেই গিয়েছি আমার স্বপ্নকে পূরণ করার জন্য কারো সহযোগিতা পাইনি। স্পনসর খুঁজেছি পাইনি ,,, এখন বুঝি বাংলাদেশ কেন প্রযুক্তিতে এতো পিছিয়ে,,, প্রতিভাকে এদেশে অঙ্কুরে বিনষ্ট করে দেয়া হয়। কারন সব কিছু দেশের মধ্যে তৈরি হলে অনেকের পাকা ধানে মইদেয়া হবে।
তাই স্বপ্ন এখন উদ্যোক্তা হওয়ার,,,সমাজের স্বার্থপরতা দূর করা। পুরো দেশটাই আপনার আমার সেটা বোঝাবার।
সবার দোয়া চাই
বর্তমান অবস্থাঃ
চাকুরি করছি,ছোট্ট একটা ব্যাবসা রয়েছে,, আছে অসহায় গরীব ছাত্র ছাত্রীদের লেখা পড়ায় সাহায্য করার জন্য একটি ফান্ড,, পথ শিশুদের জন্য একটা স্কুল, একটি সেচ্ছাসেবী সমাজ সেবা মূলক সংগঠনে কাজ করছি,,, জরুরী মুহূর্তে পাশে থাকার জন্য একটি ব্লাড ব্যাংক করেছি,,, অনেক স্বপ্ন নিজের বলার মত একটি গল্প তৈরি করার।
জানি না মহা সৃষ্টিকর্তা আমার স্বপ্ন পূরণে কতটা সহায় হবে।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৩
Date:- ১৭/১১/২০১৯ ইং
আরিফ খান জয়
৭ম ব্যাচ,রেজিঃ১৪৮
সাভার,ঢাকা
মোবাইলঃ ০১৭৭০৩১৬৬৮৬