রাতেই সব গুছিয়ে রাখলাম
#গল্পে_গল্পে_পণ্যের_প্রচার
"আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ"
আশা করি সবাই অনেক ভালো আছেন।আলহামদুলিল্লাহ।
💦কনকনে এই শীতের সকালে আমিও চলে এসেছি আমার পণ্য নিয়ে।গল্প শিখতে লিখতে এখন হাট বার আসলেই মন চাই কিছু একটা লিখি।সবাই এতো পরিমাণ ভালোবাসা আর সাপোর্ট দিচ্ছে না লিখে পারলাম না।
আজকে (৭৭) তম হাটে সবাইকে স্বাগতম 🌹
Cosmopoint এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বিজয়ের মাসের শুভেচ্ছা এবং চলছে শীতকালীন অফার🎉তাই সবার কিনাকাটা হোক #Cosmopoint থেকে❣️
#যে_নিজেকে_ভালোবাসে_এবং_অন্যকে_ভালোবাসে_সেই_একজন_ভালো_মানুষ
----------------------------- Iqbal Bahar Zahidস্যার -------------------
💢১০ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় হয় অফলাইন মিট আপ।একজন জেলা এম্বাসেডর হিসেবে অফলাইন মিট আপের অনেক কাজ ছিলো।মিট আপের প্রধান আকর্ষণ হিসেবে রেখি পণ্য প্রদর্শনী। সব উদ্যোক্তাকে পণ্য নিতে বলেছি।একজন আপু বলল ভাইয়া আপনার পণ্য নিবেন না।আমি বললাম না,,আমি নিব না সবাই কি বলবে।আর আমার প্রোডাক্টও অনেক বেশি। এতো প্রোডাক্ট না নিলে হবে না ? আবার নিতেও কষ্ট।এর পর ভাবলাম সবাই কে উৎসাহ দেওয়ার জন্য হলেও আমাকে পন্য নিতেই হবে । যেমন ভাবা তেমন কাজ ! প্রায় ২৫০আইটেম থেকে ১ পিস করে ১০৫ টা আইটেম নিয়ে গেলাম। আমার উদ্দেশ্য বিক্রি করা ছিলনা ! জেলার অন্য উদ্যাক্তাদের উৎসাহ দেওয়ার জন্য, তাদের জড়তা কাটানোর জন্যই আমি স্টলে পন্য নিয়ে যাই ।এছাড়াও সবাই তো আমার পন্য সম্পর্কে জানতে পারবে এটাও ভাবনায় ছিল ।
রাতেই সব গুছিয়ে রাখলাম সকাল সকাল বের হলাম।অনেক গুলো প্রোডাক্ট নিতে হয়েছে।সেখানে গিয়ে একটা কর্নারে আমার প্রোডাক্ট গুলো সাজাতে শুরু করলাম।আপুরা অনেক আনন্দের সাথে আমাকে সাহায্য করেছে।আমার লক্ষ্মীপুর জেলার বোনেরা খুবই আন্তরিক। তাদের সাহস পেয়েই আমি পণ্য প্রদর্শন করি।
অনুষ্ঠান এর মূল দায়িত্বে থাকার কারনে খুবই ব্যস্ত ছিলাম।অনেকে আমাকে নিয়ে হাসছিলো।তারা বলে রিজন ভাই কিভাবে এতোকিছু ম্যানেজ করে?।কারন আমার স্টল দেখার কেউ ছিলো না আবার স্টেইজেও আমাকে থাকতে হয়েছে।আপুরাও অনুষ্ঠানে ছিলো। ছোট ছোট বাচ্চা ছিলো তাই স্টলের দিকে নরজ দিতে হয়েছে যদি দুষ্টামির চলে কিছু পড়ে নষ্ট হয়ে যায়।কারন আমার কসমেটিকস এর কিছু প্রোডাক্ট সেনসিটিভ ছিলো। কিন্তু আপুরা সকলে আমার স্টলকে নিজের স্টল করে নিয়েছে তারা আমার স্টলের দেখবার দায়িত্বসহ নানা কাজ করে দিয়েছে । সত্তিই ওনাদের প্রতি কৃতজ্ঞ ।
আমাদের অনুষ্ঠানে উপস্থিত অতিথীরা এবং আমাদের সবার প্রিয় #Iqbal_Bahar_Jahid স্যার আমাদের স্টল গুলো পরিদর্শন করেছন।
সবাই অনেক প্রসংশা করেছে।আমাদের সাথে দুই জন কোর ভলেন্টিয়ার যুক্ত ছিলেন তারাও অনেক প্রসংশা করেছে।
আমি জেলা এম্বাসেডর হয়ে আমার পণ্য প্রদর্শনী করেছি দেখে অনেক ভাইয়া - আপুরা সাহস পেয়েছে।অনেক ভয়ে বা লজ্জায় প্রোডাক্ট আনেনি কিন্তু তারাও বলছে পরের বার থেকে আমরাও প্রোডাক্ট আনব।
মিট আপের একটা পর্যায়ে সবাই স্টল গুলাতে চলে গেলো।শুরু হয়ে গেলো কেনা বেচা।খুব চমৎকার কেটেছিলো সে সময় টা।সবাই এই দোকান ও দোকান হাটাহাটি শুরু করলো।দামাদামি করে ক্রেতারা কিনে নিলো তাদের পছন্দের পণ্য।আলহামদুলিল্লাহ আমার সবার থেকে বেশি সেল হয়েছে।১৫০০০ টাকার মত সেল করেছি এবং অনেক প্রোডাক্ট এর অর্ডার নিয়ে এসেছি যেগুলো পরে পাঠিয়েছি।আলহামদুলিল্লাহ আমাদের সফল একটি মিট আপ হয়।ক্লান্ত শরীর নিয়ে বাসায় এসে কাস্টমারের অসাধারণ কিছু রিভিউ দেখে সব ভুলে গেছি।কৃতজ্ঞতা লক্ষ্মীপুর জেলা টিমের প্রতি।আশা করি সবাই এভাবে #Cosmopoint এর সাথে থাকবেন।কারন আমি সব সময় বলি #Cosmopoint আমার একার নয় আপনাদের কম্পানী আপনাদের ব্র্যান্ড।
#Cosmopoint সকল ধরনের দেশী ও বিদেশী বিখ্যাত ব্রান্ডের স্কিন কেয়ার পন্য সেল করে, এছাড়াও আপুদের সাজগোজের জন্য বিশ্বখ্যাত কালার কসমেটিক্স তো থাকছেই । আমরা পণ্য নয় বিশ্বাস বিক্রি করি। ভালো ও উন্নত মানের প্রোডাক্ট পেতে #Cosmopoint এর সাথেই থাকুন
❣️কৃতজ্ঞতা প্রিয় মেন্টর এর প্রতি।ধন্যবাদ সবাইকে যারা ধৈর্য ধরে আমার গল্পটি পড়েছেন।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৯৮
Date:- ১৫/১২/২০২১ ইং
রিজন হোসাইন
ব্যাচঃ০২
রেজিঃ৫৯৭৯
জেলা এম্বাসেডর , লক্ষ্মীপুর।
পেইজ লিংকঃ https://www.facebook.com/cosmopoint.bd/