তৃপ্তির নিশ্বাস ফেললাম
#গল্পে গল্পে পণ্য বিক্রয়,
আসসালামু আলাইকুম,
পরম করুনাময়তা আল্লাহর রহমতে প্রিয় ফাউন্ডেশনের সকল ভাইবোনেরা নিশ্চয়ই ভাল আছেন। সবাইকে শুভকামনা জানাচ্ছি চকলেট ফিকশন এর পক্ষ থেকে
আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা জ্ঞাপন করছি প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারকে এত্ত সুন্দর শিক্ষামূলক একটি ফাউন্ডেশন আমাদের উপহার দেবার জন্য। আজ আপনার এই ফাউন্ডেশনের কল্যাণে প্রতন্ত্য অঞ্চলের গৃহবধু ও আজ সফল উদ্যোক্তা। স্বতঃস্ফূর্ত ভাবে বলতে পারে তার উদ্যোক্তা জীবনের গল্প। স্যালুট স্যার আপনাকে।
আজ ৭৭ তম হাট। ছোট বেলায় বইতে পড়তাম হাটের কথা। ঢাকায় জন্ম ও বড় হবার সুবাদে আমার গরুর হাট ছাড়া অন্য হাটের অভিজ্ঞতা তেমন ছিল না। যখন জব করি তখন ঢাকা বনশ্রী নিবাসী এক কলিগ থেকে শুনি মেরাদিয়া হাটের কথা যা প্রতি বুধবার বসে। আমি, সেই কলিগ আর এক বান্ধুবি মিলে প্রথম হাট ঘুরতে যাই। এই ছিল আমার প্রথম হাট দেখা। এখন নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনে প্রতি মঙ্গলবার হাট হাট দেখি, কি সুন্দর হরদম কেনাবেচা চলছে মাশাল্লাহ। এই অনলাইন হাট অনলাইন জগতে দৃষ্টান্ত মূলক উদাহরণ রেখেছে। সামান্য ক্লিপ থেকে শুরু করে গাড়ি পর্যন্ত বিক্রয় হচ্ছে এই হাটে মাশাল্লাহ।
হাট মানেই "কেনা"আর "বেচা" তাই নয় কি?
এবার গত হাটের আগের হাটবারের গল্প আপনাদের বলব।
আমারা সাধারণ গরুর খাটি দুধ ফার্ম থেকে এনে খাই। আমার স্বামী চাদপুরের লুধুয়া থেকে তা সপ্তাহ এনে থাকে। এবার আর লুধুয়াতে যাওয়া হচ্ছে না আর আনা হচ্ছে না। খুব বিপদে পড়ে গেলাম। এরমধ্যে হাটবারে দেখলাম বাদ সুপার এক্টিভ সদস্য Mohit Talukder ভাইয়ের সেল পোস্ট। তালুকদার এগ্রো ফার্ম। আমি ভাবতাম ভাই বুঝি শুধু গরু সেল করে আর পশু ডক্টর হিসেবে সেবা দেন। কথা বলে জানতে পারলাম তিনি গরুর দুধ ও সেল করেন প্রতি লিটার ৬০ টাকা। আমি আনন্দের সাথে অর্ডার করে দিলাম। ভাই নিজে এসে দিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ ভাইয়ার খামারের গরুর দুধ খুব ভাল।
এই গেল কেনার গল্প। এইবার হাটে বেচা বিক্রির গল্প বলি। চাদপুরের অন্যতম পরিচিত মুখ শাহিন ডালি ভাই। ভাইয়া আমার হাটের সেল পোস্ট দেখে সেশন ক্লাসে জানান তিনি সৌদি থেকে দেশে ফিরছেন আর আমি যেন তাকে ১০ টি চকলেট বার পাঠিয়ে দেই। আমি খুব অবাক হই কারন, কোন চকলেট, প্রাইজ কিচ্ছু আস্ক করলেন না।
প্রিয় স্যার ঠিক বলেন,
'আমরা শুধু পণ্যই বিক্রয় করি না বিক্রয় করি বিশ্বাস'
ভাইয়াকে আমি নিজ থেকে সাইজ, প্রাইজ জানালাম। ভাইয়া বললেন সমস্যা নাই, আপনি পাঠিয়ে দেন। আমার ভাই আফতাব অলরেডি আপনার চকলেট টেস্ট করে ভাল বলেছেন।
তাই তো, আমি মনে করলাম, উনার ভাই Aftabuddin Tipu ভাই আমার কাছে থেকে সুগার ফ্রী ডার্ক চকলেট আর ওরিও নাটি চকলেট নিয়েছিলেন। ভাইয়া খুবই প্লিজড ছিলেন চকলেট খেয়ে।
আমি ৪ টি ভিন্ন ভ্যারিয়েন্টের ১০ টি বার কুরিয়ার করি এবং ভাইয়াকে বিল জানিয়ে দেই।
এবার দ্বিতীয় বারের মত আমার অবাক হবার পালা। আমি যেহেতু ঢাকার বাইরে থাকি তাই সাধারণ এডভান্স পেইমেন্ট পণ্য বিক্রয় করি। শুধুমাত্র নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনর ভাইবোনদের জন্য ব্যাপার টি শিথিল। ভাইয়া টেক্সট সিন করার সাথে সাথে বিকাশ করে আমাকে কনফার্ম টেক্সট পাঠালেন। আমি ভীষণ অবাক হয়ে আস্ক করলাম, টাকা পাঠালেন কেন? আগে পণ্য হাতে পেয়ে তারপর টাকা পাঠাতেন।
ভাইয়া হেসে বললেন কোন ব্যাপার না। একই কথা।
এটাই হল নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন, আস্থা আর ভালবাসার জায়গা।
৩ দিন পর আমি নক দিয়ে ভাইয়ার কাছে রিভিউ চাইলাম। ভাইয়া বললেন, মাশাল্লাহ অনেক ভাল লেগেছে। আমি তো টেস্ট করতে গিয়েই একটা বার শেষ করে ফেলেছি, হা হা হা।
তৃপ্তির নিশ্বাস ফেললাম। আর কি চাই একজন উদ্যোক্তার.........
নিজের বলার জন্য একটা গল্প ফাউন্ডেশনে প্রতি মঙ্গলবার চলুক এমন জমজমাট হাট আর জমে উঠুক বেচাকেনায়...... এই প্রত্যাশায়,
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৯৮
Date:- ১৫/১২/২০২১ ইং
সাহিদা সুমি
কমিউনিটি ভলান্টিয়ার
ওনার অফ
১৪/৬৫৮৪২
নিজ জেলা ঢাকা(ওয়ারী)
বর্তমান চাঁদপুর।