প্রচার করলে প্রসার হবে
#গল্পে_গল্পে_সেল_পোস্ট
আসসালামু আলাইকুম
আশা করছি সবাই অনেক ভালো আছেন।আলহামদুলিল্লাহ শত অসুস্থতার মাঝে আমিও ভালো আছি।
আজকে ৭৭ তম হাট বারে সবাইকে স্বাগত 🌹
সকাল ৯টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে আজকের হাট।ধুম বেচা কিনায় সবাই মেতে থাকব।
#গল্পের_চলে_আমি_এক_পণ্য_বিক্রেতা
আমি তাহামিনা আক্তার। ১৪তম ব্যাচ থেকে যুক্ত আছি প্রিয় ফাউন্ডেশনের সাথে।প্রতিনিয়ত স্যার এর শিক্ষা নিয়ে আমিও স্যার এর একজন ছাত্রী। ফাউন্ডেশনে যুক্ত হওয়ার পর থেকে নিয়মিত প্রিয় স্যার এর লিখিত সেশন, ভিডিও সেশন গুলো থেকে শিক্ষা নিয়ে আমি তাহামিনা একজন উদ্যোক্তা। আমার উদ্যোগ টা ছোট হলেও স্বপ্ন টা বিশাল।স্যার বলছেন ভালোবাসার কাজ দিয়ে উদ্যোক্তা জীবন শুরু করার জন্য তাই আমি যে কাজ টা করে মজা পাই,ভালো লাগে সেটা দিয়েই শুরু করেছি।
আজ আমার বাস্তব জীবনের একটা গল্প বলব।চলুন গল্পে চলে যায়।সবাইকে পড়ার অনুরোধ রইল।
#উদ্যোগের_শুরুতে_প্রতিবেশীদের_অবস্থাঃ
আমি যখন কাঁথার কাজ শুরু করি।প্রথমেই ৭টা কাঁথার কাপড় আনি।পাশের বাসার আন্টি এসেই হাজার প্রশ্ন কেনো এতো কাপড় আনলি? কি করবি? এতো কালারের কেন?বললাম কাঁথা সেলাই করব।শুনেই অবাক। কি জন্য কাঁথা সেলাই করবি?তোদের ঘরে তো কারো বেবি হবে না বা নাই।কি আর বলব। বললাম সেলাই করে রাখি ভবিষ্যতে লাগবে।ওনাদের কথায় কান না দিয়ে নিজদের কাজ শুরু করলাম।এক জন দেখে গিয়ে আরেকজন কে বলছে।আস্তে আস্তে সবাই জেনে যাচ্ছে। সবাই দেখতে আসতেছে।আর নানান প্রশ্ন করতেছে।এক পর্যায়ে বিরক্ত হয়ে বললাম আমি অনলাইন বিজনেস করি।শুরুতে বলি নাই ভাবছি কি ভাববে ওনারা।পরে চিন্তা করলাম আমি তো চুরি করছি না।হালাল বিজনেস করেছি। বললে সমস্যা কি।আমাদের স্যার তো লুকিয়ে রাখার শিক্ষা দিচ্ছেন না।
#প্রচারেই_প্রসার
প্রচার করলে প্রসার হবে।সবাই আসে আর জিজ্ঞেস করে সবাইকে একটাই উত্তর আমি অনলাইন বিজনেস করি।এখন আরও প্রশ্ন কি ভাবে করি। কে নেই।কত টাকা।কেমন লাভ হয়।সবার প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি অনবরত।এখন দেখতেছি যে অনেকে কাপড় নিয়ে আসে এঁকে দেওয়ার জন্য।আবার অনেকে কিনার জন্য আসে। এখন ভাবছি আমি প্রথমেই বলি নাই কেনো।আসলে আমরা অনেকে আছি যে আমাদের সমাজের লোকেরা কি বলবে সেই চিন্তায় এখনও কিছু করছি না।নিজের স্বপ্ন কে মাটি চাপা দিয়ে রেখেছে।প্রিয় স্যার এর
প্রিয় স্লোগান,,,
স্বপ্ন দেখুন
সাহস করুন
শুরু করুন
লেগে থাকুন
সফলতা আসবেই।
#ফেইসবুক_ছাড়াও_অন্য_সোসাল_মিডিয়াতে_মার্কেটিংঃ
আমরা অনেকেই জানি যে ফেইসবুক ছাড়া সোসাল মিডিয়ার অন্য মাধ্যম গুলোতে নিজদের বিজনেসের মার্কেটিং করা যায়।আবার অনেকে জেনেও করছি না।যেমনঃ ইমু বা হোয়াটসঅ্যাপ আমাদের সবার আছে।হোয়াটসঅ্যাপ না থাকলেও ইমু কিন্তু সবার থাকেই।একটা স্মার্ট ফোন মানে একটা ইমু থাকবেই।সেই মাধ্যম টিও কিন্তু ফেইসবুক এর মত মার্কেটিং করার অন্যতম মাধ্যম।আমাদের পরিবারের আত্মীয়রা অনেকে আছেন যারা ফেইসবুক ব্যবহার করে না। কিন্তু ইমু ব্যবহার করে।তাদের কাছে আমাদের কাজ পৌঁছাতে হলে আমাদেরকে সেই মাধ্যম গুলো তে মার্কেটিং করতে হবে।
আমিএতো দিন শুধু ফেইসবুকেই মার্কেটিং করেছি। হঠাৎ এক দিন ইমুতে আমার কাঁথার অনেক গুলো ছবি স্টোরিতে শেয়ার করলাম।দেখলাম তাৎক্ষনিক সবাই মেসেজ দেওয়া শুরু করলো। মেসেজ দেখে আমি অবাক অনেকেরই প্রশ্ন এতো সুন্দর কাঁথা গুলো কে বাবালো।কি ভাবে আমি পেলাম।সবার প্রশ্নের উত্তর একটাই দিলাম যে,আমি অনলাইন বিজনেস করি বেবি দের নকশি কাঁথা নিয়ে। যারা জানে না তারা তো অবাক।অনেকে হাঁসি তামাশা করলো আবার অনেকে সাপোর্ট করলো।খুবই ভালো লাগলো বেশির ভাগই পজেটিভ কমেন্ট করছে।
সেখান থেকেই আমার দুই জন আত্মীয় অর্ডার করলো।খুবই ভালো লাগলো যে Imo থেকেও আমার সেল হলো।তাই আমরা শুধু ফেইসবুকে না। অন্য যে সোসাল মিডিয়ার সাথে যুক্ত আছি সেখানেও নিজের পণ্যের প্রচার করব।
🍂পরিশেষে প্রিয় স্যার এর প্রতি কৃতজ্ঞতা। যারা মূল্যবান সময় দিয়ে গল্প পড়েছেন সবাইকে অনেক ধন্যবাদ ❣️
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৯৮
Date:- ১৫/১২/২০২১ ইং
👩🎓তাহামিনা আক্তার
🏅কমিউনিটি ভলেন্টিয়ার
🎗️ব্যাচঃ১৪
✍️রেজিষ্ট্রেশনঃ৬৬৩৯৩
🇧🇩জেলাঃ লক্ষ্মীপুর
🏡বর্তমান অবস্থানঃ নোয়াখালী
🎨কাজ করছিঃ বেবি কাঁথা নিয়ে
🎀পেইজঃhttps://www.facebook.com/অনলাইন-বেবি-কাঁথা-হাউজ-110173391120586/