কাজের সাথে প্রেম ও উদ্যোক্তার বীজ বপন
আজ থেকে প্রায় ২ বছর আগেও আমি উদ্যোক্তা, স্টার্ট-আপ এই শব্দগুলোর সাথে পরিচিত ছিলাম না।
৮/১০ জনের মত গতানুগতিক পড়াশোনা করা এবং দিন শেষে একটা ভাল চাকুরী জোগাড় করাই ছিলো জীবনের একমাত্র এবং মূল লক্ষ্য। সেজন্য ভাল রেজাল্ট করার দিকে জোর দিলাম এবং সেটা করেও গেলাম কিন্তু সময় যত যেতে থাকে, বাস্তবতা তত ভিন্ন হতে থাকে। ধীরে ধীরে হতাশা গ্রাস করতে থাকে।
এমতাবস্থায়, একদিন ফেইসবুকে স্যারের (তখনো চিনি না) একটা ভিডিও দেখতে পাই যা ছিলো বিয়েতে অতিরিক্ত টাকা খরচ না করে, সেই টাকা দিয়ে ব্যবসায়ে ইনভেস্ট করা বিষয়ে।পরবর্তীতে টেন মিনিট স্কুলে উদ্যোক্তা বিষয়ক আইডিয়া ও বিভিন্ন বিষয়ে কিছু ভিডিও দেখতে পাই এবং তখন স্যারের নাম জানতে পারি। এরপর " নিজের বলার মত একটা গল্প " গ্রুপের সাথে যুক্ত হওয়া। তারপর প্রতিদিনই নতুন কিছু শিখছি, নতুন নতুন মানুষের সাথে পরিচিত হচ্ছি, নতুন করে স্বপ্নগুলোকে বাস্তবে রুপ দেওয়ার সাহস ও সঙী পাচ্ছি, এক কথায় জীবনটাকে নতুনভাবে সাজানোর সকল প্রয়াস ও রসদ পাচ্ছি। শুরু থেকেই "নিজের বলার মত গল্প" গ্রুপকে ৮/১০ টা গ্রুপ থেকে ভিন্ন মনে হলেও, এখন সেই ভিন্নতা নিজে উপলব্ধি করছি এবং এই ভিন্নতার মূলে যে ভাল মানুষী/ পজিটিভিটির চর্চা তা নিজের মধ্যে ধারণ করার অনুশীলন করছি। এক কথায় ব্যবসা, আদর্শ আর নৈতিকতার শিক্ষায় "নিজের বলার মত একটা গল্প" গ্রুপ পৃথিবীর বৃহৎ শিক্ষাকেন্দ্রে পরিণত হয়েছে।।
#আমার_প্রেম
আমার মাঝে সবচেয়ে বড় পরিবর্তন হলো আমি এখন যে কোন কাজকে ভালবাসতে শিখেছি এবং নিজের পছন্দের কাজের সাথে প্রেম করতে শিখেছি এবং প্রতিনিয়ত তার সাথে প্রেমালাপ করেই যাচ্ছি। হয়তো আমার সেই প্রেমিকা(উদ্যোগ) এখনো আমাকে ভালবাসেনা কিন্তু আমি তাকে অনেক অনেক ভালবাসি। সবসময় তাকে প্রায়োরিটি দিয়ে চলেছি, নিজের ধ্যান- জ্ঞান আর সময় দিয়ে তাকে আমার বশে আনার সকল চেষ্টা ও পরিশ্রম করেই যাচ্ছি। আমার ধৈর্য্য ও তার জন্য ডেডিকেশান বুঝার জন্য মাঝে মাঝে আমাকে পরীক্ষায়(ব্যবসায়ীক বাধা) ফেলে দেয়। তবুও আমি হাল ছাড়ি না কারণ আমি যে তার প্রেমে পড়েছি।আমি আমার প্রেমিকাকে(উদ্যোগ) অনেক আগে থেকেই ভালবাসতাম, তবে তার সাথে প্রেম করার সাহস হয়নি। কিন্তু "নিজের বলার মত একটা গল্প" আমার ভালবাসার কাছে প্রেম প্রস্তাব দিয়ে তার সাথে প্রেম করার সাহস ও শক্তি যুগিয়েছে।
এই সব কিছুর মূল কারিগর হলেন আমাদের সবার প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার এ মহৎ উদ্যোগের জন্য।
আমিও কয়েকজন সোভাগ্যবানদের মধ্যে একজন, যেখানে স্যারের অফিসে বসে টানা ৩ ঘন্টা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ ও সান্নিধ্য পাওয়ার সুযোগ পেয়েছি।
পরিশেষে বলতে পারি, আগে আমার ভাবনা গুলো ছিলো একমুখী কিন্তু এখন আমার ভাবনা গুলো বহুমুখী, এখন স্বপ্ন দেখি এবং বাস্তবায়নের পথে হাটি। আমি একজন সফল উদ্যোক্তা, গবেষক এবং স্বনামধন্য পুষ্টিবিদ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে কাজ করছি।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৮
Date:- ২২/১১/২০১৯ ইং
পুষ্টিবিদ আবদুল আজিজ
৬ষ্ঠ ব্যাচ
রেজিঃ 493
মোবাইল: ০১৫১৬০৪০৪৫১
ক্যাম্পাস এম্বাসেডর- সিভাসু
চট্টগ্রাম।