সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে, সততা ও কমিটমেন্ট।
সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে,
সততা ও কমিটমেন্ট।
স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞ,ও অনেক অনেক শ্রদ্ধা,
♥ শ্রদ্ধেয় ইকবাল বাহার জাহিদ স্যার, এই প্রিয় মানুষটি প্রথমত আমাদের একজন শিক্ষক, আমাদের একজন বড় ভাই । এবং নিজের বলার মত একটা গল্পের প্রতিষ্ঠাতা, তিনি নিশসন্দেহে একজন ভালো মানুষ, আর ভালো মানুষের গুনাভূলি যা কিছু থাকা দরকার আমি মনে করি ওনার মধ্যে সব গুনাভূলিই আছেন।
তার জন্যই তিনি বাংলাদেশের শিক্ষিত বেকার তরুন তরুনীদেরকে নিয়ে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষে দিন রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। স্বপ্ন এক লক্ষ ভালো মানুষকে উদ্যোক্তা হিসেবে তৈরী করার শপথ নিয়েছেন। নিজের কোন সার্থ ছাড়াই আমাদের জন্য অক্লান্ত প্ররিশ্রম করে যাচ্ছেন। একজন উদ্যোক্তা গড়ার কারিগর।
♠ আমি প্রবাসে আছি তাই প্রবাসিদের কিছু কথা না বললেই নয় আমাদের মত হতাশা গ্রর্স্ত, দিশেহারা হাজার হাজার প্রবাসি ভাই আছেন, যারা ১০-১৫-২০ বছর বিদেশে থাকার পর ও দেশে যওয়ার সাহস পাচ্ছেন না।
দেশে যওয়ার কথা বললে, নিজের পরিবার থেকেই প্রথম বাধা আসে । বলে দেশে এসে কি করবে ?
দেশের অবস্থা ভালো না। দেশের খবর জানো? পেয়াজের কেজি ২৫০ টাকা, মানুষ কি খেয়ে বাচঁবে ? দেশে যদি একেবারে চলে আসো তাহলে সংসার চলবে কি ভাবে ? বিদেশে আছো ভালো আছো। এখন দেশে আসার দরকার নেই। আমি মনে করি এই কথাগুলো বেশির ভাগ প্রবাসি ভাইদের প্রতি নিয়ত শুনতে হয়। যারা একটু সচ্চল, বিদেশে এসে ভালো অবস্থানে আছেন, তাদের কথা হয়ত আলাদা।
♣ সব প্রবাসিদের একটাই প্রশ্ন, দেশে গিয়ে কি করবো ? কি ভাবে মা,বাবা,ভাই,বোন বউ, বাচ্চা, নিয়ে দুইবেলা দু-মুঠো ভাত খাবো ? আসলে আমাদের দেশের কোমল মতি ছোট ছোট ভাইয়েরা লেখা পড়া শেষ করে চাকরির পেছনে ছুটতে ছুটতে তাদের কত জোড়া সেন্ডেল যে ক্ষয় করেছে । তা সে নিজে ও জানে না। চাকরির অপেক্ষায় ২-৩ বছর কেটে যায়। কত জায়গায় ইন্টাভিউ, কত কি কোথাও কোন চাকরির খবর নেই, যেখানেই চাকরির জন্য আবেদন করবেন সেখানেই ঘোষ,
বুঝলেন তো মানে টাকা। টাকা ছাড়া চাকরি পাওয়াটা অসম্ভব।
একটা সময় হতাশা হয়ে দেশে এবং দেশের মানুষের প্রতি মনের ভিতরে ঘৃনা চলে আসে। পরে বাধ্য হয়েই বিদেশে পাড়ি জমায়।
♦ সেদিন থেকে নতুন জীবনের শুরু। নতুন দেশ, নতুন জায়গা, নতুন মানুষ, শুরুতে মোটা মুটি ভালোই লাগে। যত দিন যায় ততো যেন গলা শুকিয়ে আসে। যাই হোক বিদেশে আসার পর পর যদি জব পেয়ে যায় তাহলে মনটা একটু হালকা লাগে। তার পর ও দিন দিন যেন অস্থিরতা আর টেনশনে গ্রাস করে ফেলে।
ভাষা বুঝেনা, কাউকে কিছু বলতে পারেনা। যে যাই বলুক হা করে তাকিয়ে বোকার মত চেয়ে চেয়ে দেখতে হয়। নিজের কিছু প্রয়োজন হলে ও কাউকে বুঝিয়ে বলা মুশকিল ।
প্রবাসিদের নিয়ে আরো অনেক কিছু লেখার ছিলো, লেখাটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর পুড়ো লেখাটা পড়ার সময় হয়তো অনেকেরই হবে না। কারন মানুষ অনেক ব্যস্ত, তাই আজকের মত এই টুকুই।
♥ ব্যবসার মূলধন হচ্ছে সততা ও কমিটমেন্ট ♥
♠ দুঃখ জনক হলে ও সত্য যে, আমাদের ভালো মানুষের ভীরে গুটি কয়েক মানুষ আছেন, যারা কমিটমেন্ট করে কমিটমেন্ট রক্ষা করতে পারেন না । তাদের প্রতি আামর রিকোয়েষ্ট থাকবে আপনারা ভুলে ও এই কাজটি করবেন না। এই কাজটা করলে মানুষের বিশ্বাস অর্জন করতে পারবেন না। কোন মানুষ আপনাকে আর বিশ্বাস করবে না।
যদি কমিটমেন্ট ভঙ্গ করেন, তাহলে আপনি আপনার বিজনেসের ক্ষতি করলেন। যে আপনার ভালো সহযোগি বা ভালো বন্ধু হতে পারতো। সে আপনার থেকে অনেক দুরে চলে যাবে ।
♣ আমি জানি আমাদের গ্রুপের সবাই ভালো মানুষ,
কিন্তু ভালো মানুষের মাঝে ও কিছু মানুষের কোন না,
কোন একটা দিক খারাপ থাকতেই পারে,
তবে খারাপ দিকটা আমাদের সকলের সংশোধন করে নেয়া উচিৎ।
সুতারাং লাইফে কমিটমেন্ট ১০০% ঠিক রাখাটা জরুরী।
মানুষের বিশ্বাস অর্জন করে বিশ্বাস টা ধরে রাখার চেষ্টা আমরা সবাই করবো ।
আমরা এমন কোন কাজ করবো না যেই কাজের জন্য মানুষ আমাদেরকে খারাপ বা চিটিং মনে করবে ।
দূর্ভাগ্য বশত ইতি মধ্যে দুই একটা অনাকাঙ্খিত ঘটনা ঘটে গেছে আমি ব্যক্তিগত ভাবে সেই ঘটনার ভোক্তভূগী। আপনাদের সবার প্রতি আমার একটাই অনুরুধ থাকবে যে,
যেই কোন পরিস্থিতিতে,,, নিজের বলার মত একটি গল্প গ্রুপে নিজের সম্মানটুকু বঝাই রাখার চেষ্টা কররবো।
মনে রাখবেন এই গ্রুপের প্রতিষ্টাতা শ্রদ্ধেয় ইকবাল বাহার স্যার এখানে স্যারের মান সন্মান জরীত ।
যেই কোন মূল্যে স্যারের মান সম্মার রক্ষা করার দায়িত্ব আমাদের সুতারাং কোন কিছু করার আগে এই মহৎ প্রিয় মানুষটার কথা একবার ভেবে নিবেন।
আমার এই পোষ্ট টি সময় নিয়ে পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ।
আমি আমার বাস্তব জীবনে চলার পথে কিছু অভিগ্যতা সেয়ার করলাম।
কেউ নিজের উপরে নিয়ে কষ্ট পাবেন না।
আর আমি রক্তে মাংসে গড়া একজন মানুষ,
আমার ও ভুল হতে পারে, তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
একটা লেখা পরেছিলাম লেখাটি ছিল এমন
, যে ভুল করে সে মানুষ,
"আর যে ভুল করে,
ভুলের উপর স্থির থাকে,,
সে সয়তান,,,,,,।
আমার ভুল হলে ভুল গুলো ধড়িয়ে দিবেন সোধরে নেওয়ার চেষ্টা করবো।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৮১
Date:- ০৬/১২/২০১৯ ইং
মাহবুব হাছান (KSA)
মডারেটর এন্ড কোর ভলান্টিয়ার
রেজি- ২৪৪০
২য় ব্যাচ
জেলা - কুমিল্লা ।
ব্লাড - ০+