অনলাইনের সঠিক ব্যবহার ও উপকার পেতে
আগুনের বহু উপকার রয়েছে, এই শীতের সকালে যদি খড়কুটা দিয়ে আগুন জ্বালিয়ে রাখা হয়,তবে কার মণ চাবে না আগুনের তাপ পোহাতে, গ্রামের ছোট বড় ছেলে মেয়েরা একসাথে আগুনের তাপ পোহায় আর সূর্যোদয়ের অপেহ্মায় থাকে,, কি যে এক আনন্দ কেবল তাহারাই বলিতে পারিবে যাহারা আগুনের তাপ পোহাতে যানে, এত মজা, উপকার হলেও একটি ছোট শিশু যদি একা আগুন পোহাতে যায়, তবে কি তা তার জন্য মৃত্যু ফাদ নয়? একজন শিশুর নিকট আগুন কি, আগুনের ব্যবহার কি,আগুনের উপকার কিভাবে নিতে হবে তা সে সঠিক ভাবে জানে না তাই তার জন্য আগুনের কাছে যাওয়া শ্রেয় নয়,কারণ আগুনকে ফুল ভেবে ভুল করে পুড়েও মরতে পারে,, আগুনের উপকারিতা,ব্যবহার ও ক্ষতিকর দিক গুলো না বুজার আগ পযন্ত যেমন আপনার ছোট শিশুকে একা আগুনের কাছে যেতে দিবেন না,ঠিক তেমনি ইউটিউব, ফেসবুক সহ ভিবিন্ন অনলাইন মাধ্যমের উপকার, ক্ষতিকর প্রভাব ও সঠিক ব্যবহার না জানা পযন্ত কিভাবে একাই ছেড়ে দিচ্ছেন অনলাইনে,, অনলাইনের সঠিক ব্যবহার ও উপকার পেতে চাইলে বা আপনার আপনজনকে অনলাইনের খারাপ দিক থেকে ভালো দিকে সরিয়ে আনতে চাইলে চেষ্টা করতে পারেন ''নিজের বলার মত একটি গল্প'' নামের প্লাটফর্মে, এখানে প্রবেশ করলে অনলাইনে কিভাবে একজন মানুষ খারাপ দিক গুলো পরিবর্তন করে ভালো মানুষ হতে পারে তা বুজতে পারবে,বুজতে পারবে তার নিজের যোগ্যতা, শিখতে পারবে দায়িত্বশীলতা,জানতে পারবে নিজের ভুল গুলো কিভাবে সংশোধন করে মাথা উঁচু করে দাড়াতে হয়,,মোট কথা খারাপ দিকে ফিরে যাবার পথটাই সে হারিয়ে ফেলবে যদি ''নিজের বলার মত একটি গল্প''গ্রুপের প্লাটফর্মে যুক্ত হয়।
অসংখ্য ধন্যবাদ প্রিয় স্যার,আল্লাহতাআলার রহমতে আপনার কারণে আজ হাজার হাজার যুবক ভালো মানুষ হতে কাজ করে যাচ্ছি, চুপচাপ বুকা ছেলেটাও আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজের বলার মত একটি গল্প তৈরি করছে,, মহান আল্লাহ আপনার সহায় হোক, গ্রুপের সবার প্রতি কল্যাণ কামনা করে আজ এখানেই শেষ করলাম
আনারসের রাজধানী থেকে
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৮৪
Date:- ১০/১২/২০১৯ ইং
মোহাম্মদ আল আমীন
জেলাঃটাংগাইল
ব্যাচঃ৭ম
রেজিঃ১২৭৮