পরশপাথর যার প্রতিটা কথা
আসসালামু আলাইকুম।
"নিজের বলার মত একটি গল্প"এটি আমার প্রথম ভিডিও সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
চার জানুয়ারি " নিজের বলার মত একটা গল্প" এই গ্রুপের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের প্রিয় পরশপাথর বলেছেন এই গ্রুপের মাধ্যমে কার জীবনে কি পরিবর্তন এসেছে তা চার মিনিটে প্রকাশ করার জন্য। প্রকৃতপক্ষে "নিজের বলার মত একটা গল্প" এই গ্রুপের মাধ্যমে আমার জীবনে কি পরিবর্তন এসেছে, এই গ্রুপে আমার অনুভূতি চার ঘণ্টায় কিংবা চার দিনে প্রকাশ করা সম্ভব নয়। এই গ্রুপ থেকে আমার সবচেয়ে বড় প্রাপ্তি বা শিক্ষা সেটা হলো আমি বেঁচে থাকাটা শিখে গিয়েছি। হ্যাঁ, আমি বেঁচে থাকাটাই শিখে গিয়েছি, বেঁচে থাকাটাই আমার জন্য খুব কঠিন ছিল। আজ বেঁচে থাকাটাই আমার জীবনে সফলতা। আমি যখন এই গ্রুপে এড হই তখন আমি আমার জীবনের হতাশা, অপ্রাপ্তি প্রিয় কিছু মানুষকে হারানোর যন্ত্রণায় কিছু প্রতারক দ্বারা প্রতারিত হয়ে হতাশাগ্রস্ত হয়ে প্রচুর পরিমাণ ঘুমের ওষুধ সেবন করে হাসপাতালের বেডে শুয়ে ছিলাম। হঠাৎ হাসপাতালের বেডে শুয়ে "নিজে বলার মতো একটি গল্প "এই গ্রুপে এড হয়ে যাই। আমি জানতাম না এই গ্রুপটা উদ্যোক্তা তৈরি করার একটি প্লাটফর্ম আমি ভেবেছিলাম এখানে আমি আমার জীবনের হতাশা অপ্রাপ্তি প্রতারিত হওয়া প্রিয় মানুষকে হারানোর গল্প ও ব্যর্থতার গল্পগুলোই বলব ,বলতে হবে। কিন্তু আজ কঠিন সত্য এটি যে আমি আমার জীবনের হতাশা, অপ্রাপ্তি প্রিয় মানুষকে হারানোর ও ব্যর্থতার ঘুমের ওষুধ সেবন করার গল্প গুলো ভুলে গিয়েছি। আমি উদ্যোক্তা হতে এই গ্রুপে আসি নাই কিন্তু আমি একজন ভালো মানুষ হয়ে গিয়েছি। আর একজন ভালো মানুষ একজন সফল উদ্যোক্তা ,ধন্যবাদ প্রিয় পরশপাথর যার প্রতিটা কথা আমার কাছে এক একটা পরশপাথর যার কথায় আমি বেঁচে আছি, বেঁচে থাকার স্বপ্ন দেখি। আমি আমার স্বপ্ন গুলোকে প্রতিদিন বাঁচিয়ে রাখি যে কিনা আমার জীবন থেকে হতাশা অপ্রাপ্তি ব্যর্থতা ও ঘুমের ওষুধ সেবন করার গল্পগুলি মুছে দিয়ে আজ একজন সুস্থ ও ভালো মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন। এখন আমি একজন ভালো মানুষ ও উদ্যোক্তা।
ধন্যবাদ, আমার প্রিয় স্যার জনাব ইকবাল বাহার জাহিদ কে এরকম একটি সুন্দর জীবন আমাকে উপহার দেওয়ার জন্য।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৮৬
Date:- ১২/১২/২০১৯ ইং
এ পি এম মোজাম্মেল
স্বত্বাধিকারী-বেবী স্টাইল
ও
কিনশীপ বাংলাদেশ।
ব্যাচ নং-৭ম
রেজিষ্ট্রেশন নং-৩৬১৬
মোবাইল নম্বর-01717140120
জেলা-কিশোরগঞ্জ।