দরকার ইচ্ছাশক্তি বা সাহস
আসসালামুআলাইকুম । প্রিয় সদস্যবৃন্দ আশা করছি সবাই ভাল আছেন । আমরা কম বেশি সপ্ন সবাই দেখি ছোট এই জীবনে বৃহৎ কিছু করার । এর মাঝে আমরা কজন আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি ? আমদের ছোট্ট এই জীবনে অনেকের সম্পূর্ণ জীবন কেটে যায় শুধু স্বপ্ন দেখে আর পরিকল্পনা করে । পরিকল্পনা করতে নিষেধ করবো না। তবে সপ্ন বাস্তবায়নের উপাদানগুলো কিন্তু জানা দরকার । সপ্ন বাস্তবায়নে আমি ব্যাক্তিগত ভাবে মনে করি আমাদের দরকার ইচ্ছাশক্তি বা সাহস । আমি আপনি এই বয়সে অনেক কিছু করার স্বপ্ন দেখছি , অথচ আমার আপনার এই বয়সের অনেকেই তাদের স্বপ্ন বাস্তবায়িত করতে পেরেছে ।
আমাদের অনেকের অনেক সুন্দর স্বপ্ন আছে ও পরিকল্পনা আছে । যেটা বাস্তবায়িত হলে হয়তো গোটা বিশ্ব পরিবর্তনে ভূমিকা রাখবে । কিন্তু সাহসের অভাবে স্বপ্নটা মাথায় নিয়েই হয়তো পৃথিবী থেকে বিদায় নিতে হবে ।
"আপনার সকল সমস্যা সমাধান করে রিস্ক নেওয়ার নাম সাহস না , বরং সকল সমস্যার মাঝে থেকেও আপনার সপ্ন পূরণে রিস্ক নেওয়ার নাম হচ্ছে সাহস ।"
সপ্ন পূরণের উপাদান কোথায় পাবেন বা এর উৎস কোথায় ?
সপ্ন পূরণের যেই সাহস দরকার তার সবগুলো উপাদান পাবেন নিজের বলার মত একটি গল্প গ্রুপে। কিভাবে পাবেন বলছি ।
আমি একজন প্রবাসী । প্রায় ৬ বছরের প্রবাস জীবন আমার । দেশের বিনিয়োগ পরিবেশ সম্পর্কে আমাদের ধারণা বলতে গেলে শুন্য । পারিবারিক , সামাজিক বা আত্মীয় স্বজনদের প্রবাসীদের কাছে চাহিদার কথা না হয় নাই বললাম । প্রবাসীরা একেক জন বলতে গেলে সমস্যা সমাধান করার মেশিন । অনেক প্রবাসী ভাইরা বাড়ির ছোট খাট ঝগড়াও মোবাইলে সমস্যা সমাধান করে থাকেন হাজার হাজার মাইল দূরে বসে । আত্মীয়-স্বজন ও বন্ধু বান্ধবের অনেকের ধারণা অ্যাপল , ম্যাকবুক এগুলো বিদেশের অলিতে - গলিতে খুব অল্প দামে বিক্রি হয়। এগুলি ওরা ওদের গিফট করতে এমন ভাবে বলবে যেন ৫ বছরের একটা বাচ্চা দোকানে গিয়ে একটা চিপস চাইছে । যাই হোক আমাদের প্রবাসীদের এত বোঝা বহন করে সপ্ন দেখা আসলে খুব কষ্ট কর ।
প্রবাসের যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রায় শুনা যায় আত্মহননের ঘটনা ।
এই রকম সমস্যাতো আসবেই। এখন দেখার বিষয় এই সমস্যাগুলো আমাদের হ্যান্ডেল করার ক্ষমতা কতটুকু । যে যত বেশি সমস্যা সমাধান করতে পারবে তার সপ্ন পূরণ তত দ্রুত সম্ভব হবে । এই জিনিসগুলো নিজের বলার মত একটি গল্প গ্রুপে জাস্ট একটু সংযুক্ত থাকলে by naturally হয়ে যায় । যেটা আমি আমার নিজের জীবনে উপলব্ধি করতে পারছি । আমার রিস্ক নেবার মত টেন্ডেন্সি যেখানে জিরো , আমি সেইখানে সিঙ্গাপুর $1.6 দিয়ে BuyLa.online নামের একটি ডোমেইন রেজিস্ট্রেশন করতে পেরেছিলাম ।
তারপর থেকে BuyLa.online ফেসবুক পেজের মাধ্যমে পথ চলা । ইনশাআল্লাহ আগামী মাসে আমাদের ইকমার্স ওয়েবসাইট চালু হবে । গত কালকে ছোট একটা গোডাউন নিয়েছি BuyLa.online এর জন্য । বর্তমানে আমরা সিঙ্গাপুর অবস্থান করে ও বাংলাদেশে ব্যাবসায় পরিচালনা করতে পারছি। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা পার্টনার সবাই নিজের বলার মত একটি গল্প গ্রুপের সদস্য । তাই আমাদের বোঝাপড়া চমৎকার । আমরা নরসিংদী সদরে হোম ডেলিভারি করার পর এখন নারায়ণগঞ্জ সদরে আমাদের হোম ডেলিভারি সেবা চালু করেছি । আগামী কয়েকমাসে ঢাকা হোম ডেলিভারি শুরু হবে ইনশাআল্লাহ । অল্প কয়েকদিনের মাঝে অনেক চমৎকার চমৎকার মানুষের সাথে পরিচয় হয়েছে ।
আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেনো নিজের বলার মত একটি গল্প গ্রুপে নিজেদের একটা গল্প তৈরি করতে পারি ।
আমাদের ফেসবুক পেজ লিংক
https://www.facebook.com/Happyshop24hours/
"হোক না ব্যবসাটি ছোট
স্বপ্ন আমাদের আকাশ ছোব ।"
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৮৭
Date:- ১৩/১২/২০১৯ ইং
ফেরদৌস আহমেদ
Founder of BuyLa.online
সিঙ্গাপুর কান্ট্রি এম্বাসেডর
ব্যাচ : সপ্তম
রেজিঃ ৪১৭