চাকুরির পত্রিকার চটকদার বিজ্ঞাপন হতে সাবধান
সচেতনতা পর্ব--১
চাকুরির পত্রিকার চটকদার বিজ্ঞাপন হতে সাবধান।
আমরা বাংলাদেশীরা বেকারত্বের বোঝা মাথায় নিয়ে জীবন কাটাচ্ছি। দেশের বিশাল জনসংখ্যা বেকার। শিক্ষিত, অর্ধশিক্ষিত ও নিরক্ষর জনগোষ্ঠী একটি চাকুরির আশায় হন্য হয়ে বিভিন্ন জায়গায় যায়। সরকারী চাকুরী আজ কেমন যেন ঘুষ ঘুষ পর্যায়ে চলে গেছে। আগেও ছিল, তবে তা ছিল টেবিলের নিচে দিয়ে। যাই দেওয়া হত, তাই নিয়েই সন্তুষ্ট হতেন। কিন্তু এখন প্রকাশ্যে দর কষাকষি হয়, কে কত লক্ষ দিবে।
লজ্জা! লজ্জা! লজ্জা!!!
বর্তমান সময়ের অন্যতম ব্যবসা চলছে বেকারদের নিয়ে।। নামে বেনামে হাজার হাজার প্রতিষ্ঠান বিভিন্ন পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দিয়ে লোভ দেখিয়ে প্রতিনিয়ত বেকারদের নিকট থেকে আত্মসাৎ করছে বিশাল অংকের অর্থ। আবার এমনও প্রতিষ্ঠান আছে যাদের ফাঁদে একবার আটকে গেলে লক্ষ টাকা ছাড়া মুক্তি পাওয়া যায় না। অনেক প্রতিষ্ঠান আছে যারা কাজ করায় ঠিক কিন্তু বেতন দেয় না। এজন্য আবার বলতে হয়, বেকার এখন একটি বড় ব্যবসা।
"নিজের বলার মত একটি গল্প" গ্রুপের সদস্যদের কাছে আমার একটি অনুরোধ। আলহামদুলিল্লাহ, এখানে যারা আছেন তাদের মধ্যে অনেক সদস্য আছেন যাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে। মনে রাখবেন, আপনি শুধু একজন মানুষের চাকরির ব্যবস্থা করেন নি, আপনি একটি পরিবার চালানোর দায়িত্ব নিয়েছেন এমন দৃষ্টিকোণ থেকে প্রতিষ্ঠানটি চালান। দেখবেন তারা আপনার প্রতিষ্ঠানকে সাফল্যের শিখরে নিয়ে যেতে অক্লান্ত পরিশ্রম করবে। তাদের সুখ দুঃখের খবর নিন। তাদের সাথে মিশে চলুন। তাদের দাবিগুলো পূরণ করার চেষ্টা করুন। শ্রমিকের ঘাম শুকানোর আগেই ন্যায্য পাওনা পরিশোধ করুন। এভাবেই একটি প্রতিষ্ঠান চিরকাল চলমান থাকার শক্তি খুজে পায়।
আর যদি এমন হয় যে শ্রমিক যাক চুলোয়, আমার তো ইনকাম হচ্ছেই। তবে প্রতিষ্ঠানের লালবাতি আপনি নিজেই জ্বালাবেন।
আর এই গ্রুপের শিক্ষিত সদস্যদের বলছি। এই দুনিয়ায় ভাল-মন্দ যাচাই করার দায়িত্ব আপনার। চটকদার বিজ্ঞাপন দেখে যাচাই না করে হুট করে ২০০/=, ৫০০/= দিয়ে আবেদন করবেন, তাহলে নিজেই বিপদে পড়বেন, সেই সাথে তাদের আরো মানুষকে প্রতারিত করার সুযোগ করে দিবেন। তাই এসব প্রতারণা থেকে নিজে বাঁচি অন্যকেও সচেতন করি। সুন্দর সমাজ গঠনে সহায়তা করি।
দেওয়ান আহমদ সাকী
২য় ব্যাচ
হবিগঞ্জ জেলা
রেজিঃ ৪২৭৯