মুদির দোকানের ব্যবসা,,,,,,,,,,
আসসালামু আলাইকুম আশা করি গ্রুপের সবাই ভাল আছেন।প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের গ্রুপের মেন্টর জনাব ইকবাল বাহার স্যারকে।যার জন্য এমন একটা প্লাটফর্ম পেয়েছে।স্যার একটা পোস্ট দিয়েছেন আমরা যে ব্যবসা করি তা নিয়ে নিয়মিত লিখতে।এজন্য আমার ক্ষুদ্র প্রয়াস।আমি একজন মুদি দোকানদার। তাই এটা নিয়েই লিখব ইনশ আল্লাহ
মুদির দোকানের ব্যবসা,,,,,,,,,,
, মুদির দোকান একটি লাভজনক ব্যবসা হিসেবে সামান্য পুঁজি নিয়েই একটি মুদির দোকান চালু করা যায়৷ নিজে বা পরিবারের অন্য সদস্যদের সাহায্য নিয়ে এই ব্যবসা করে বাড়তি আয় করা যেতে পারে৷ কারণ সবখানে ও সবসময়ে এর চাহিদা আছে৷
কোথায় স্থাপন করা যায়
যেকোনো মুদির দোকানে যত বেশি দরকারি জিনিস থাকবে বিক্রির পরিমাণও তত বেশি হবে৷ যেকোনো আকারেই এই দোকান করা যায় তবে তা অর্থ, সামর্থ্য ও সুযোগের উপর নির্ভর করে৷ এখন জেনে নেই কোথায় কোথায় মুদির দোকান স্থাপন করা যায়:
জনবহুল রাস্তাঘাট;
বাড়ির পাশের রাস্তা;
সিনেমা হলের পাশে;
বিভিন্ন দোকান, অফিস ও হাটের পাশে;
ছোট ছোট বাজারের পাশে;
নদী বা খাল পারাপারের পথে বা খেয়াঘাটের পাশে।
মুদির দোকানে কি কি পণ্য থাকে
কোনো মুদির দোকানেই নানা ধরনের জিনিস দেখতে পাওয়া যায়৷ তবে মনে রাখা দরকার, নিচের দেওয়া পণ্যের পরিমাণ সাধারণ ধারণার উপর ভিত্তি করে দেওয়া হয়েছে৷ কারণ বিক্রির জন্য পণ্য ও পরিমাণ, পুঁজি ও চাহিদার ভিত্তিতে কম বা বেশি হতে পারে৷ আপনাদের সুবিধার জন্য ১ সপ্তাহের চাহিদার উপর ভিত্তি করে একটি মুদির দোকানে কি কি থাকে নিচে তার একটি তালিকা দেওয়া হলোঃ
পণ্যের নাম পণ্যের পরিমাণ একক দাম (টাকা) পণ্যের দাম (টাকায়)
চাল ৩০ কেজি
ডাল ৫ কেজি
খাবার তেল ৩ লিটার
লবণ ১০ কেজি
আটা ২০ কেজি
ময়দা ২০ কেজি
সেমাই ৩ কেজি
পেঁয়াজ
আদা ৫ কেজি
১ কেজি
রসুন ১ কেজি
গুড় ৩ কেজি
মুড়ি ৩ কেজি
গায়ে মাখার সাবান ১০ টা
কাপড় কাচার সাবান ১০ টা
সোডা ২ কেজি
সিগারেট ১০ প্যাকেট
বিড়ি ২০ প্যাকেট
পান ১ বিড়া
সুপারি আধা কেজি
হলুদ ২ কেজি
বিস্কিট ১ কেজি
চিড়া ১ কেজি
চকলেট ২ প্যাকেট
চানাচুর ১ প্যাকেট
কেরোসিন তেল ১৫ লিটার
বাল্ব ১০ টা
তেজপাতা ১ পোয়া
আলু ১০ কেজি
চিপসে প্যাকেট ২০ টা
কলার কাঁদি ৬ হালি
ডিম ৭ হালি
শুকনা মরিচ ৫০০ গ্রাম
চা পাতা ৫০০ গ্রাম
মশার কয়েল ৮ প্যাকেট
চিনি ১ কেজি
বার্লি ১ কৌটা
সাগুদানা ৫০০ গ্রাম
কাগজ ৫ দিস্তা
কলম ১ ডজন
খাতা ৩ ডজন
পেনসিল ১ ডজন
ব্যাটারি আধা ডজন
আলতা ৩ টা
চুড়ি ৩ ডজন
কানের দুল ৬ সেট
বাচ্চাদের খেলনা ১ ডজন
নেল পালিশ ৬টি
মালা ৬ টি
সুঁচ ২ ডজন
বোতাম ৫ ডজন
চুলের ফিতা ৫০ গজ
এ ধরনের দোকান যদি কারো বাড়ি বা পাড়াতেই থাকে তবে সহজেই সুবিধামত জিনিস কেনা যাবে৷ তাই প্রতিটি এলাকাতেই ২ থেকে ৩ টা বা তারও অধিক মুদির দোকান দেখা যায়৷ সাধারণত চাল, ডাল, তেল, চিনি, লবণ, মুড়ি প্রভৃতি সামগ্রী বেশি বিক্রি হয়৷ বলা দরকার, কিছু নির্দিষ্ট সময়ে দোকানের বিক্রি অনেক বেড়ে যায়৷ যেমন:
রমজান মাসে
ঈদের সময়
নানা ধরনের পূজা ও উৎসবে
ধান কাটার সময়
বৃষ্টির সময় স্থানীয়ভাবে
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৯৬
Date:- ২৩/১২/২০১৯ ইং
মোঃ মেহেদী হাসান
কমিউনিটি ভলান্টিয়ার
৬ষষ্ঠ ব্যাচ
নিজের বলার মত একটি গল্প
ওয়েব রেজিষ্ট্রেশন নাম্বারঃ৩১৬৫