মূলধন কই পাবেন কিভাবে ইনভেস্ট করবেন কি কি ব্যবসা করবেন সবকিছু এ প্লাটফর্ম থেকে শিখতে পারবেন।
আমি ঢাকাতে থাকি আমার
আম্মু ফোন করছি বাড়িতে আসার জন্য।
আমি বাড়িতে আসলাম এর ভিতর শুনতে পারি আমার কাজিন খালাতো ভাই সৌদি আরব থেকে দেশে আসছে।
আমাদেরকে দাওয়াত করল তাদের বাড়িতে যাওয়ার জন্য
আম্মু বললো চলো বোনের বাড়িতে যাই অনেক দিন হলো আমার বোনের সাথে দেখা নাই।
খালা মনিদের বাড়িতে গেলাম সন্ধ্যাবেলা সবাই বাড়ির উঠানে বসলাম।
যেহেতু বিদেশ থেকে অনেকদিন পর দেশে এসেছে ইব্রাহিম ভাইয়া তাই
খালতো ভাইয়ের বিয়ের নিয়ে কথাবার্তা হয়। সবাই ঠিকঠাক পাকা এখন শুধু বাকি কেনাকাটা করা ।
খালামনির বাসায় অনেকদিন পরে গেলাম খালামনির সাথে দেখা 10 বছর পর। আমাকে দেখতে অনেক অবাক হলেন মাহবুব তুমি তো অনেক বড় হয়ে গেছো অনেক সুন্দর স্মার্ট মাশাল্লাহ।
আর কী খবর কী করো আমি বলি ঢাকাতে আছি একটি কাপড়ের দোকানে। থ্রি পিস আর পাশাপাশি একটি অনলাইন বিজনেস আছে
পেইজের নাম বাইপাস সপ ।
তোমার এখানে কি কি পাওয়া যায়?
#বাইপাস #সপ এ মেয়েদের বিয়ের বেনারসি শাড়ি , ইন্ডিয়ান পাথরের কাজ করা কারচুপি কাজের শাড়ি, বিয়ের গর্জিয়াস শাড়ি, দোপাট্টা, লেহেঙ্গা, আধুনিক কাজ করা লেহেঙ্গা। বোরকা খিমার কসমেটিক অর্নামেন্টস গোল্ড হাত ঘড়ি গিফট আইটেম এবং বিয়ের সমস্ত আইটেম আমার এই পেইজে পাওয়া যায়।
ছেলেদের শার্ট টি-শার্ট পাঞ্জাবি শেরওয়ানি প্যান্ট ব্লেজার হাত ঘড়ি আরো অনেক গিফট আইটেম আমার এখানে পাওয়া যায়।
আমার এখানে বাচ্চাদের গর্জিয়াস কাজ করা ড্রেস লেহেঙ্গার থ্রি-পিস।
আরো অনেক আইটেম পাওয়া যায়।
আমি বললাম আমার এখানে একটা ফ্যামিলির যা কিছু প্রয়োজন সবকিছু আমার কাছে আছে।
খালামণি বলে সত্যিই অসাধারণ
এক জায়গায় সব কিছু পাওয়া যায়।
তোমার ইব্রাহিম ভাইয়াকে ডাকছি ।
খালামণি ইব্রাহিম ভাইয়াকে সব কিছু বলল। ভাইয়া তো অনেক অবাক।
তখন আমাকে বলল তুমি কিভাবে এগুলো করো।
আমাকে একটু দেখাও শিখিয়ে দাও।
আমি তখন আমার মোবাইল থেকে সব ছবি দেখালাম দেখে বিয়ের শাড়ি এবং অন্যান্য অনেক কিছু পছন্দ করলো ভালো হল।
আর ঢাকাতে যাওয়া লাগবে না সবকিছু ঘরে বসে কিনতে পারব আমি বললাম আপনার অনেক টাকা সেভ হবে। কারণ আমরা সরাসরি ইন্ডিয়া থেকে নিয়ে আসি।
আর আমাদের দেশে যেগুলো সরাসরি যারা উৎপাদন করে তাদের থেকে সংগ্রহ করি সেজন্য আমরা কম দামে ভালো জিনিস দিতে পারি।
ইব্রাহিম ভাই আমার উদ্রেক দেখে অনেক খুশি হল।
ইব্রাহিম ভাই আমি তো আর প্রবাসে আর যাব না। বিদেশ তো অনেক করলাম এবার দেশে কিছু করব। তুমি আমাকে হেল্প করো।
তুমি এত আইডিয়া কোত্থেকে পেলে? তখন আমি "নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের" কথা বললাম
প্লাটফর্মে টানা 90 দিন অনলাইন ক্লাস হয়। এখানে গুরুত্বপূর্ণ 11 টি স্কেল শিখানো হয়।
একজন নতুন উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের
মেন্টর শিক্ষক জনাব
Iqbal Bahar Zahid স্যার
একজন উদ্যোক্তা হওয়ার জন্য একজন ব্যবসায়ী হওয়ার জন্য যা যা কিছু লাগে সবকিছু আমাদের এই প্লাটফর্মে শিখানো হয়।
360 আরো বেশি ব্যবসার আইডিয়া দিয়ে থাকেন এবং একজন ব্যবসায়ীর যাবতীয় তথ্য উপাত্ত এ প্লাটফর্মে শিখতে পারবেন।
এবং মূলধন কই পাবেন কিভাবে ইনভেস্ট করবেন কি কি ব্যবসা করবেন সবকিছু এ প্লাটফর্ম থেকে শিখতে পারবেন।
তখন বলে তুমি এর সন্ধান কোত্থেকে পেলে?
আমি বললাম Jasmine Akther Jui আপু আমাকে রেজিস্ট্রেশন করেছেন।
এরপর থেকে আমি নিয়মিত ক্লাস করি আপনি চাইলে আপুর কাছ থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন।
আমাদের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার আমাদেরকে প্রতিনিয়ত শিক্ষা দিয়ে যাচ্ছেন কিভাবে একজন সফল উদ্যোক্তা এবং সফল ব্যবসায়ী হওয়া যায় এবং ভালো মানুষ হওয়া যায়। আমি নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশনে নব্বই দিন ক্লাস করেছি আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু শিখেছি আমি এখন নিজে ব্যবসা করার জন্য উদ্বুদ্ধ হয়েছি।
আলহামদুলিল্লাহ
আমাদের প্লাটফর্মে প্রতি মঙ্গলবার হাট বার। এখানে শুই থেকে শুরু করে গাড়ি বাড়ি নিত্যপ্রয়োজনীয় সবকিছু একই প্লাটফর্মে বেচাকেনা হয়। আমরাই ক্রেতা আমরাই বিক্রেতা।
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৬৩
Date:- ১৬/০২/২০২১
মোঃমাহবুব আলম
"নিজের বলার মত একটা গল্প" ফাউন্ডেশনের একজন কমিউনিটি ভলেন্টিয়ার,
🏬বর্তমানে ধানমন্ডি জোন
🇧🇩 জেলা - চাঁদপুর
🏣উপজেলা :শাহরাস্তি
💉 ব্লাড গ্রুপ - বি পজিটিভ
💉ব্লাড টিম ম্যানেজমেন্ট এর সদস্য
🖋️ ব্যাচ নাম্বার - ১২
✍️রেজিষ্ট্রেশন নাম্বার - ৩৮৩৮৫
☎️ফোন নাম্বার - ০১৭৪০৫৪৮৮১৩