৪০০৳ হতে পারে আমাদের যে কারো জীবনের টার্নিং পয়েন্ট
আস্সালামুআলাইকুম।
৪০০৳ হতে পারে আমাদের যে কারো জীবনের টার্নিং পয়েন্ট। এটাই আজকের গল্প।
৳ কেউ টাকার প্রবলেমে আসতে চাচ্ছেন না বা পারছেননা অনুগ্রহ করে আমাকে সরাসরি মেসেজ দিবেন, যতটুকু সম্ভব আমি আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। কোন সুপারিশ গ্রহণ যোগ্য নয়। অবশ্যই সমস্যায় থাকা ব্যক্তিদের পাশে দাঁড়াতে চাচ্ছি। নিজের দায়বদ্ধতা থেকে আমি আপনাদের পাশে দাঁড়াচ্ছি।
অনুগ্রহ করে ৪০০৳ জন্য সমস্যা নেই কিন্তু শুধু টাকা বাঁচানোর উদ্যেশ্যে কেউ নক দিবেন না। আমরা সবাই ভালো মানুষ ও এই প্লাটফর্মে ভালো মানুষিকতার চর্চা করি।
সবাইকে আহ্বান করছি যার যার স্থান থেকে যতটুকু পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী নিজের টাকা দিয়ে অসহায়দের পাশে দাঁড়ান। আমাদের সকলেরই সামাজিক দায়বদ্ধতা আছে।
আর সকলকে জানাতে চাই ৪০০৳ এর চেয়ে বেশিতো আমরা পেয়েই যাচ্ছি। যা এই টাকায় অর্জন করা সম্ভব নয়। একবার নিচে চোখ বুলিয়ে দেখুন।।।
১। প্রবেশ
২। টি-শার্ট
৩। দুপুরের খাবার
৪। সার্টিফিকেট
৫। দেশের সেরা স্পিকারগণের সাথে সাক্ষাৎ ও বক্তব্য শ্রবণ
৬। ৬৪ জেলা ও কয়েকটি দেশের মানুষের সাথে নেটওয়ার্কিং
৭। নতুন নতুন আইডিয়া
৮। ব্যবসা প্রচার ও সফল করার কৌশল
৯। ১৫০ টি নতুন উদ্যোক্তাদের স্টল পরিদর্শনের সুযোগ।
১০। ইনভেস্ট পাওয়া ও করার সুযোগ।
মনে রাখবেন এই ৪০০৳ আমাদের যে কারো জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে।
সকলের জন্য আমাদের প্রিয় স্যার এই প্লাটফর্মের প্রতিষ্ঠাতা শিক্ষক জনাব ইকবাল বাহার জাহিদ স্যার সকলের অনুরোধে, সময় বর্ধিত করে, চাঁদ রাত পর্যন্ত, ঈদের আনন্দ উপভোগ করার মতো সুযোগ করে দিয়েছেন, শুধু কেউ যেন বাদ পড়ে, আফসোস না করে। তাই টিকেট এখনও যারা সংগ্রহ করেননি এখনি সংগ্রহ করে নিন কারন আমরাও মহা মিলনমেলার আনন্দ টা আপনাদেরকে সাথে নিয়ে করতে চাই। আর এই সম্মেলনকে সামনে রেখে প্রতিদিন অনেক যায়গায় মিট আপ হচ্ছে, যেখানে টিকেট প্রদান করা হচ্ছে। এই সুযোগ গুলো কেউ মিস করবেন না। দরকার হলে নিজ নিজ এলাকার দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করুন।
মনে রাখবেন, নিজের নিকটজন কেউ যেনো বাদ না পড়ে, আপনার উপকার থেকে। টিকেট নিতে রেজিস্ট্রেশন লাগবে না, যেহেতু প্রোগ্রামের দিন ভেন্যুতে রেজিস্ট্রেশন এর ব্যবস্থা নেয়া হয়েছে। অনুগ্রহ করে আর দেরি নয় যোগাযোগ করুন ৪০০৳ নিয়ে টিকিটের জন্য।
প্রয়োজনে টিকেটের জন্য আমাকে জানাতে পারেন। এই প্লাটফর্ম আমাদের সকলের। আর সকলকেই দায়িত্ব নিয়ে সম্মেলন সফল করতে হবে।
আর যারা টিকেট নিয়েছেন, যে যেইখানে আছেন অবশ্যই প্রোগ্রামে অংশগ্রহন করবেন। আর নিচের লিংকে Going এ ক্লিক করুন।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৯৯
Date:- ২৬/১২/২০১৯ ইং
মোঃ ইফতেখার আলম মজুমদার
কমিউনিটি ভলান্টিয়ার
সপ্তম ব্যাচ
রেজিস্ট্রেশন নম্বর ১৩৭৮
ঢাকা/চট্টগ্রাম ব্যবসা
NRB জেদ্দা সৌদি আরব
রক্তের গ্রুপ এ+
জেলা ফেনী