শুধু সম্মেলন নয় এটি ছিলো ভালোবাসার এক মিলন মেলা
৪জানুয়ারী ২০২০ইং মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল "নিজের বলার মতো একটি গল্প" এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও উদ্যোক্তা সম্মেলন। আমার দেখা সম্মেলনের শুরু থেকে শেষঃ
ঘোষনাঃ ৩১ অক্টোবর ২০১৯ইং তারিখে Iqbal Bahar Zahid স্যারের আইডি থেকে সর্ব প্রথম "নিজের বলার মতো একটা গল্প" গ্রুপে সম্মেলনের ঘোষনা আসে। ঘোষনাটি ছিলো এমন "আসছে বাংলাদেশের ইতিহাসে সব চেয়ে বড় মিলন মেলা "নিজের বলার মতো একটি গল্প" এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও উদ্যোক্তা সম্মেলন, মিরপুর ইনডোর স্টেডিয়ামে আগামী ৪ জানুয়ারি ২০২০।" এই ঘোষনার পর থেকেই প্রিয় প্লাটফর্মের ২লক্ষ সদস্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে এই মাহেন্দ্রক্ষণের যেমন অপেক্ষা করে থাকে ঈদের জন্য কারণ ঈদের চেয়ে কোন অংশেই এর আনন্দ কম নয়। এই সম্মেলন ঘিরে কত অপেক্ষা কত কল্পনা এবং কত আনন্দ ছিলো সবার মনে তা একমাত্র এই প্লাটফর্মের সদস্যরাই বলতে পারবে।
পূর্ব প্রস্তুতিঃ সাব্বির ভূইয়াকে কনভেনর করে গঠন করা হয় সম্মেলন বাস্তবায়ন কমিটি। Iqbal Bahar Zahid স্যারের সরাসরি তত্বাবধায়নে Bhuiyan Shabbir ভাইয়ের নেতৃত্বে Kazi Nazmul Alam Hamim, Mi Hossain, Iqbal Smartlinkভাইসহ ঢাকার সদস্য ভাই বোনদের বিশাল একটীম অক্লান্ত পরিশ্রম করতে থাকে সম্মেলন বাস্তবায়নের জন্য। তৈরি করা হয় একাধিক ম্যাসেন্জার গ্রুপ। বুদ্ধি পরামর্শ সময় শ্রম এবং অর্থ দিয়ে যার যার অবস্থান থেকে সবাই দুই মাস আগে থেকে কাজ করতে থাকে সুন্দর একটি উদ্যোক্তা সম্মেলন উপহার দেয়ার জন্য।
প্রবাসীদের যাত্রা শুরুঃ উদ্যোক্তা সম্মেলনে যোগ দিতে ডিসেম্বার মাস থেকে প্রবাসীরা দেশে যেতে শুরু করেন। কেউ কেউ জানুয়ারীতে ঢাকা পৌছে সরাসরি সম্মেলন বাস্তবায়ন টীমের সাথে কাজে লেগে যান এবং সম্মেলন শেষ করে বাড়ি যান।
ঢাকা অভিমুখে বাংলাদেশর যাত্রাঃ ৩ জানুয়ারী সকাল থেকেই পুরো বাংলাদেশ যাত্রা শুরু করে ঢাকা অভিমুখে। হ্যা পুরো বাংলাদেশ, ৬৪ জেলা থেকে যখন উদ্যোক্তারা ঢাকার দিকে ছুটে আসছিলো তখন কেমন যেন পুরো বাংলাদেশই যাত্রা শুরু করেছিলো ঢাকা অভিমুখে। তবে অনেকে তিন তারিখের আগেও ঢাকা পৌছেছেন।
নির্ঘুম রজনীঃ ৩ জানুয়ারীর রাত ছিলো এক নির্ঘুম রজনী। রাত পোহালেই সম্মেলন। দেখা হবে ৬৪ জেলা এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রিয় সহযোদ্ধাদের সাথে। সেই সাথে দেখা হবে মহান শিক্ষক, উদ্যোক্তা এবং ভালো মানুষ তৈরির কারিগড়, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রিয় ব্যাক্তিত্ব শ্রদ্ধেয় ইকবাল বাহার স্যারের সাথে। রাত পোহালেই যখন এত চমক অপেক্ষা করছে সেই রাতটি নির্ঘুম কাটাই স্বাভাবিক।
সম্মেলনঃ বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ৪ জানুয়ারী ২০২০ইং মিরপুর ইনডো স্টেডিয়ামে "নিজের বলার মতো একটি গল্প" এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও উদ্যোক্তা সম্মেলন এর পর্দা উড়ে। স্টেডিয়ামের পুরো গ্যালারী ছিলে লোকে লোকারণ্য। বাংলাদেশের ৬৪টি জেলা এবং প্রায় ২০টি দেশের সদস্যদের উপস্থিতিতে জাভেদ কারদার আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠান শুরু করেন। শুরুতে কোরআন তেলোয়াত করেন গ্রুপের অন্যতম সদস্য ভাই এম কে ইসমাইল হুসাইন। কোরআন তেলোয়াত এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয়ে চলতে থাকে প্রানের সম্মেলন। অনুষ্ঠান শুরুর ১৩মিনিট ৪৫সেকেন্ড পরই মঞ্চে ডাকা হয় সকলের নয়ন মনি ইকবাল বাহার স্যারকে যাকে একজন দেখার অপেক্ষায় স্টেডিয়ামে এবং Utv Live এ অপেক্ষা করছে ২লাখ মানুষের ৪লাখ চোখ। অবশেষে স্যারকে একনজর দেখে চক্ষু শীতল করেন সবাই। বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এবং ঢাকার সদ্য বিদায়ী মেয়র আতিকুল ইসলামের উপস্তিতি সম্মেলনের গুরত্ব আরো বাড়িয়ে দেয়। দেশ সেরা স্পিকারদের আলোচনার মাধ্যমে চলতে থাকে উদ্যোক্তা মহা সম্মেলন। ফাকে ফাকে নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্মের সদস্যদের সফলতার গল্প সম্মেলনকে আরো প্রানবন্ত করে তোলে।
সারপ্রাইজঃ সম্মেলনের শেষ পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরীতে প্লাটফর্মের সদস্যদের পুরস্ককৃত করা হয়। হঠাৎ যখন "সেরা ভালান্টিয়ার" পুরস্কার ঘোষনার ক্ষেত্রে আমার নাম ঘোষনা করা হয় সত্যিই আমি অবাক হয়ে যাই। এটি সত্যিই আমার জন্য একটা অন্যরকম সারপ্রাইজ ছিলো। সম্মেলনের খুটিনাটি অনেক কিছু জানলেও আমাকে সেরা ভলান্টিয়ার নির্বাচিত করা হয়েছে এই তথ্যটি আমার জানা ছিলো না।
বিশেষ আকর্ষণঃ আমার কাছে সম্মেলনের বিশেষ আকর্ষন ছিলো স্টেজ, খাবার, টি-শার্টসহ এই অনুষ্ঠানের যাবতীয় আয়োজন করেছে নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্মের সদস্য ভাইয়েরা। এটা সত্যিই গর্ব করার মত একটি বিষয়। তাছাড়া সম্মেলন অংশগ্রহন করা দুই শতাধিক স্টল যা সবই এই প্লাটফর্মের সদস্যদের এটিও কম আকর্ষনের বিষয় ছিলো না।
শিক্ষাঃ আমি মনে করি অসংখ তরুন এই সম্মেলন থেকে শিক্ষা নিয়ে খুব অল্প সময়ের মধ্যে উদ্যােক্তা হিসেবে আত্মপ্রকাশ করবে। হাজারো মানুষের কর্ম সংস্থান তৈরি করবে। কারণ এখানে তারা যে সফলতার গল্প শুনেছে এই গল্প তাদের উদ্যোক্তা না বানিয়ে ঘুমোতে দিবে না।
উপসংহারঃ পরিশেষে আমি ইকবাল বাহার স্যারসহ যাদের অক্লান্ত পরিশ্রম আমাদের এত সুন্দর একটি উদ্যোক্তা সম্মেলন উপহার দিলো তাদের জানাই হৃদয় নিংড়ানো ভালোবাসা। সর্বশেষ আর একটি কথা বলতে চাই এটি শুধু সম্মেলন নয় এটি ছিলো ভালোবাসার এক মিলন মেলা ।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ১০৫
Date:- ০৯/০১/২০২০ ইং
লোকমান বিন নূর হাসেম
রেজিষ্ট্রেশন নং ১৫৪
৩য় ব্যাচ, কোর ভলান্টিয়ার,
কান্ট্রি এম্বাসেডর, সৌদি আরব।
(শিবচর, মাদারীপুর)
lokmanbd22@yahoo.com