৪ ঠা জানুয়ারীর মহা সম্মেলনের অনুভুতি শেয়ারিং
আমি সেদিন সকাল ৭.১০ মিনিটে পৌঁছাই আমার জোনের আমার আদরের ছোট ভাইয়া আপুরা সহ, অনেকেই আবার আমার আগে গিয়েই পৌঁছায়। প্রথম ভাল লাগা ওদের দেখে, ওরা এত আনন্দিত ছিল যা বলার মতো না,সারা দিন খেটে সেলফি না তুলে সরাসরি অনুষঠান না দেখেও দিন শেষে ওদের চোখে মুখে সততার যে ছাপ কাজের speed আমি দেখতে পেয়েছি তা ভেঙ্গে বলার ভাষা আমার জানা নেই, ওদের কাছ থেকে শিখারও বহু কিছু আছে। স্যার যেভাবে ৩ তারিখে বলে গিয়েছেন ঠিক সেই মতোই আমি এবং আমার ভাইয়া আপুরা দায়িত্ব পালন করেছেন। আমি খুব happy এটার জন্য।
সেলিনা আপুর সাথে আমার ফোনে খুব painful time এ কথা হয়, যা এ-ই গুপটার সম্পর্কে টোটাল ধারনা দিয়েছিলেন, ইচ্ছে ছিল আপুর সাথে দেখা করার যা স্যার করে দিয়েছেন এ-ই সম্মেলনের মাধ্যমে,ধন্যবাদ স্যার, ভাল লাগা একেই বলে।এ-ই পরিবারের সবাই সবার মুখোমুখি হয়েছি কথা বলেছি, অনেকেই এসে নিজে পরিচিত হয়েছে আমিও যেচে কথা বলেছি, এ-ই যে একটা অদ্ভুত অনুভুতি, ইস্।ধন্যবাদ স্যার।
আর
আমাদের প্রিয় পরিবারের এত বড় একটা সম্মেলন যা আমাদের স্বপনই ছিল, আলহামদুলিল্লাহ স্যারের প্রচেষটায় এবং সিনিয়র দায়িত্ব প্রাপত আপু এবং ভাইয়াদের প্ররিশ্রমে সবটুকু কাজ সম্পন্ন হয়েছে। স্যারের উপস্থাপনা ভাল লেগেছে, ভাল লেগেছে ম্যাম আর স্যারের একসাথে ছবি এবং কথা,ভাল লেগেছে স্যার সুন্দর করে যোগ্য ব্যকতিদের সম্মাননা জানিয়েছেন।ভাল লেগেছে, নেতা তো নেতাই হয়,নিজে খাননি অনুষ্ঠান শেষ না হওয়া পরযন্ত। স্যার আপনি আপনিই সত্যিই। সব কিছুর মাঝেও মন্দ কিছু থাকে, তবে আমরা positive মানুষ তাই সবটাই ভাল লাগার মতো ছিল। এম ডি জাহীদ ইমরান ভাইকে specially ধন্যবাদ, ভাইয়া অসম্ভব পরিশ্রম করেছেন।
স্যারের জন্য অনেক অনেক দোয়া আর ভালবাসা কারন স্যার আছেন বলেই আমাদের এ-ই পরিবার,স্যার আছেন বলেই আমাদের এত এত মানুষের ভাল মানুষ হবার চেষ্টা,
সব তো পরে আগে ভাল মানুষ তো হতে হবে,নাকি!
স্যার এ-ই অসম্ভব কাজটাই করে যাচ্ছেন।
স্যার এত এত ভাল লাগা সব প্রকাশ করার ভাষা তো জানা নেই।
তবে আমার পরিবারের সবাই ভাল থাকবেন ভাল থাকবেন স্যার
ধন্যবাদ স্যার
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ১০৫
Date:- ০৯/০১/২০২০ ইং
আতিয়া বিনতে সিদ্দিকী
ধানমন্ডি জোন এম্বাসেডর,ঢাকা
৭ তম ব্যাচ
রেজি:৭১৩
রায়ের বাজার,ঢাকা ১২০৯