স্যারের মুখ থেকে ভেসে আসলো সেরা জেলার আওয়াজ
*********বিসমিল্লাহির রহমানির রাহমি ********
অনুভূতি কি আর শেয়ার করবো, অনুভূতি প্রকাশ করতে গেলেই কান্না চলে আসে।
গ্রুপের জন্য কাজ করি ভালোবাসার টানে।
কখন কিভাবে যে #Iqbal_Bahar_Zahid স্যারকে এবং #নিজের_বলার_মতো_একটা_গল্প প্লাটফর্ম কে ভালোবেসে ফেলেছি বলতে পারবো না, কেন জানিনা এতো ভালোবাসি এই ভালোবাসার কারনও বলতে পারবোনা।
সারাদিন ব্যাস্ত ছিলাম আমার Shopping Network শপিং নেটওয়ার্ক এর স্টলে, কিন্তুু মন পড়ে ছিলো প্রোগ্রামে, বার বার শুধু মনে হচ্ছিলো স্টল দিয়ে ভূল করেছি এত সুন্দর একটি প্রোগ্রাম হচ্ছে ভিতরে আর আমি বেচা বিক্রিতে ব্যাস্ত বাইরে। কোন ভাবেই মনকে ধরে রাখতে পারছিলাম না, শেষমেশ থাকতে না পেরে সবার আগেই ৩.৪৫ মিনিটে আমার স্টল ক্লোজ করে ভিতরে চলে যাই।
ভিতরে গিয়েও মনে শান্তি পাচ্ছিলাম না, অনেকই ক্রেস্ট পাচ্ছিলো, আমার অনেক কস্ট লাগতে ছিলো এই ভেবে যে, ভালোবাসার গ্রুপের জন্য কিছুই করতে পারিনি, স্টলের কারনে ভলেনটিয়ারিং ও করতে পারিনি, মনে হচ্ছিল স্টল বাদ দিয়ে যদি ভলেনটিয়ারিং করতাম তাহলে হয়তোবা ভলেনটিয়ার হিসেবে একটা ক্রেস্ট পেতাম। মনের দুঃখে সারাদিন কোন ছবিও তুলি নাই নিজের ফোন দিয়ে, তাই শেষমেশ কয়েকটা ছবি তোলার জন্য মনস্থির করি যে, ভিতরে একটা ছবিও নাই এতবড় একটা প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে অথচ আমার কোন সৃতি নাই ভিতরের একটা ছবি নাই। তাই ছবি তুলতে ছিলাম ভিতরের ব্যানার গুলোর পাশে দাড়িয়ে এবং শেষ ছবি যখন তুলবো চিন্তা করলাম একটা ক্রেস্ট দিয়ে, কার ক্রেস্ট ধরে একটা ছবি তুলবো চিন্তা করতেছিলাম, তখন হোসাইন আল মামুন ভাই কে দেখালাম ক্রেস্ট হাতে ইসটেজের সামনে সোফায় বসে আছেন, সাহস করে সামনে তার পাশে গিয়ে বসলাম এবং এক ক্যামেরা ম্যান ভাইকে ডাকলাম তারা আসতে চাচ্ছিলো না স্টেজের ছবি তোলা বাদ দিয়ে, ক্যামেরা ম্যানদের ঢাকতে ঢাকতেই চলে আসলো সেই মহেন্দ্র ক্ষন...... স্যারের মুখ থেকে ভেসে আসলো সেরা জেলার আওয়াজ, প্রথম ঢাকে বিসশাস হচ্ছিল না ২য় বার যখন আবার বললেন টাংগাইল, তখন ক্যমেরা ম্যান সুট নেবে মাএ, ছবি তোলা বাদ দিয়ে দে দৌড়.. এক দৌড়ে স্যারের বুকে.... তারপর কি ঘটেছিলো আমি বলতে পারবো না.... শুধু এটা বলতে পারি তারপর যে ছবিটা আমার উঠেছিল সেটা সম্মেলনের সেরা ছবি.....
এজন্য সবটুকু কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি, আমার ভালোবাসার প্রিয় ব্যক্তিত্ত আমার মেন্টর, শিক্ষা গুরু জনাব Iqbal Bahar Zahid স্যারকে।
আর টাংগাইল সেরা জেলা হওয়ার সকল কৃতিত্ব আমার জেলার সকল সদস্য দের, তারা আমার চেয়েও অনেক বেশি আন্তরিক গ্রুপের প্রতি। ধন্যবাদ কনভেনার কমিটি, ভলেন্টিয়ার কমিটি আগত অতিথি এবং দেশ বিদেশের সকল সদস্যদের যাদের সবার জন্য শেষ পযন্ত আমাদের বিশাল অর্জন সম্মেলন সফল।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ১০৫
Date:- ০৯/০১/২০২০ ইং
ইবনে সাইম রানা 01719182082
ডিসট্রিক্ট এম্বাসেডর টাংগাইল
নিজের বলার মতো একটা গল্প
চতুর্থ ব্যাচ, রেজিঃ নং ১৩৭৩
বর্তমান অবস্থানঃ উওরা, ঢাকা
স্টার্টআপঃ টাংগাইল শাড়ি ও চমচম
www.shoppingnetworkbd.com
Shopping Network শপিং নেটওয়ার্ক