আমাদের একটু অসচেতনতা
কথাগুলো ঠিক কিভাবে বলা উচিত সেটা আমি জানিনা কিন্তু আমি ভাই সরাসরি কথা বলতেই পছন্দ করি।
.
উদ্দোক্তা সম্মেলনের দিন আপনি যদি ইনডোর স্টেডিয়ামের পুরুষ টয়লেট ইউজ করে থাকেন তাহলে ইউরিন বেসিনের বেহাল দশা অবশ্যই আপনার চোখে পড়ার কথা।
ইউরিন বেসিনের ভেতরটা ছিলো ইউজ করা টিস্যু দিয়ে ভর্তি,বলতে গেলে বেসিন ব্যবহারের অনুপযোগী। প্রায় সবগুলা বেসিনেরই একই অবস্থা ছিলো।
দুপুরের দিকে একবার পরিচ্ছতাকর্মী এইসব পরিষ্কার করে দেয়ার কিছুক্ষণ পরই দেখি আবার একই অবস্থা।
এই অবস্থা কিন্তু বাইরের কেও করে নাই আমরাই করছি।
বেশ কয়েকজনকেই দেখলাম ফ্রেশ বেসিনের জন্য একবার এই পাশে যাচ্ছে আরেকবার ওইপাশে যাচ্ছে।
.
আমি বিশ্বাস করি আমরা অবশ্যই ভালো মানুষ।তাহলে আমাদের একটু অসচেতনতা বা লেইম ইউজের জন্য কেন অন্য কেও ভোগান্তি পোহাবে?
এই অসচেতনতার জন্য পরিচ্ছন্নতাকর্মীদের মধ্য কি রকম ইমেজ তৈরি করে আসলাম,ভেবে দেখবেন একবার.....
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ১০৫
Date:- ০৯/০১/২০২০ ইং.
মোঃ ইয়াছিন সোহেল
ব্যাচঃ ৭
রেজিঃ ৮২১৫
জেলাঃ টাঙ্গাইল