সম্মেলনে আমার অনুভূতিঃ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
#সম্মেলনে আমার অনুভূতিঃ
আসসালামু আলাইকুম। আমার প্রানের গ্রুপের সব ভালো মানুষ প্রিয় ভাই বোনেরা কেমন আছেন ?
আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন।
আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
জীবনে কিছু সময় আসে যেটা কোনোদিন ভোলা যায় না। ঠিক এমনই একটা দিন ছিলো আমার জন্য।
০৪/০১/২০ ছিলো অনেক স্বপ্নের একটা দিন।
দিনটা ধার্য্য ছিল আগে থেকেই কিন্তু যারা চাকুরি করি তাদের ছুটির একটা ব্যাপার থেকেই যায়,তাই সেটা নিয়েও অনেক টেনশনে ছিলাম, ছুটি পাই কিনা!
অবশেষে প্রিন্সিপাল স্যারের কাছে ছুটি চাইতেই তো রেগে গেলেন।
বলল,কেন ছুটি এই মুহুর্তে? আপনার তো ভর্তি পরীক্ষার কমিটিতে নাম আছে ক্লাস (1-9)।ছুটি হবে না!
এখন কি করি?
বললাম,স্যার অনেক আগে থেকেই এই প্রোগ্রামের তারিখ ঠিক করা ছিল।
অনেক বিনয়ের সাথে অনুরোধ করলাম।পরে রাজি হলো অনেক কষ্টে ।পেলাম দুইদিনের জায়গায় এক দিনের ছুটি। কি করি ৪/১/২০ তারিখ অনুষ্ঠান শেষ করে কি গাড়িত উঠতে পারবো খুলনায় আসার জন্য? ভাবছি।কি আর করা, যেহেতু জানি,কিছু পেতে গেলে তো কিছু ত্যাগ করতেই হবে।
কষ্ট ও টাইট শিডিউল মেনে নিয়ে আল্লাহর নামে চলে গেলাম সম্মেলনে (মহা মিলন মেলায়)। কি আনন্দ অনুভব করছিলাম মনের মধ্যে তা ব্যাখ্যা দিতে পারবো না।
তিন দিন ধরে লেখার চেষ্টায় ব্যর্থ হয়ে আবার লিখতে শুরু করলাম।ব্যস্ততার জন্য ইচ্ছে থাকলেও লিখতে পারি না।
খুলনা থেকে গিয়েছি সম্মেলনে আমি সহ ৮ জন। বাকিরা কেউ আগে কেউ পরে, গাড়িতে উঠেই মনে হলো সবাইকে দেখে, সত্যি সত্যিই তাহলে ঢাকা যাচ্ছি?
নিজের সাথে কথা বলছি।হ্যাঁ, তাইতো।আরে কি আনন্দ লাগছে মনের ভিতর!মনে মনে ভাবলাম সবারই বুঝি এরকম লাগছে।
সম্মেলনে যাবার আগে, যেহেতু চাদঁ রাতের কিছু কেনাকাটা থাকে, সেই আনন্দে কিনলাম একটা বোরকা। পরের দিন পরবো বলে। কিন্তু #রাত কেন ভোর হয় না? সেই টেনশনে ঘুম হলো না।
ভোর হতেই রেডি হচ্ছি কিন্তু সে বোরকা তো ছোট সাইজের। বোরকা কিনেছি আমরা ৪ জন একই রকম। সবাই এক সংগে পরবো একই রকম, অনেক ভাল লাগা, শুধু একজনেরটা ঠিক হলো, বাকিদের আমি সহ তিন জনের হলো না। এখন কি করি?
যাই হোক যেটা আছে সেটাই পরি। এবার সম্মেলনে প্রিয় আপনজনদের মেলায় এসে মনের ভিতর এক অজানা ভাল লাগা অনুভব করতে লাগলাম।স্টল ঘুরে ঘুরে দেখলাম।মেহের নিগার আপুর স্টলে,#পিয়র হানি,জুট সাইন,চরকা,টি. এফ.সি,আরবান চা,জুলেখা আপুর স্টলে, সাজ্জাদ ভাইয়ের স্টলে,আরো অনেকের স্টল ঘুরে ঘুরে দেখেছি। প্রিয় আপু, ভাইয়াদের সাথে ডেকে ডেকে কথা বললাম।প্রিয় দিবা আপু,আশা আপু,তাহমিনা আপু,সেলিনা আপু, @এম আই হোসেন ভাইয়া, মুভেজ ভাইয়া, আর মনে হলো, আরে! সবাই দেখছি আমার পরিবারের একজন।কত্তো আপন।কত্ত কাছের,
এবার মনে মনে আমার প্রিয় শিক্ষক কে অনবরত কৃতজ্ঞতা জানাতে লাগলাম এত বড় একটা প্লাটফর্ম আমাদের জন্য করেছেন সে জন্য।
প্রবাসী অনেক ভাইয়াদের সাথে কথা বললাম @মুকিত ভাইয়া,জাফর ভাইয়া আরো অনেকের সাথে কথা হলো।
পার্ট----১
পরবর্তী পোস্টে আরও লিখবো।ইনশাআল্লাহ
চোখ রাখুন নিজের বলার মত একটা গল্প গ্রুপে
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ১০৬
Date:- ১০/০১/২০২০ ইং
রহিমা শিমু,
৩য় ব্যাচ।
কমিউনিটি ভলান্টিয়ার
জেলা :খুলনা।
রেজিষ্ট্রেশন নাম্বার -১৪০৫
রক্তের গ্রুপ -বি পজিটিভ।