সম্মেলন সম্পর্কে আমার অনুভূতি প্রকাশ
“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
“আসসালামু আলাইকুম”
সম্মেলন সম্পর্কে আমার অনুভূতি প্রকাশ
গত দুমাস ধরে সম্মেলন এর ব্যাপারে বেপক উৎসাহ আর উদ্দিপনায় আমার কুমিল্লার জেলার ভাইদের ও মতিঝিল টিমের ভাইদের সাথে সম্মিলিত ভাবে কাজ করতেছিলাম। এবং ডিসেম্বর এর ১১ তারিখ কুমিল্লা মিটআপে সম্মেলন কি ভাবে সফল করা জায় সেই ব্যাপারে আলোচনা করি। চার তারিখের সম্মেলনের জন্য স্যার এর ঘোষণা আনুযায়ী রক্ত দেওয়ার জন্য অধির আগ্রহে অপেক্ষা করতে থাকি। আমার অফিসের কাজে দিনাজপুরের বিরামপুর, দিনাজপুর, রংপুর, সফরে বিরামপুর এর নিগার সুলতানা আপুর সাথে প্রোগ্রামের ব্যাপারে বিভিন্ন পরামর্শ করি, দিনাজপুর মিটআপে যোগদান করি, মিটআপে তাদের সাথে কথা দেই ৪ তারিখ প্রোগ্রামে দেখা হবে। রংপুর সফরে রংপুরের এম্বাসাডর জুতিস রায় জয়, জাকারিয়া ভাই তাদের সাথে দেখা হয় চা আড্ডা হয় প্রোগ্রামের ব্যাপারে বিভিন্ন পরামর্শ করে আমার সাথে কি ভাবে আসলে ভালো হয়, তারপর আসি বগুড়ায় অফিসের কাজে, এখানে দেখা হয় আমাদের দিলদার ভাই, সারেয়ার ভাই এর সাথে তাদের সাথেও ৪ তারিখ প্রোগ্রামের ব্যাপারে বিভিন্ন আকোচনা হয় পরিচিত হই
আরো বিভিন্ন জেলার ভাই ও বোনদের সাথে মেসেঞ্জারে কথা হয় দেখা হবে সম্মেলনে। কিন্তু খুবই দুঃখের বিষয় আপনারা সবায় জানেন আমার আম্মা ইন্তেকাল করেন সম্মেলনের ৪ দিন আগে। আমার আম্মার কুলখানি করি ৫ তারিখ ( সম্মেলনের পরেরদিন) আমার এত চেস্টা, শত ইচ্ছা থাকার পরও থাকতে পারলাম না ৪ তারিখ এর মহা সম্মেলনে। ৪ জানুয়ারী যখন আমি বাজার করায় বেস্ত আমার আম্মার কুলখানি এর জন্য একফাকে আমি utv live ডুকলাম তখন আমার আজরে কান্না চলে আসছে, আমি ভরা বাজারে কান্না থামাতে পারতেছিলাম তখন আমার ফুফা ছিল আমার সাথে বল্লো বাবা তুমি হঠাৎ করে কেন এভাবে কান্না করতেছো, আমি বল্লাম ফুফা আমি আজ এমন একটা প্রোগরাম মিস করতেছি যার জন্য আমি অধির আগ্রহে অপেক্ষা করতেছিলাম দুমাস ধরে, যে গুরুপ আমাকে দিয়েছে নতুন জিবন, নতুন উদ্দিপনা, হতাশা থেকে মুক্তির দিশারি, দেখিয়েছে আলোর পথ। ফুফা বল্লো বাবা তুমি ধৈর্য দর আল্লাহ তুমাকে এর প্রতিধান দেবে। সারাটাদিন আমার খুবই খারাপ কেটেছে যখনই লাইভ দেখতেচাই তখনই আমার কান্না চলে আসে।
আপনারা জেনে খুশি হবেন ফুফা আমার আচরনে খুশি হয়ে। এবং আমার বিভিন্ন বিজনেস অভিজ্ঞতা শুনে বল্লো বাবা তুমি যে কোন ব্যাবসা কর আমি তুমাকে ফান্ডিং করবো তুমি নিশ্চিতায় এগিয়ে যেতে পারো তুমার পাশে আছি আমি।
বিঃদ্রঃ- অনুগ্রহ পূর্বক ভুলগুলো কমেন্টে মন্তব্য করুন।
পেশাঃ মেডিকেল ইকুইপমেন্ট ( কোম্পানির জেনারেল ম্যানাজার) মানে চাকরি। তবে দোয়া করবেন যাতে চাকরি না করে চাকরি দিতে পারি। উদ্দোক্তা হওয়ার সপ্ন নিয়ে এগিয়ে চলেছি দুর্বার গতিতে। সফল হবই ইনশাআল্লাহ।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ১০৭
Date:- ১১/০১/২০২০ ইং
নামঃ গোলাম মহিউদ্দিন ওয়ায়েস করনি
ব্যাচঃ সপ্তম
জেলাঃ কুমিল্লা
বর্তমান অবস্থানঃ ঢাকা।
রেজিষ্ট্রেশন নাম্বারঃ ১৩৪০
আলাপনিঃ 01920422035
‘নিজের বলার মতো একটা গল্প'