আমার নিজের একটা আইডিয়া
আসসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমার নিজের একটা আইডিয়া শেয়ার করবো আপনাদের সাথে।
আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমার ব্যবসায় এর প্রতি আগ্রহ ছিল অনেক বেশি। যখন আমি নবম শ্রেণিতে পরি তখন ও আমি টুক টাক ব্যবসায় করতাম। আমি প্রতি সপ্তাহে শুক্রবার টা কে কাজে লাগাতাম।
আমাদের এলাকায় মৌসুমি কিছু ফল এবং সবজী পাওয়া যেতো অনেক বেশি। আমাদের গ্রামে মিষ্টি কুমরা অনেক ভালো ফলন হতো। একটা সময় কৃষক এই মিষ্টি কুমরা জমিতেই এক সাথে বিক্রি করে দিতো।
আমি তখন যে সকল কৃষক এর সাথে ভালো সম্পর্ক ছিলো তাদের মিষ্টি কুমরা সম্পূর্ন জমি ক্রয় করে নিতাম চুক্তির মাধ্যমে। উনাদের কিছু টাকা বায়না করতাম বাকি টাকা দিতাম যে দিন মিষ্টি কুমার নিয়ে জাবো সেই দিন।
তার পর আমি আমাদের স্থানীয় পাইকার দের সাথে চুক্তি করে আমার ঐ মিষ্টি কুমার জমিতে নিয়ে যেতাম। এবং আমার কুমরা গুলো উনাদের কাছে বিক্রি করে দিতাম। উনারা টাকা দিয়ে সম্পূর্ণ মিষ্টি কুমার এক দিনে গাড়ী বুঝাই করে ঢাকা নিয়ে আসতো।
তখন কার ঐ সময় টাতে আমার ভালো একটা এমাউন্টও লাভ হতো যা দিয়ে আমি সারা বছর আমার লেখাপড়া খরচ এবং হাত খরচ হয়ে যেতো।
আমার সম বয়সী বন্ধু রা চলতো বাবার টাকায় আর আমি তখন চলতাম আমার নিজের ইনকাম এর টাকায়।
এই ঘটনা টা শেয়ার করার কারোন হলো বাংলাদেশ প্রতি টা জেলায় মৌসুমি কিছু ফল এবং সবজি জন্মে যার চাহিদা থাকে অনেক। এমন সকল পন্য কে নিয়ে কাজ করতে পারেন তরুণ সমাজ। যারা ছাত্র শুক্রবার টা কাজে লাগিয়ে আপনার হাত খরচ টা ইনকাম করতে পারেন।
যারা মিডেল ক্লাস ফ্যামিলির সন্তান তাদের জন্য এটা অনেক উপকারি হবে।
সকলে ভালো থাকবেন।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ১১০
Date:- ১৪/০১/২০২০ ইং
মোহাম্মদ রোমান।
ব্যাচঃ তৃতীয়।
রেজিঃ৫৯২৩।
জেলাঃকুমিল্লা.।
বর্তমান অবস্থান (ঢাকা)।
পেশায়ঃব্যবসায়িক।
প্রতিষ্ঠানঃ এম.বি.আর.অটোস।
মোবাইলঃ 01821728126.