৭০০ তম দিনের অনুভূতি প্রকাশ
আসসালামু আলাইকুম,
ভালবাসার পরিবারে প্রিয় মানুষ গুলো
সবাই কেমন আছেন?
আশাকরি সবাই ভাল আছেন, আমি ও আলহামদুলিল্লাহ চমৎকার ভাল আছি,
ভাল না থেকে কি পারা যায়, যে ভালোবাসা প্রিয় নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ভাই বোনদের থেকে পাচ্ছি এই ভালোবাসার অনুভূতি অসাধারণ, আপনাদের ভালবাসায় আমি সিক্ত,
✍️✍️আজ আপনাদের সামনে আমি ৭০০ স্টেটাস অফ দা ডের অনুভূতি প্রকাশ করব, সেই সাথে বলব স্ট্যাটাস হলে কি পাওয়া যায়,
দেখতে দেখতে ৬০০ থেকে ৭০০ তম দিন চলে আসল, ৬০০ তম দিনের স্ট্যাটাস অফ দ্যা ডের মধ্যে আমি ও ছিলাম একজন সোড,
এই সোড হওয়ার অনুভূতি বলে প্রকাশ করার মত না,
কে কে ছিল ৬০০তম দিনের সোড নিচের লিংকে গিয়ে দেখে আসতে পারেন,
https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1360178944453458/
✍️✍️আমি একজন চোপচাপ স্বভাবের মানুষ ছিলাম, এফ বি তে পোস্ট করা ছবি দেওয়া ভাল লাগতো না, ভাল লাগতো না বললে ভুল হবে ভয়ে ছবি পোস্ট করতাম না,
ভয় পেতাম কে কি মন্তব্য করে, খারাপ মন্তব্য করবে ধারনা ছিল, তাই পোস্ট করতাম না,
প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যারের অনুপ্রেরণা মূলক পোস্ট গুলো পড়ে অনেক সাহস করে বারতম ব্যাচের শুরুতে একটি গল্পসহ পরিচিতি পোস্ট করি, আর সেই পোস্টটি সোড হয়,
আর সেই পোস্টটি তে একটাও বাজে মন্তব্য করে নি কেউ, এই বিষয়টি আমাকে পাল্টে যেথে ব্যাপক ভূমিকা পালন করে,
সেই প্রথমে সোড হওয়ার মাধ্যমে লিখার আগ্রহ আসে আমার মধ্যে,
আগ্রহ আসে ছবি পোস্ট করা ফেসবুকের মধ্যে,
আস্তে আস্তে এক্টিভ হতে থাকি ভালবাসার এই পরিবারে,
এপর্যন্ত আমি অনেকবারই সোড হয়েছি,
প্রত্যেকবার সোড হওয়ার সাথে আমার নিজের পরিবর্তন লক্ষ্য করেছি, পাল্টে গেছি অল্প অল্প করে,
সব চেয়ে বড় পরিবর্তন যেটা হয়েছে সেটা হল,
কারো পোস্ট কপি না করা, ভালবাসার এই পরিবারে যুক্ত হবার আগে, কোন পোস্ট বা লিখা যদি ভালো লাগতো কপি করতাম,
কিন্তূ যখন থেকে এই ভালোবাসার পরিবারে যুক্ত হয়েছি এবং লিখতে শুরু করেছি তারপর থেকে কপি করব তো দূরের কথা চিন্তা ও করিনি কখনো,
দ্বীতীয় মে পরিবর্তন হয় সেটা হল কথা বলার জরতা কাটানোর ভিডিও সেশন করা,
যে আমি ছবি পোস্ট করতে ভয় পেতাম সোড হওয়ার মাধ্যমে প্রিয় ভাই বোনদের অনুপ্রেরণা মূলক কমেন্ট পেয়ে ভিডিও সেশন করতে সাহস করে ফেলি, আমার এখন ও মনে পরে প্রথম ভিডিও আপলোড করার পর প্রায় ৩০ মিনিট হাত পা কাঁপতে ছিল,
ভিডিও আপলোড করার পর যখন কাঁপা কাঁপি বন্ধ হল তখন ভাবলাম ভিডিওটি ডিলেট করে দিব, কিন্তূ সমস্যা হল গ্ৰুপে নতুন হওয়াতে কোথায় ভিডিও পাব সেটা ও খুঁজে পাচ্ছি না,
এরি মধ্যে ভিডিও তে কমেন্ট আশা শুরু করল,
সব পজেটিভ কমেন্ট,
সব পজেটিভ কমেন্ট হওয়াতে ডিলেট করার সিদ্ধান্ত পরিবর্তন করলাম,
সেই শুরু হয়েছে এখন পর্যন্ত ১০০+ ভিডিও সেশন করে ফেলেছি, আমার এই দুই টি পরিবর্তন আমাকে কতটা পাল্টেছে শুধু তারাই বলতে পারবে যারা বাস্তবে আগে আমাকে দেখেছে এবং এখনও দেখছে,
এই পরিবর্তন শুধু সোড হওয়ার মাধ্যমে হয়েছে,
✍️✍️ স্ট্যাটাস অফ দা ডে হওয়ার মাধ্যমে পাওয়া,
সোড হওয়ার মাধ্যমে যেটা সবচেয়ে বেশি পেয়েছি সেটা হল ভালোবাসা,
এই ভালোবাসার পরিবারের প্রিয় ভাই ও বোনেরা সোড ঘোষণা হওয়ার সাথে সাথে অনেকেই অভিনন্দন জানায় যাদেরকে আমি কখনো জানতাম না চিনতাম না, কেউ ইনবক্সে কেউ কল করে কেউ বা এস এম এসের মাধ্যমে অভিনন্দন জানিয়ে আমাকে তাদের ভালোবাসায় সিক্ত করে,
এই ভালবাসার কোনো তুলনা হয়না,
এই ভালবাসায় আমাকে এগিয়ে যেতে সাহায্য করে,
আমার একটি সোড পোস্টে প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যার কমেন্ট করে আমাকে আরো অনেক বেশি অনুপ্রাণিত করে, সেই অনুভূতি শুধু তারাই উপলব্ধি করতে পারবে যারা সোড হয়েছে এবং প্রিয় স্যারের কমেন্ট পেয়েছে,
এই ভালবাসার ঝৃণ কখনো শোধ করতে পারব না, এভাবেই প্রিয় পরিবারের প্রিয় ভাই বোনদের ভালবাসায় সিক্ত হতে চাই আজীবন।
✍️✍️স্ট্যাটাস অফ দ্যা ডে হলে তা বৃদ্ধি পায়।
স্ট্যাটাস অফ দা ডে হওয়ার কারণে আমার অ্যাক্টিভিটি বৃদ্ধি পায়,
টুকটাক লিখার আগ্রহ ও বাড়ে,
আস্তে আস্তে গ্রুপের প্রতি ভালোবাসা বাড়ে,
বাড়ে প্রিয় ভাই ও বোনদের প্রতি ভালোবাসা, সবাইকে খুব আপন মনে হয়,
প্রিয় স্যারের সেশন গুলো পড়ে কি শিক্ষা গ্রহণ করতে পেরেছি সেগুলো শিখার আগ্ৰহ বৃদ্ধি পায়,
কোন কিছু শুরু করার অনুপ্রেরণা যোগায়,
বেড়ে যায় প্রিয় প্ল্যাটফর্ম নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের প্রতি প্রেম,
এই প্রেম কখনো শেষ হবে না এই ভালোবাসার কোন তুলনা হয় না,
আমি এখন ফেসবুকে যত টা সময় ব্যয় করি তার পুরো টা সময় নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনে,
ভালোবাসার এই ফাউন্ডেশনে আমি অধমের দেবার মতো কিছু নেই,
নেওয়ার মতো অনেক কিছু আছে,
এত এত ভাই-বোনদের সাথে পরিচিত হচ্ছি,
যারা আসলেই অনেক ভালো মানুষ এবং সুন্দর মনের মানুষ,
অনুভূতি কখনো বলে শেষ করা যাবে না,
লিখে শেষ করা যাবে না, মনের গহীনে এই নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন জায়গা করে নিয়েছে, ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর সাথে থাকব,
অনেক অনেক কৃতজ্ঞ ও অবিরাম ভালবাসা প্রিয় Iqbal Bahar Zahid স্যারের প্রতি,
ভালোবাসা অন্তহীন ভালবাসার প্ল্যাটফর্মের সকল ভাই ও বোনদের প্রতি,
সেই সাথে চির কৃতজ্ঞ সোড সিলেক্ট বোডের সকল সদস্য সদস্যাদের প্রতি তারা আমার মত অধমের লিখাকে মুল্যায়ন করেছেন,
কৃতজ্ঞ প্রিয় Md Iqbal Hossain ভাইয়ের প্রতি,
প্রতিদিন সোড পোস্ট ঘোষণা করে আমাদের এত ভালবাসায় সিক্ত করার জন্য,
✍️✍️সব শেষে সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা লাইক কমেন্ট করে আমার পাশে থাকেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল অবিরাম।
আমাদের সবার প্রিয় শিক্ষক লাখ তরুণের স্বপ্ন দ্রষ্টা আমাদের আইডল ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা ব্যাক্ত করছি, প্রিয় স্যারের দীর্ঘায়ু কামনা করছি, দোয়া করি আমাদের প্রিয় স্যার আমাদের মাঝে হাজার বছর বেঁচে থাকুক আমিন,
প্রিয় প্ল্যাটফর্মের সবাই যে যেখানেই থাকুন ভাল থাকুন সুস্থ থাকুন সবার জন্য দোয়া ও আন্তরিক ভালবাসা রইল,
সবার দোয়া ও ভালবাসা প্রত্যাশী,
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭০০
Date:- ১৮/১২/২০২১ ইং
মোঃ আনোয়ারুল ইসলাম জুয়েল।
কমিউনিটি ভলান্টিয়ার।
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন।
ব্যাচ 12
রেজিঃ নং 37168
থানা মাধবপুর।
জেলা হবিগঞ্জ।
বর্তমান রিয়াদ সৌদি আরব।