স্ট্যাটাস অফ দ্যা ডে 700 তম দিনের অনুভূতি প্রকাশঃ
🇧🇩_____ #বিসমিল্লাহির_রাহমানির_রাহিম _______🇧🇩
#স্টেটাস_অফ_দা_ডে_700_তম_দিনের_অনুভূতি_প্রকাশঃ
🌹আসসালামুয়ালাইকুম,,
শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে যিনি আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন এবং জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আসুন নতুন একটি দিনের শুরু যেহেতু হয়েছে আরেকটি নতুন সূর্য দেখার সুযোগ পেয়েছি মন খুলে একবার সেই রবের প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আমি,ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর প্রাণপ্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি। যিনি আমাদেরকে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম উপহার দিয়েছেন ।যেখানে নিজেকে একজন ভাল মানুষ হিসেবে পরিচিত করার সুযোগ পেয়েছি। হাজারো ভালো মানুষের সঙ্গ পেয়ে যাচ্ছি প্রতিনিয়ত।
প্রতিটি মানুষেরই কিছু কিছু ভালো লাগা গুলো খুবই রহস্যময়, আর কিছু কিছু মানুষ এই রহস্যময় ভালো লাগার মায়ায় জালে স্বয়ংক্রিয়ভাবে আটকে যায়, হাজার চেষ্টা করেও এর বলয় থেকে বেরিয়ে আসতে পারে না। এই রহস্যময় জগতে এখনো আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে জড়িয়েছি ভালবাসার বন্ধনে। মন থেকে এখন আমি নিজের বলার মতো একটা গল্প এ যেন এক ভালমানুষের মিলন মেলা খুঁজে পাই ,তাই নিজের ভিতর আবেগ গুলো খুব বেশি পরিমাণে মনে পড়ে সবার ভালবাসায়। মাঝে মাঝে আকাশ কুসুম ভাবি । অসম্ভব কে সম্ভবপর ভেবে একধরনের রহস্যময় অসম্পূর্ণ ভালো লাগা বোধ অনুভব করি, আবার পরক্ষনে খুব খারাপ লাগে কারণ তা অসম্পূর্ণ থেকে যায় নিয়মিত না লেখার কারণে পরাধীন কর্মস্থানে কাজ করে গ্রুপ এ নিয়মিত সময় না দেওয়ার কারণে। কিন্তু সবার ভালো মানুষের পরিচর্যা করতে দেখে এই সব ভাবনা গুলো এত বেশী আবেগ তাড়িত করে আমাকে সব নিয়মনীতির ঊর্ধ্বে নিয়ে যায়। নিজের ভিতর অদ্ভুত এক অদৃশ্য সুখ অনুভব করি। তবে এর ব্যাপ্তি ক্ষণস্থায়ী হয়। যখন এই ঘোর কেটে যায় তখন বোধোদয় হয়, সব কিছুই আমার জীবনের অর্থহীন, যে কেন আমি আরো আগে থেকেই এই ভালো ভালো মানুষের দেখা পেলাম না। কিন্তু এতসব কিছুর পরেও নিজের ভিতর শূন্যতা গুলো বারবার ডেকে আনে ঐসব অসম্পূর্ণ অনুভূতি গুলো কে, শূন্যতা দূর করতে। নিজের ভিতর প্রচণ্ড পরিমাণে হাহাকার সৃষ্টি হয়। নিজের অজান্তেই নিজেই হয়ত কিছুর সংস্পর্শের অভাববোদ করি। কি রকম একটা অতৃপ্তি বিরাজ করে।এখন আমার নিজের একজন ভালো মানুষ নিয়ে ভাবা উচিত।
#SOD অর্থাৎ স্টাটার্স অব দ্যা ডে। নির্বাচন কমিটির আজ ৭০০ তম দিন। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি Md Iqbal Hossain ভাইয়া সহ যারা খুবই গুরুত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা অনেকেই আছি একটা পোস্ট অনেক সময় ঠিক মতো মনোযোগ দিয়ে পড়তে পারিনা বা পুরোটা পড়িনা ।না পড়েই ধুমধাম কমেন্ট করে ফেলি। কিন্তু প্রতিদিন হাজারো কষ্টের মাঝে থেকে আমাদের পোষ্ট গুলোকে প্রতি গুরুত্ব দিয়ে পড়ে স্ট্যাটাস স্ট্যাটাস অফ দা ডে , ঘোষণা করে আসছেন দীর্ঘ দিন ধরে। এটা শুধু নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর অবদান।মনে হয়না পৃথিবীতে অন্য কোন ক্ষেত্রে এত গুরুত্ব দিয়ে আমাদের মত ক্ষুদ্র লেখকদের লেখাগুলো পড়া হয় । আমি মনে করি যারা প্রতিনিয়ত আমাদের লেখা গুলো পড়ে স্ট্যাটাস অফ দা ডে করেন এরাই আমাদের স্যারের প্রকৃত সৈনিক । আমাদের প্রিয় স্যারের আদর্শে গড়া সৈনিক। আমি গর্ববোধ করি এমন একটি পরিবারের একজন ক্ষুদ্র সদস্য হতে পেরে।
এবং SOD হওয়ার জন্য বা গ্রুপকে ভালোবেসে নিজের প্রতিভা বিকাশের লক্ষ্যে যারা প্রতিনিয়ত লিখে যাচ্ছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক দোয়া।আসলে সোড হওয়ার এ অনুভূতি এক অন্যরকম অনুভূতি। সেটা যারা একবার নির্বাচিত হয়েছেন তারা এই উপলব্ধি করতে পারেন।আমাদের প্রিয় অভিভাবক জনাব, Iqbal Bahar Zahid স্যার স্যালুট আপনাকে।
আবার কেউ জীবনের সমস্ত কষ্ট দুঃখ বুকে ধারণ করেই যুগের পর যুগ পার করে দিচ্ছে। না পারে কাউকে বলতে না পারি সইতে।আমার জীবনেও এমন অনেক গল্প ছিল যা কখনো কাউকে বলা হয়নি বা বলার সুযোগ পাইনি বা বললেও কেউ গুরুত্ব দিয়ে শুনিনি। যা আমি শুধু একমাত্র এই ভালবাসার নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মাধ্যমে প্রকাশ করতে পেরেছি। সারাদিন পরাধীন কর্মব্যস্ততার মাঝে কখনো কখনো সুযোগ হয় না এভাবে মোবাইল নিয়ে পড়ে থাকার। যখন করোনা মহামারী দেখা দিল সারাক্ষণ বাসায় বন্দি হয়ে গেলাম। ঠিক তখনই খুঁজে পেলাম নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন। প্রথম দিকে গুরুত্ব দেয়নি। ভেবেছি এত গল্প বলার বা শোনার সময় আমার নেই বিদেশের মাটিতে।কিন্তু আস্তে আস্তে সকলের পোস্ট এবং স্যারের সেশনগুলো দেখে এই ফাউন্ডেশন এর প্রতি দিন দিন আসক্ত হয়ে পড়ি। একদিন নিজের বলার মতো একটা গল্প গ্রুপের ফরিদপুর জেলা কতৃক আয়োজিত একটা মিটআপে আমাদের এক ভাই বলছিল আজ আমি কমিউনিটি ভলান্টিয়ার হয়েছি স্ট্যাটাস অফ দা ডে নির্বাচন হওয়ার মাধ্যমে। পোস্টে লেখা দেখতাম কমিউনিটি ভলান্টিয়ার। কিন্তু তখন ও জানিনা কিভাবে কমিউনিটি ভলান্টিয়ার হওয়া যায়?কিন্তু ঐ ভাইয়ের কথা শুনে আমি স্বপ্ন দেখলাম, আমাকে ও কমিউনিটি ভলান্টিয়ার হতে হবে এবং স্ট্যাটাস অফ দা ডে হওয়ার মত আমার জীবনে অনেক গল্প আছে সেগুলো থেকে একে একে গল্প লেখা শুরু করলাম Amir Foysal Musafir ভাইয়া & Mmc Rajib Islam ভাইয়ের উৎসাহ পেয়ে। প্রথম গল্পটা স্ট্যাটাস অফ দা ডে হলো না😥।তাতে কিন্তু আমি থেমে নেই । কিছু দিন পর আবার লিখলাম আরেকটা গল্প ।সেটা হলো এই গ্রুপে ওটাই ছিল আমার সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন। সেই তারিখটা ছিলো ০৫/১১/২০২০ইং।আমার সেই লেখাতে পোস্টটি পড়ে অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছিল যা দেখে মনটা ভরে গেল অনেকেই লিখেছিল আজকের আপনার এই পোস্টটি স্ট্যাটাস অফ দা ডে হবে। সারা দিন আশায় আশায় সময় গুনছি কখন পাবো রেজাল্ট কিন্তু রাতে যখন #NRB_Kuwait মেসেঞ্জারে এবং #ফরিদপুর_জেলা মেসেঞ্জারে দেখি সবাই মিলে আমাকে অভিনন্দন জানাচ্ছে তখন সেই অনুভূতি আমি কাগজে কলমে লিখে বুঝাতে পারবো না, খোঁজাখুঁজি শুরু করলাম কোথায় রেজাল্ট আমি বুঝতে পারিনি কিভাবে স্ট্যাটাস অফ দা ডে পোস্ট খুঁজে পাবো তাও জানিনা। সকালবেলা আমি দেখি শুধু নোটিফিকেশন চেক করে দেখি শুধু অভিনন্দন আর অভিনন্দন। আমি যখন ২০০০ সালে আমি এসএসসি পাস করি । সেদিনও মনে হয় আমি এতটা খুশি হইনি। আমি সেদিনের অনুভূতিটা কি হয়েছিল তা ভাষায় প্রকাশ করতে পারবো না ।হঠাৎ আমার চোখে জল এসে পরলো। আমি সাথে সাথেই Jahangir Khan ভাইয়াকে মেসেজ দিলাম ভাইয়া আমিতো কমিউনিটি ভলান্টিয়ার হয়েছি। আজ আমি অনেক খুশি। ভাইয়া ও আমাকে অভিনন্দন জানালো এবং Imrul Kawser Sogeb ভাইয়া আমাকে কমিউনিটি ভলান্টিয়ার (02) মেসেঞ্জার গ্রুপে যুক্ত করে দিল সেখানেও দেখি সবাই আমাকে অভিনন্দন জানাচ্ছে।এ অনুভূতি তারাই বুঝবে যারা প্রথমবার স্টেটাস অফ দা ডে নির্বাচিত হয়েছেন।এরপর শুরু হলো নতুন পথ চলা কমিউনিটি ভলান্টিয়ার মানেই আমাদের স্যার বলেন গ্রুপের প্রাণ এবং কমিউনিটি ভলেন্টিয়ারদের প্রিয় স্যার মাঝমাঠের খেলোয়ার বলেও আখ্যায়িত করেন। ভলেন্টিয়ারিং কাজ করতে বরাবরই আমার খুবই ভালো লাগে। এভাবে আস্তে আস্তে গ্রুপের প্রতি আরো বেশি ভালোলাগা তৈরি হয় লেখার অভ্যাস টা অব্যাহত রাখি। এছাড়াও আমিও আরো দুইবার বার স্টেটাস অফ দা ডে নির্বাচিত হলেও আরেকটা দিনের কথা আমার স্মরণীয় হয়ে থাকবে ।সেটা ছিল আমার ০৯ এবং ১০/১১/২০২১ইঃ পরপর দুইবার স্ট্যাটাস অফ দা ডে, SOD নির্বাচিত হলাম অনেক আনন্দ পেলাম।
আপনারা অনেকেই অনেক বার হয়ত হয়েছেন।আবার কেউ কেউ হওয়ার জন্য লেখার চেষ্টা করছেন। আসলে আমাদের স্যারের লক্ষ্য আমাদের ভেতরের প্রতিভাকে বের করে নিয়ে আসা।এখান থেকে কেউ কেউ হবেন পেশাদার কনটেন্ট রাইটার।তাই এই অসাধারণ সুযোগ আমি কাজে লাগানোর চেষ্টা করছি। আপনারা সব সময় আমার লেখা গুলো মনোযোগ দিয়ে পড়েছেন উৎসাহ দিয়েছেন সেই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আমার লেখাগুলো থেকে কেউ যদি একটুও অনুপ্রেরিত হয়ে থাকে উপকৃত হয়ে থাকে বা কোন শিক্ষনীয় কিছু গ্রহণ করে থাকে তাহলে আমার লেখাগুলো সার্থকতা খুঁজে পাবে।সেইসাথে আমি আমার সুখ দুঃখ কষ্ট বেদনা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি এবং পারছি এটাই আমার কাছে অনেক কিছু। সব সময় হতাশা আর মনে কষ্ট নিয়ে পড়ে থাকা একটি প্রবাসী ছেলে আজকে আপনাদের সাথে হাসিখুশি থাকতে পারছি মিলেমিশে ভলেন্টিয়ারিং কাজ করতে পারছি এটা আমার অনেক পাওয়া পরাপর দুইবার স্ট্যাটাস অফ দা ডে হয়েছে অনেক খুশি হয়েছি। এক সপ্তাহে দুইবার স্ট্যাটাস অব দ্যা ডে হয়েছি এই অনুভূতিগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না। কিছু অনুভূতি আছে শুধু অনুভব করা যায় কিন্তু অন্যকে বোঝানো যায় না যতক্ষণ পর্যন্ত সে নিজে সেটা উপভোগ না করে।তাই যারা বারবার স্ট্যাটাস অফ দ্য ডে হয়েছেন তারাই বুঝবেন আমার এই অনুভূতিগুলো। স্ট্যাটাস অব দ্যা ডে লেখার জন্য পুরনো দিনের অনেক স্মৃতি কে সামনে তুলে এনেছি ।কখনো কেঁদেছি আবার কখনো ভালোলাগা অনুভূতিগুলো পুনরায় হাসিয়েছে।যখন লেখি মনে মনে ভাবি আসলে জীবনের অনেক কথাই অপ্রকাশিত ছিল যা কখনো কাউকে বলতে পারেনি ।আপনাদের সাথে মনের অবলীলায় তা বলে যাচ্ছি বলতে পারছি। এবং আমার লেখাগুলি আপনারা নিয়মিত কষ্ট করে পড়ে যাচ্ছেন। আর আমাদের স্ট্যাটাস অফ দা ডে নির্বাচন কমিটি তাদের অক্লান্ত পরিশ্রম দ্বারা আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। সবচেয়ে যেটা ভেবে বেশি ভালো লাগে সেটা হলো দেশের ৬৪ জেলার সদস্য আমার লেখাটা পড়ছে শুধু তাই নয় বিশ্বের ৫০ টি দেশে আমার প্রবাসী ভাই ও বোনেরা আমার লেখা পড়ছে। আরেকটা অনুভূতি কাজ করে @Iqbal Hossain ভাই স্ট্যাটাস অফ দা ডে ঘোষণা করবেন।যেমন ঈদের নতুন চাঁদ দেখার জন্য আমরা অধীর আগ্রহে থাকি ঠিক তেমনই সেই পোষ্টের জন্য অপেক্ষার পালা।এরপর যখন দেখি আমি স্ট্যাটাস অব দ্যা ডে নির্বাচিত হয়েছি। ওহ সেকি আনন্দ!! এটাতো বুঝানো খুবই মুশকিল। আমাদের প্রিয় মেন্টর বলেন প্রবাসীরাই হচ্ছেন আমাদের বাংলাদেশের অক্সিজেন। একমাত্র নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে এ আমাদের সম মর্যাদা দিয়ে যাচ্ছে প্রতি ক্ষেত্রেই। স্টাটাস অব দ্যা ডে একজন প্রবাসী জীবন গল্প কে নির্বাচন করা হয়। এছাড়াও প্রতিটি প্রবাসীকে আমাদের স্যার সর্বোচ্চ মর্যাদা দিয়ে থাকেন ।যাই লেখি যত টুকু লেখি কেউ হেয় করার মত কোন কমেন্ট করে না।সবাই উৎসাহ দিয়ে আমাদের কে সাহস যোগায়। আমাদের ভেতর একটা শক্তি তৈরি হয় আমরা পারব। অনেক বছর পর লেখতে শুরু করেছি এই ধারা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।এই শক্তি একদিন আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ।#700 দিন যারা কষ্ট করছেন বা আগামী তেও করবেন তাদের কষ্ট বৃথা যেতে দিব না। আমরা প্রস্তুত আগামীর কলম যোদ্ধা হিসেবে সমাজে প্রতিষ্ঠা লাভ করব ইনশাল্লাহ। এভাবেই নতুন এক বাংলাদেশে এক ইকবাল বাহার থেকে তৈরি হবে লক্ষ ইকবাল বাহার ইনশাআল্লাহ। রচিত হবে নতুন ইতিহাস । আমাদের জ্ঞানের ভান্ডার ছড়িয়ে পড়বে বিশ্ব দরবারে এই প্রত্যাশা নিয়ে লেখা অব্যাহত রাখব ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আর বরাবরের মতই আমার লেখা পড়ে লাইক কমেন্ট করবেন ।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে ❣️।।
( 600 তম স্ট্যাটাস অফ দা ডে থেকে ৬৯৯ দিন পর্যন্ত
আমার SOD দুইবার স্ট্যাটাস অফ দা ডে লিংক নিচে দিয়ে দিলাম)
1.https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1444825799322105/
2.https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1446202149184470/
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭০০
Date:- ১৮/১২/২০২১ ইং
🤵নামঃমেহেদী হাসান
⚛️গ্রুপঃনিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন।
🎀 কমিনিউটি ভযলেন্টিয়ার।
✍️রেজিস্ট্রেশনঃ ১০২৮১
💉ব্লাড গ্রুপঃ (o+)
👮ব্যাচঃ নবম
🛣️থানাঃ নগর কান্দা।
🌐নিজ জেলাঃ ফরিদপুর।
🇰🇼বর্তমানঃ কুয়েত
📱মোবাঃ+৯৬৫-৬৯৯৭৬১২৬
📧 ইমেইলঃ mahadi.kwkw@gmail.com