☘️SOD অর্থ হচ্ছে "স্ট্যাটাস অফ দ্যা ডে "☘️
বিসমিল্লাহির রাহমানির রাহিম
--------- আসসালামু আলাইকুম
ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু ---------------
💥 ৭০০ তম দিনে "স্ট্যাটাস অফ দ্য ডে " হওয়ার অনুভূতি প্রকাশ 💥
শুরু করছি মহান আল্লাহ তায়ালার নামে যিনি আমাদেরকে একটি সুন্দর পৃথিবী দিয়েছেন, নানান রকম প্রতিকূলতার মধ্যে আমাদেরকে হায়াত দান করে বাঁচিয়ে রেখেছেন। কোটি কোটি কৃতজ্ঞতা সেই মহান স্রষ্টা কে।
❤️পর পর পর্যায়ক্রমে #৪বার " স্ট্যাটাস অফ দ্যা ডে " নির্বাচিত হওয়ার অনুভূতি ❤️
🌿 আমার প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি এই প্ল্যাটফর্ম তৈরি করেছেন এবং আমাদেরকে বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।
যার অনুপ্রেরণায় এমন একটি বয়সে এসেও নানান রকমের স্বপ্ন দেখছি এবং সে স্বপ্ন ধরে এগিয়ে যাচ্ছি।
তার মধ্যে SOD হওয়ার জন্য যে একটি লেখা সেটি একটি অনুপ্রেরণা মূলক কাজ । যেটা থেকে মানুষ নিজের লেখার অভ্যাস করতে পারে ও SOD হয়ে নিজের আত্মবিশ্বাস ফিরে পেতে পারে ।
☘️SOD অর্থ হচ্ছে "স্ট্যাটাস অফ দ্যা ডে "☘️
🌿 প্রিয় মেন্টর নানান রকম ভাবে আমাদেরকে যেমন শিক্ষা দিয়ে যাচ্ছেন তেমনই দিয়ে যাচ্ছেন নানান ধরনের আনন্দও ।
আসলে যে কোন কাজই করতে হয় আনন্দের সাথে, আনন্দ না থাকলে সেই কাজটা পরিপূর্ণতা পায় না ।
🌿 কিভাবে লেখা শুরু করলাম সেটা বলার আগে
আমি একবার কৃতজ্ঞতা জানাতে চাই এই গ্রুপের স্টেটাস অফ দা ডে হওয়ার পেছনে যে সকল মানুষ কাজ করে যাচ্ছেন নিরন্তরভাবে, আমাদের লেখাগুলা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে, তারা মনোনীত করে তবেই রেজাল্ট দিচ্ছেন। শত শত লেখার মাঝে সেরা লেখাটিকে বেছে আনছেন l অসংখ্য ধন্যবাদ সেই সকল ভাই-বোনদের ও অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি Md Iqbal Hossain ভাইয়ের প্রতি যিনি নীরবে "স্টেটাস অফ দা ডে" এর জন্য প্রতিদিনের কাজ করে যাচ্ছেন।
🌿এবার আসি আমি কিভাবে লেখা শুরু করলাম ।
👉একসময় আমি পোস্ট-ই দিতাম না, কারণ নিত্যনতুন কনটেন্ট লিখতে হবে বলে । দিলেও শুধুমাত্র পণ্যের বিক্রয় মূল্য দিয়ে ছেড়ে দিতাম । তাই আমি "সেশন অফ দা ডে" হওয়ার স্বপ্ন দেখি নাই । কিন্তু আমাদের উপজেলা এমবাসেডোরদের একটা টিম আছে যারা আমরা সাপ্তাহিক অনলাইন মিট আপ ও উপজেলা এম্বাসেডর অনলাইন মেগা মিট আপ এর পরিকল্পনা ও পরিচালনা করে থাকি । আমাদের সবার সাথে সম্পর্কটা বেশ গভীর ।
👉এদের মধ্যে কয়েকজন আমাকে খুবই উৎসাহিত করতে থাকে লেখার জন্য তখন আমি আমার মেয়েকে নিয়ে লিখি এবং আমার মেয়ের প্রতি যে অনুভূতি গুলো আছে সেগুলো প্রকাশ করি। তার একটি অংশ প্রথম 15/11/2021 তারিখে পোস্ট দেই, রাতে যখন ইকবাল হোসেন ভাইয়ের পোস্ট দেন তখন দেখতে পাই এক নাম্বারে আমার নামটা ।
👉পরদিন 16/11 /21 মঙ্গলবার আমাদের কাফরুল থানা এম্বাসেডর "জেসমিন আক্তার জুঁই" আপু আমাকে ফোন করে বলে আপু আপনি আজকে হাটবার এটার ওপরে লেখা দিন, আমি সেটাকে গুরুত্ব দেই নাই।
👉দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখি স্যারের একটি পোস্ট গল্পে গল্পে সেল পোস্ট দেওয়ার জন্য ।
স্যারের পোস্টটা দেখে কেমন যেন ভেতর থেকে একটি অনুপ্রেরণা অনুভব করলাম ।
👉লিখতে শুরু করলাম এবং লিখতে লিখতে ঘণ্টাখানেকের মধ্যে একটা লিখে ফেললাম এবং পোস্ট করলাম বিকেল বেলা । ঐদিন রাতে কোন রেজাল্ট দেওয়া হয় নাই । পরদিন দুই দিনের এক সঙ্গে রেজাল্ট দেয়া হয় 17/11 তে । সেখানেও প্রথমে আমার নামটা দেখে বিশ্বাস করতে পারছিলাম না । মাত্র 1 ঘন্টায় লিখে SOD হয়ে গেলাম।
👉 আত্মবিশ্বাস টা বেড়ে গেল। প্রথমদিনের লেখার দ্বিতীয় অংশটা পোস্ট করে দিলাম । 18/11 তারিখেও আবারো SOD হলাম । আমাদের উপজেলা এম্বাসেডর যারা আমাকে অত্যধিক ভালোবাসে আমাকে গ্রুপ কল করে অভিনন্দন জানাতে শুরু করে, সে এক অন্যরকম অনুভূতি এটা ভাষায় বোঝানো সম্ভব নয় ।
👉পরদিন 19/11/21 বিশ্ব নারী উদ্যোক্তা দিবস । সকালের দিকে ছোট করে একটি দিবস সম্পর্কে পোস্ট দিলাম । ওইদিন দুপুরে আহারের পর মোবাইলটা হাতে নিতেই একটা মেসেজ পেলাম আজকের দিনে কিছু লিখে ফেলেন নিজের উদ্যোক্তা জীবন সম্পর্কে ।
👉তখন ঘন্টা দেড়েক সময় নিয়ে নিজের উদ্যোক্তা জীবন সম্পর্কে এই বিশেষ দিনটিতে একটু লিখলাম । দেড় ঘণ্টার মধ্যে । পোস্ট দিলাম ।
👉আমাদের কুষ্টিয়া জেলা সেশন চর্চা শুরু হয় সন্ধ্যা সাড়ে ছয়টায় । আমি একসময় ঢাকার মিরপুরে বাস করতাম সেই জন্য আমি মিরপুরের সেশন চর্চায় মাঝেমাঝে জয়েন করি । কিন্তু বিশ্ব উদ্যোক্তা দিবস" উপলক্ষে সেদিন আমাদের প্রিয় মেন্টরকে সঙ্গে করে একটি প্রোগ্রাম ছিল সেগুনবাগিচা কচিকাঁচার মেলা সম্মেলন কক্ষে "নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন " থেকে । তাই তাদের সেশন চর্চা ক্লাস টা একটু রাতের দিকে শুরু হয় । লিংকটা পেয়ে জয়েন করি সেখানে । ওখানে থাকতে থাকতেই হঠাৎ Jasmine Akther Jui আপু বলে, ও ওয়ারেক্বা আপু আপনি মনে হয় আজকেও SOD হয়েছেন সবাই আপনাকে অভিনন্দন জানাচ্ছে গ্রুপে ।
🌿 এটা গেলো পরপর ক'দিনের ঘটনা 🌿
❤️ 700 তম দিনের
স্ট্যাটাস অফ দ্যা ডে হওয়ার অনুভূতি ❤️
☘️ একদিনও গ্যাপ না দিয়ে পরপর চারবার SOD হওয়াতে তার অনুভূতি প্রকাশ টা ঠিক কিভাবে করব আমি বুঝে উঠতে পারছিলাম না । আমি যেন আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না চোখকে বিশ্বাস করতে পারছিলাম না । এতদিন কিছুই লিখলামনা হঠাৎ লিখে পরপর চার দিন SOD হওয়া ? এটা কি আসলেই সত্যি কথা নাকি , আমি স্বপ্ন দেখছি, কেমন একটা ঘোরের মধ্যে পড়ে গেলাম মনে হল ।
☘️আমি মিরপুরের সেশন চর্চা থেকে বের হয়ে আসি এসে দেখি আমাদের উপজেলা এম্বাসেডর ছেলেরা যারা আমাকে আন্টি ডাকে তারা নিজেরাই লিংক দিয়েছে নিজেরাই লিখে যাচ্ছে অভিনন্দন আন্টি 4 বার পর পর SOD হয়েছে / ওদের মতো করে ওরা লিখে যাচ্ছে । ওদের যদি এত আনন্দ হতে পারে তাহলে আমার অবস্থা কি!
ওদের আনন্দ দেখে আমার চোখে যেন পানি চলে আসছে । যাদের অনুপ্রেরণা ও উৎসাহে আমি লিখলাম এবং এতে যে ওরা এত খুশি, এত আনন্দ পাচ্ছে আমি হয়তো যতটুকু খুশি ও আনন্দ পেতাম তার 100 গুণ বেশি পেয়েছি, তা আমার সাথে আমার সহযাত্রী যারা তারাও আনন্দিত উল্লাস করছে দেখে । কোর-ভলেন্টিয়ার "মাহাবুব ভাই" ও অভিনন্দন জানিয়েছেন ।
☘️ এই প্লাটফর্মটা না থাকলে জানতেই পারতাম না একটি লেখা, শুধু লেখা নয় মনের অনুভূতি, মনের আকুতি, মনের চাওয়া-পাওয়ার বিশ্লেষণ, আবার সেটার ও মূল্যায়ন করা হয় SOD হওয়ার মাধ্যমে।
☘️এই প্লাটফর্মে এসে আমি যে এতো ভালোবাসা পেয়েছি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না । এ অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যায় না । এই অনুভূতির শুধু অনুভব এর ।
☘️আমি অন্য সবাইকেও আহবান করব আপনারা নিজেরাও লিখুন এবং নিজেদের আত্মবিশ্বাস তৈরি করুন । লেখার মাধ্যমে নিজের চিন্তার গতিশীলতা বৃদ্ধি পায় । বুদ্ধিমত্তা ও নিজের কাজের পরিচর্চা হয় । যেকোনো কাজের স্বীকৃতি মানুষকে অনেক আনন্দ ও সাফল্য এবং সাফল্যের দিকে অগ্রসর হওয়ার জন্য উৎসাহিত করে, অনুপ্রাণিত করে তোলে । এই স্বীকৃতি গুলো আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াতে যেন উৎসাহিত করছে আমি বুঝতে পারছি যেন বয়স এখানে আমার কোন বাধা হয়ে দাঁড়াচ্ছে না । আমি আরো দ্বিগুন স্পিডে কাজ করার মত মানসিকতা পাচ্ছি ।
💥আমি নিচে লিঙ্ক দিলাম সবাই একটু পড়ে দেখবেন।
☘আসলে অনেক গ্রুপ আছে অনেক ফাউন্ডেশন আছে কিন্তু তাদের কাছ থেকে এগুলো পাওয়া যায় না । "নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন" এর ভিতরে কি আছে যারা শুধু জয়েন হয়েছেন কিন্তু নির্যাসটুকু নিতে শিখেননি তারা কিছুই জানতে পারবে না । এখানে যেমন অনেক কিছু শেখার আছে তেমন অনেক কিছুর নেয়ার আছে, অনেক কিছু পাওয়ার আছে । সেটা নিজেকেই অর্জন করে নিতে হবে।
আমি এই গ্রুপের সকল উদ্যোক্তাদের আশীর্বাদ করি তারা যেন তাদের জীবনের সফলতার দিকে এগিয়ে যান । আমার এই দীর্ঘ লেখা পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ।
🌿"স্ট্যাটাস অফ দ্যা ডে " এর লেখা গুলো
1
https://m.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1451787875292564/
2
https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1453438328460852/
3
https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1454743201663698/
4
https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1456892211448797/
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭০০
Date:- ১৮/১২/২০২১ ইং
↔️ওয়ারেক্বা বিনতে ওয়ালী
↔️ টপ 20 ক্লাব মেম্বার
↔️ব্যাচ নং ১১
↔️রেজিস্ট্রেশন নং ১৯৩০০
↔️উপজেলা এম্বাসেডর
↔️ভেড়ামারা, কুষ্টিয়া
↔️ পেইজ লিংক
https://www.facebook.com/evergreenbabymomshop