গৌরবময় ইতিহাস সৃষ্টিকারী ফাউন্ডেশন এর স্টেটাস অফ দা ডে(SOD) এর ৭০০ তম দিনে আমার অনুভূতি প্রকাশ....
দেহে বা মনে সংবেদন সৃষ্টি হওয়াকে বলা হয় অনুভূতি। অনুভূতি শারীরিক ও মানসিক দুই ধরনের হয়। স্পর্শের দ্বারা ঠাণ্ডা, গরম কিংবা ব্যাথা, আরামের অনুভব করা শারীরিক অনুভূতির মধ্যে পড়ে। মনের আনন্দ, ব্যাথা-বেদনা, হতাশা, ভালোবাসা ইত্যাদি মানসিক অনুভূতির উদাহরণ।
বিসমিল্লাহির রহমানীর রহিম
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামীনের, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে সৃষ্টি করেছেন।
দুরুদ ও সালাম প্রেরণ করছি, সেই মহামানবের প্রতি যাকে সৃষ্টি না করলে এই আকাশ বাতাস বায়ুমণ্ডল ভূমন্ডল কিছুই সৃষ্টি হতো না।
এবং কৃতজ্ঞতা স্বীকার করছি জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি,যিনি তিলে তিলে গড়ে তুলেছেন নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন যে ফাউন্ডেশনে নিজেকে ভালো মানুষ হিসেবে কিভাবে তৈরি করা যায় সেই চর্চা করানো হচ্ছে এবং নিজের ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা কে প্রকাশ করার জন্য অন্যতম হলো এই প্লাটফর্ম নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন।
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন উদ্যোক্তা তৈরির পাশাপাশি বিভিন্ন স্কিলস এর ওপর প্রশিক্ষণ দিয়ে থাকে
আমি মনে করি লেখালেখির অভ্যাস থাকাটাও একটা স্কিলস আর এই স্কিলস তৈরি হয় লেখালেখির মাধ্যমে। আমি আমার অবস্থান থেকে মনে করে এই স্কিলস আমার ভিতর ছিল না আমি যখন নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনে যুক্ত হই!! যুক্ত হওয়ার পর থেকেই দেখে আসছি উদ্যোক্তা তৈরির ফাউন্ডেশনে সবাই উদ্যোক্তা বিষয়ক লেখালেখি ছাড়া ও নিজের পারিবারিক সামাজিক বিভিন্ন বিষয়ে লেখার মাধ্যমে নিজের লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা কে প্রকাশ করছে।
প্রকাশ করছে নিজের অতীতের বিভিন্ন দুঃখ কষ্টের গল্প যে গল্প পরে আমরা অনেক কিছু শিখতে পারে জানতে পারি
যখন আমরা শত ব্যস্ততা ও কষ্টের মাঝে নিজেদের প্রতিভাগুলো লিখার মাধ্যমে প্রকাশ করি তখন কিন্তু নিজের বলার মত গল্প ফাউন্ডেশন আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেয় না। নিজের বলার মত গল্প ফাউন্ডেশন আমাদের লেখাগুলোকে গুরুত্ব সহকারে পড়ে বিচারক মন্ডলী গন আমাদের লেখাগুলোকে সেরা হিসেবে ঘোষণা করেন তখনই কিন্তু আমাদের কষ্টের সার্থকতা।
যে সমস্ত লেখাগুলো যেদিন সেরা হয় ওই দিনের জন্য আমাদের ওই লেখাগুলা কে স্টেটাস অফ দা ডে বলা হয় আর স্টেটাস অফ দা ডে শুরু হয়েছিল আজ থেকে সাতশত দিনের ও আগে।
আমি যখন নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনে অষ্টম ব্যাচে যুক্ত হয়েছি, তখন থেকেই দেখে আসছি নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর আজীবন সদস্যরা সুন্দর সুন্দর লেখনীর মাধ্যমে নিজেদের কে তুলে ধরেছেন।
এবং এই সুন্দর এবং শিক্ষনীয় লেখাগুলোকে সেরা হিসেবে ঘোষণা করা হতো এবং তাদেরকে স্ট্যাটাস অফ দা ডে ঘোষণা করে নিজের বলার মত গল্প ফাউন্ডেশনের কমিউনিটি ভলান্টিয়ার ঘোষণা করা হয়।
তখন থেকে আমারও ইচ্ছে ছিল আমিও ভালো লেখার মাধ্যমে স্টেটাস অফ দা ডে হয়ে কমিউনিটি ভলান্টিয়ার হব। তবে ভিতরে একটা ভয় কাজ করত কি নিয়ে লেখবো আমার লেখাটা কেমন হবে অন্যরা পরে কিছু বলবে না তো!! ইত্যাদি ইত্যাদি।
যাই হোক পরবর্তীতে নিজের বলার মত গল্প ফাউন্ডেশন এর সিনিয়রদের কে ফলো করতাম এবং সাহস করে লিখা শুরু করে দিয়েছে যদিও শুরুতে লেখাগুলো স্টেটাস অফ দা ডে হয়নি তবে পেয়েছি সবার অনুপ্রেরণা ভালোবাসা উৎসাহ।
তখন থেকে লেখার আগ্রহ আরো বেশি বেড়ে যায় এবং প্রতিনিয়ত লেখার চেষ্টা করি।
সম্ভবত স্টেটাস অফ দা ডে এর 300 তম দিনে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন থেকে নিজের প্রাপ্তিগুলো তুলে ধরে ঐদিন আমি প্রথম স্ট্যাটাস অফ দা ডে হই।
স্টেটাস অফ দা ডে 300 তম দিনে প্রায় 30 জনের লেখা(SOD)হয়। সে 30 জনের মাঝে আমিও ছিলাম।
ওই লিস্টে আমার নাম দেখতে পেয়ে আমি নিজেকে বিশ্বাস করতে পারিনি আমার লেখাটিও অন্যদের মতো সেরা হয়েছে।
এই স্ট্যাটাসের মাধ্যমে আমি নিজেকে নিজে খুঁজে পেয়েছি। পেয়েছি লেখার সাহসিকতা। একটা সময় মনের ভিতরে ভয় কাজ করত, অন্যদের মতো লিখতে পারবো কিনা..? অন্যরা কিভাবে এত সুন্দর ভাবে লিখে..? তাদের মত কি আমি লিখতে পারব....???
এই স্টেটাস অফ দা ডে আমাকে করেছে আরো বেশি উচ্ছ্বাসিত। কারণ যখন দেখতে পেয়েছি রাত দশটার পর আমার এই লেখাটি SOD ঘোষণা করা হয়েছে এবং সবার অভিনন্দনের ভালবাসায় মুগ্ধ করেছে আমায়। তখন থেকেই নিজের ভিতরে আরও বেশি আগ্রহ বেড়ে গিয়েছে এবং চেষ্টা করছি নিজেকে সেরা লেখার মাধ্যমে প্রকাশ করার।
আলহামদুলিল্লাহ নিজের চেষ্টার মাধ্যমে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছি
আমি কতবার স্টেটাস অফ দা ডে হয়েছি তার সংখ্যাটা যদিও মনে নেই তবে আপনারা জেনে খুশি হবেন যে এক মাসে সর্বচ্চবার SOD হয়ে স্টেটাস অফ দা মান্থ হোল্ডারে স্থান করে নিয়েছি
এই অর্জন টা আমার জন্য একটা বিশাল প্রাপ্তি আজ সেই গৌরবময় স্ট্যাটাস অফ দা ডে এর আজ ৭০০ তম দিন।
♻️স্ট্যাটাস অফ
দা ডে এর মাধ্যমে আমার প্রাপ্তিগুলো......
প্রাপ্তির ঝুড়ি টা অনেক বড় এখানে সংক্ষেপে কিছু তুলে ধরলাম
★লেখার দক্ষতা
★নির্ভুল বানান
★একাগ্রতা
★চিন্তা শক্তি বৃদ্ধি
★সবার মাঝে নিজেকে তুলে ধরা
★সবার ভালোবাসা
★সর্বোপরি সবার মাঝে নিজেকে তুলে ধরার মাধ্যম হচ্ছে স্টেটাস অফ দা ডে
পরিশেষে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর গৌরবময় স্টেটাস অফ দা ডে এর পিছনে যে টিম টি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাদের সকলের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা তাদের এই নিঃস্বার্থ পরিশ্রম আজকে স্ট্যাটাস অফ দা ডে ৭০০ তম দিনে অতিক্রম করতে পেরেছে।
স্টেটাস অফ দা ডে এর 600 তম দিন থেকে 699 তম দিনের মধ্যে যে লেখাটি আমার স্ট্যাটাস অফ দা ডে হয়েছে তার লিংক নিচে দেওয়া হল........👇
https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1361142367690449/
________________________________________________
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
★-----★-----★------★-------★-------★-------★--------★
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭০০
Date:- ১৮/১২/২০২১ ইং
★Rich MD Hakim
★Registration team NBMEGF
★Hat Monitoring team NBMEGF
★Country ambassador Saudi Arabia
★NRB CA promoting team NBMEGF
★Blood Team member NBMEGF
★Top20 club NBMEGF
★Batch. 8
★Reg.7742
★Cumilla Bangladesh