#৭০০ তম SOD অনুভূতি প্রকাশ,
আসসালামু ওলাইকুম,
'ভরিয়ে দেয় মন ভাবনার ও উর্ধে
কোন অদৃশ্য মায়াজালে
অনুভবের এই অনুভূতি নিত্য যথা
থাকে না সমান তালে '
ঠিক তাই অনুভবের অনুভূতির পাল্লা যখনই বেশি ভারি হয় তখন অনুভূতি প্রকাশ করাটা বড় কঠিন হয়ে দাঁড়ায়।
তেমনি' স্ট্যাটাস অফ দা ডে' এর ৭০০ তম দিনে এর অনুভূতি লিখে প্রকাশ করা সত্যি দূরহ।
প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারকে, যিনি এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদের সবাইকে উপহার দিয়েছেন। দিয়েছেন ১৪ টি প্রশিক্ষণ সহ ৯০ দিনের ফ্রীউদ্যোক্তা তৈরির ফ্রী কার্যক্রম। অনেক সাধারণ মা বোন যায়া জীবন মানেই রান্নাঘর আর পরিবার মনে করত, যারা সামান্য প্রয়োজনে পরিবারের পুরুষ সদস্য এর দিকে তাকিয়ে থাকত তারা আজ নিজ গৃহে সাবলম্বি।
স্যালুট স্যার আপনাকে।
আপনার জন্য অনেক অনেক দোয়া।
শুভকামনা জানাচ্ছি প্রিয় ফাউন্ডেশনের সকল ভাই বোনদের যাদের সহচর্যে আজ আমার এগিয়ে যেতে পারছি সামনের দিকে।
'স্ট্যাটাস অফ দা ডে 'আসলে কি আসলে কি?
আপনার এমন একটি লেখা বা স্ট্যাটাস যা থেকে অন্যরা অনুপ্রেরণার কিছু খুজে পাবে। শিক্ষনীয় কিছু থাকবে।
আমারা স্ট্যাটাস অফ দা ডে থেকে কি পাচ্ছি,
এক কথায় অনেক কিছু। একজন উদ্যোক্তা জন্য সুন্দর ভাবে কথা বলার পাশাপাশি সুন্দর করে লেখার গুন থাকা খুব দরকার। এই সুন্দর লেখার গুন না থাকলে আপনি আপনার ও আপনার পন্য সম্পর্কে বোঝাতে পারবেন না। অনেক উদ্যোগ ই ব্যার্থ হয় শুধু মাত্র তা পরিপূর্ণভাবে প্রকাশের অভাবে।
খুব সাধারণ একটা উদাহরণ দেই, আমি আমার বিজনেস পেজে আগে হয় ইংরেজিতে অথবা বাংলিশ ভাবে পন্য সম্পর্কে লিখতাম। কিন্তু নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনে যুক্ত হবার পর আমার বাংলা লেখায় অনেক পরিবর্তন এসেছে। আমি এখন পরিপূর্ণ বাংলায় পন্য নিয়ে স্ট্যাটাস ও কাস্টোমারের সাথে কথা বলতে পারি। আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা তাই মানুষ খুব সুন্দর করে এবং সহজে আমার মেসেজ গুলো বুঝতে পারে আর কমিউনিকেশন অনেক ইজি হয়। এটি আমার পন্য বিক্রিয়কে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এখন আমি যে কোন মনের ভাব খুব দ্রুত ও সহজে লিখতে পারি।
কিভাবে সম্ভব হল??
আমি যখন স্ট্যাটাস অফ দা ডে সম্পর্কে জানতে পারলাম তখন থেকেই মাঝে মাঝে লেখার চেষ্টা করতাম। আর যখন আমার স্ট্যাটাস স্ট্যাটাস অফ দা ডে হত তখন অনেক বেশি উৎসাহ পেতাম আর আবার লিখতে আগ্রহ বোধ করতাম।
স্ট্যাটাস অফ দা ডে বিউটি হচ্ছে এই যে এটি আপনাকে ভাল থেকে আরো ভাল করে লেখার, প্রতিনিয়ত লেখার অনুপ্ররনা যোগাবে। আপনি নিজের অজান্তেই একজন ভাল কন্টেন্ট রাইটার হয়ে যাবেন।
শুধু তাই নয়, আপনার নিজের ব্রেন্ডিং হবে। আপনার লেখাটি আগ্রহ নিয়ে অনেক গুলো ভাইবোন পড়বে। আপনাকে ও আপনার উদ্যোগ সম্পর্কে জানবে।
স্ট্যাটাস অফ দা ডে কে ঘিরে আমি আমার অসম্ভব ভাল লাগা আরেকটি অনুভূতি শেয়ার করতে চাই,
যখন আমি কোন মান সম্পন্ন পোস্ট লিখি তখন অধীর আগ্রহে অপেক্ষা করি কখন স্ট্যাটাস অফ দা ডে ঘোষণা করা হবে। মাঝে মাঝে লেট হলে আমি একবার দুবার চেক করি ঘোষণা হল কিনা, হলেও বা আমার লেখাটি এলো কিনা ঠিক যেন স্কুল বা কলেজর বার্ষিক ম্যাগাজিনে আমার লেখাটি ছাপা হল কিনা তা দেখার জন্য যেমন ব্যাকুল থাকতাম। তার ম্যাগাজিনে লেখা ছাপা হলে তখন যতটা খুশি হতাম এখন আমার পোস্ট স্ট্যাটাস অফ দা ডে হলে ঠিক সম পরিমাণ খুশি হই। পার্থক্য শুধু আমাকে এক বছর অপেক্ষা করতে হয় না।
আলহামদুলিল্লাহ আমার পোস্ট ১০ বার স্ট্যাটাস অফ দা ডে হয়েছে।
আরো একটি পরিবর্তন আমি নিজের মাঝে লক্ষ্য করেছি স্ট্যাটাস অফ দা ডে হবার মাধ্যমে, আমি এখন অনেক ফার্স্ট বাংলা টাইপ করতে পারি। এই এতটুকু লিখতে আমার সময় লেগেছে ৩৩ মিনিট যা আগে হলে এর থেকে দেড়/ দুই গুন বেশি সময় লাগত। এখান আমি যা ভাবি তা দ্রুতই লিখতে পারি। আগে লিখতে লিখতে ভাবনা গুলোই যেতাম ভুলে। আগের থেকে ভাবনা গুলোও তাই সুন্দর হচ্ছে। আলহামদুলিল্লাহ।
আরো ভাল লাগে যখন প্রিয় ফাউন্ডেশনের সকল ভাই বোনেরা আমার স্ট্যাটাস স্ট্যাটাস অফ দা ডে হবার পোস্টে এসে অভিবাদন জানায়। অসম্ভব ভালো লাগে ব্যাপার টা।
একজন উদ্যোক্তার কোন সৃষ্টির হেন সম্মান কতটা ভাল লাগার হতে পারে ভাবুন তো?
আমি আবারো কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারকে যিনি এত্ত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন।
ধন্যবাদ জানাতে চাই Nurun Nabi Riyaz ভাইকে যিনি এত্ত সুন্দর একটি বিষয়ের প্রস্তাব রেখেছিলেন
ধন্যবাদ Md Iqbal Hossain ভাই সব স্ট্যাটাস অফ দা ডে সিলেকশনের পুরো টিমকে, যারা এই মহত কাজের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
আমি গর্ব বোধ করি নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের আজীবন সদস্য হিসেবে। গর্ব বোধ করি ইকবাল বাহার জাহিদ স্যারের ছাত্রী হিসেবে। এবং আরো গর্ব বোধ করি এত্ত সুন্দর কারিকুলামে অংশ গ্রহণ করতে পেরে।
আমার স্ট্যাটাস অফ দা ডে হবার লিংক গুলো,
https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1325428807928472/
https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1353791861758833/
https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1357774308027255/
https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1386232841848068/
https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1388316278306391/
https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1401666550304697/
https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1414999858971366/
https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1422318554906163/
https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1429361384201880/
https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1481287005675984/
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭০০
Date:- ১৮/১২/২০২১ ইং
সাহিদা সুমি
কমিউনিটি ভলান্টিয়ার
কাজ করছি হোমমেড চকলেট নিয়ে
ওনার অফ
১৪/৬৫৮৪২/ ঢাকা(ওয়ারী)/ চাঁদপুর