"৭০০ তম দিন SOD এর অনুভূতি প্রকাশ "
আসসালামু আলাইকুম
বিসমিল্লাহির রহমানির রহিম
🌺আমি আজকে আপনাদের মাঝে আমার স্ট্যাটাস অব দ্যা ডে হওয়ার অনুভূতিটুকু প্রকাশ করতে চাই।
🌺প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সৃষ্টি কর্তা মহান রব্বুল আলামিনের। যার দয়ায় বেচে আছি ও সুস্থ আছি।
🌺তারপর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকলের প্রিয় মেন্টর #Iqbal_Bahar_Jahid এর প্রতি। প্রিয় মেন্টরের জন্যই পেয়েছি আজকের প্লাটফর্ম।
অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি #নিজের_বলার_মত_একটা_গল্প প্লাটফর্মের আমার প্রিয় ভাই ও বোনদের প্রতি।
🍀🍀🍀 SOD হওয়ার অনুভূতি প্রকাশ☘️☘️☘️
কেমন লেগেছিল ভাষায় প্রকাশ করার মতো না।
আমার কেমন যেনো অস্থির অনুভূতি কাজ করেছিলে।
আমি আমার ছোট জীবন থেকে আমার ছোট একটা গল্প আপনাদের মাঝে তুলে ধরেছিলাম ও শেয়ার করেছিলাম তখন লিখতে লিখতে রাত চার টা বেজে গিয়েছিলো আমার লিখা আর শেষ হয় না আমার কান্নাতে আমার লিখা থেমে গিয়েছিলো নিজেকে অনেক ভাবেই সামলিয়ে লিখা শুরু করি।
তার পর পোস্ট এপ্রুভ হওয়ার বিষয়।
সবাই আমার পোস্ট পরে চমৎকার চমৎকার
কমেন্টে করেছিলো। আমার ভাবনার বাইরে ছিলো আমার আশা করার চাইতে আমি বেশিই পেয়েছি। তাই সবার প্রতি আবারও ভালোবাসা প্রকাশ করছি।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আমি পেরেছি সফল হতে।
আমি পজিটিভ চিন্তা গুলো দিয়ে ফুটিয়ে তুলতে পরেছি। আমার ভাবতে ভালো লাগে আমার প্রিয় আপু সনিয়া জামান আপু আমাকে সন্ধ্যায় ফোন দিয়ে বললো আপি সবাই সবার কষ্ট গুলোর কথা দিয়ে গল্প লিখে তোমার ও অনেক কষ্ট ছিলো তুমি তোমার গল্প টা ফুটিয়ে তুলেছো পজিটিভ দিক দিয়ে।
তখন আমার ভালে লাগা গুলো আরো দিগুণ হয়ে গিয়েছিলো।
আমার প্রিয় দাদু ভাই আমাকে অভিনন্দন জানাচ্ছে ও বলেছিলো আপনি জয়ী ইনশাআল্লাহ। আমি দাদুকে বললাম দাদু ভাইয়া এখনো কিছু বলা যাচ্ছে না দাদু বললো ইনশাআল্লাহ।
সকালে ঘুম থেকে উঠে হাতেই ফোন নিয়ে দেখি অনেক মেজেছ ইনবক্সে জমা হয়ে আছে অভিনন্দন অভিনন্দন সুন্দর করে শুভেচ্ছার বেনার আমি তো অবাক আসলেই অবাক করার মতো ছিলো।এই ভালোলাগা গুলো সম্ভব হয়েছে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের জন্য।
আমার জিবনের সবচেয়ে বড় পাপ্তি
ছিলো আমার জন্য রেখে যাওয়া আমার শাশুড়ির ছোট্ট ব্যাগটি। ব্যাগ টি আকারে ছোট কিন্তু
আমার কাছে বিশাল বড় সেই ছোট্ট ব্যাগটি।আমার বিয়ের দুই বছর আগেই আমার শাশুড়ি মারা যায়। আমি তাকে কখনো ছুয়ে দেখতে পারি নাই এটা আমার সবচেয়ে বড় কষ্ট।
মনে করে সে তার ছেলের হাতে দিয়ে গেছে আর বলে গেছে বউকে বলবি টাকা জমাতে।
আমার চিন্তা ভাবনা পরিকল্পনা ছিলে আমি টাকা জমাবো আমাকে আমার সাহেব হাত খরচ দিতো মাসে মাসে আমি খরচ না করে টাকা গুলে একটু একটু করে জমিয়ে রাখতাম আমার শাশুড়ির ব্যাগটাতে। আমার চিন্তা করেই রেখেছি আমি ৫০ হাজার টাকা করবো ইনশাআল্লাহ।
একদিন হঠাৎ করে সাহেব কে বললাম তুমি একটু দেখতো ৫০ হাজার হয়ছে কিনা ও বললো তুমি গুনে দেখ তুমি খরচ না করে জমিয়েছো আমার মায়ের দেওয়া ব্যাগটিতে এর পর আমি দেখে তো অবাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শাশুড়ীরির ব্যাগ এ ৬০ হাজার টাকা।
আমি পেরিছি সফল হতে আমাকে দোয়া দিয়ে গেছে আমার শাশুরি ব্যাগটা দিয়ে।
আমি যখনই ব্যাগটা হাতে নেই তখন ই আমার মনটা ভরে যায় আনন্দে।
নিজের মায়ের মতো শাশুড়ীকে দেখতে হবে।
আমার মাঝে মাঝে খুব মন খারাপ হয় আমি শশুর শাশুড়ীকে দেখতে পেতাম তাদের যত্ন করতে পারতাম।
আমার বিয়ের ৪ বছর পর আমার বাবা চলে গেলো না ফেরার দেশে আর ফিরবে না আমার বাবা।আমার বাবার করোনায় চলে গেছে।
আমার বাবার কথা ভেবেই আমি চায়ের সম্ভার খুলেছি।
আমার বাবা চা পছন্দ করতো খুব আমার মা ও চায়ের রানী এত পছন্দ করে।
বাবা আজ থাকলে কত খুশি হতো বাবা বলতো আমার মেয়েটা নিজে কিছু করার চেষ্টা করছে।
বাবা তোমার জন্য অনেক অনেক দোয়া তুমি ভালো থেকো বাবা সব সময়।
আমি মুন্সীগঞ্জ জেলার মেয়ে ও বউ একই জেলার সেটা ভাবতেও অনেক ভালোলাগে।
বিক্রামপুর বলে কথা।
আমার স্ট্যাটাস অব দ্যা ডে হওয়ার পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে তাদের সকলের প্রতি রইলো অফুরন্ত শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা Md Abdullah, jamal Hossain, Abul khair, Muhammad Hasan bin malek
Sayba Tazrin, Sathi Akther, joya afrin, sonia jaman
Tareq musa, Nirob Hossain, dipa Ahmed এদের প্রতি কৃতজ্ঞত প্রকাশ করছি।
প্রত্যেকটা মানুষের জীবনেই একটা গল্প থাকে। তেমনই আমার জীবন থেকে ছোট একটা গল্প আপনাদের সবার মাঝে লিখেছি, শেয়ার করেছি আমার মনের মধ্যে লুকানো কষ্ট গুলো।
নিজের বলার মত গল্প প্লাটফর্মের সকল ভাই ও বোনেরা আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিয়েছেন। তাই সকলের প্রতি রইলো অনেক ভালোবাসা ও দোয়া রইল। আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ।
স্যারের দিক নির্দেশনা মেনে চলার চেস্টা করবো।
🍀ধন্যবাদ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সকল ভাই বোনদেরকে।🍀
🌷🌷🌷সময় নিয়ে পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। 🌷🌷🌷
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭০০
Date:- ১৮/১২/২০২১ ইং
🍀অধরা আহমেদ
🌺কমিউনিটি ভলান্টিয়ার
🍂ব্যাচঃ১৬
🌿রেজিষ্ট্রেশন নাম্বারঃ৭৭২৫৭
🌾জেলা মুন্সিগঞ্জ
🍁বর্তমান অবস্থান তেজগাঁও
কাজ করছি সকল প্রকার গিফট আইটেম
হাতের তৈরি উপটান ও সিলেটের চা পাতা নিয়ে।
পেইজঃ চায়ের সম্ভার ও
Adhora's heaven