❤️❤️ স্ট্যাটাস_অফ_দ্যা_ডে ৭০০ তম দিনের অনুভূতি প্রকাশ ❤️❤️
❤️❤️ স্ট্যাটাস_অফ_দ্যা_ডে ৭০০ তম দিনের অনুভূতি প্রকাশ ❤️❤️
আসসালামু আলাইকুম সবাইকে। শীতের এই সিন্ধ সকালে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। কারন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে এতো এতো ভাই বোনের ভালোবাসা স্নেহ পাচ্ছি যে ভাষায় প্রকাশ করার মতো না। আপনাদের ভালোবাসা পেয়েছিলান বলেই ❤️ স্টেটাস অফ দ্যা ডে ❤️ হতে পেরেছিলাম।
❤️❤️ আজ আপনাদের সামনে স্টেটাস অফ দ্যা ডে হওয়ার অনুভূতি প্রকাশ করবো। কীভাবে হলাম এবং এই লিখাটা লিখতে পেরে আমার এই প্রিয় প্লাটফর্মে প্রাপ্তি। নিচে এই গল্পের লিংকটা দেওয়া হলো আশা করি আবার একটু চোখ বুলিয়ে দেখবেন।
https://m.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1409072032897482/
❤️❤️ এই SOD হওয়ার অনুভূতি প্রকাশ করার মতো ভাষা নেই যাই বলি না কেন কম হয়ে যাবে। তাও আপনাদের সাথে অনুভূতিটা প্রকাশ করার চেষ্টা করবো।
❤️❤️ আমি একজন খুব চঞ্চল স্বভাবের মানুষ। নতুন নতুন শেখা আমার একটা সখও বলতে পারেন। আর নতুন কিছু অর্জন করতে পারাটা মনে হয় জীবনে পাওয়ার মতো আরও কিছু যুক্ত হলো। " নিজের বলার মতো একটা গল্প " ফাউন্ডেশনে যুক্ত হওয়ার পরে কীভাবে কি করবো বা শুরু করবো ভেবে পাচ্ছিলাম না। আমাদের ওয়ারী জোন এম্বাসেডর ও প্রিয় প্লাটফর্মের মডারেটর Ismat Hasan ভাইয়া যখন আমাকে ওয়ারী জোনে যুক্ত করলো তখন সেশনে নিয়মিত যুক্ত হওয়া শুরু করি। পরিচিতি পোস্ট ও করি। কিন্তু আর কি করবো ভেবে পাচ্ছিলাম না। তখন Ismat Hasan ভাইয়া বললো এখনতো আপনারা ৯০ দিনের সেশন শেষ না করে সেল পোস্ট করতে পারবেন না তাই কিছু কিছু লিখার চেষ্টা করুন পোস্ট করুন। তখন আমি চিন্তা করলাম কি লিখবো তাই একদিন ছোট একটা নিজের জীবনের ঘটনা লিখলাম। তখন Ismat Hasan ভাইয়া বললো যে ভালোই লিখেছেন আপনি SOD হওয়ার জন্য লিখুন নিজের জীবনের গল্প আমাদের সবার সাথে শেয়ার করুন। আর SOD হলে আপনি কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপে যুক্ত হতে পারবেন। আর ভলেন্টিয়ারিং যত করবেন আপনার পরিচিতি তত বাড়বে। তাই একদিন মন ঠিক করলাম SOD হওয়ার জন্য পোস্ট লিখবো। প্রথম নিজের জীবনের গল্প লিখেই SOD হতে পেরেছি আমি। তখন থেকে নিজের ভেতরের যে ইচ্ছে শক্তি কাজ করার নতুন কিছু শেখার এসব যেনো দ্বিগুন বেড়ে গেলো। আনি তার জন্য বিশেষ কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের ওয়ারী জোন এম্বাসেডর ও প্রিয় প্লাটফর্মের মডারেটর Ismat Hasan ভাইয়ার প্রতি। ভাইয়ার অনুপ্রেরণায় আমি লিখার চেষ্টা করেছি।
❤️❤️ এই পর্যন্ত আমি তিনবার SOD হয়েছি। এই SOD হওয়ার পেছনে আমার প্রিয় প্লাটফর্মের সকল ভাই বোনের প্রচুর ভালোবাসা পেয়েছি। এই প্লাটফর্মে এসে শিখেছি কীভাবে লিখতে হয়। কীভাবে কথা বলার জড়তা কাটাতে হয়। এখানে শুধু পেয়ে যাচ্ছি। আমিতো শুরুতে বলেছি আমার নতুন কিছু শেখার আগ্রহ প্রচুর। তাই SOD হওয়ার পরে শুরু হলো কথা বলার জড়তা কাটানোর ভিডিও সেশনের। শুরুতে একটু ভয় লেগেছিল। কি বলবো কীভাবে বলবো যাই হোক বললাম না এখানে শুধু পেয়ে যাচ্ছি। প্রথম ভিডিও আপলোড করার পরেও অনেক ভাই বোনের উৎসাহ মূলক কমেন্ট পেয়েছি যা আমার ভেতরের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেক। এখনও করছি আর সবচেয়ে বড় বিষয় হলো আমার পরিচিতি বাড়ছে অনেক। আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেন যাদের আমি চিনিনা তাদের সাথে আমার পরিচয় হচ্ছে । আর সবাই এতো পজিটিভ কমেন্ট করেন যে এখন একদিন ভিডিও আপলোড না করলে মনে হয় আমার কাজ এখনও শেষ হয়নি।
❤️❤️ SOD হওয়াতে আমি যেটা সবচেয়ে বেশি পেয়েছি তা হলো এই প্রিয় প্লাটফর্মের ভাই বোনের অনেক অনেক ভালোবাসা। যার ঋণ কখনও শোধ করা যাবে না। একন এমন হয়েছে অনেকেই আমাকে ইনবক্সে নক করে কথা বলেন আমাকে উৎসাহ দেন। যে আপনি পারবেন আরেকটু কাজ করুন আরেকটু লেগে থাকুন। তখন আমার স্যারের কথা মনে হয় স্যার বলেছিলেন লেগে থাকলে সব কিছু পাওয়া যাবে।
❤️❤️ SOD হওয়ার কারনে আমার একটিভিটি বৃদ্ধি পেয়েছে । এই প্রিয় প্লাটফর্মের প্রতি ভালোবাসা বৃদ্ধি পেয়েছে যা বলে শেষ হবে না। প্রতিনিয়ত প্রিয় স্যারের সেশনগুলো পরছি। কিছু শেখার চেষ্টা করছি। এখন আমার যতটা সময় থাকে আমি পুরোটাই এই প্রিয় প্লাটফর্মের সাথে কাটাই।
❤️❤️ আমার এখন একটাই ইচ্ছা যতদিন বেঁচে থাকবো নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের একজন হয়ে বেঁচে থাকবো। মরে গেলেও যেন আমার ভাই বোনেরা একবার হলেও আমাকে স্বরণ করে।
অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকলের প্রিয় আর শ্রদ্ধেয় Iqbal Bahar Zahid স্যারের প্রতি । যার মহৎ উদ্যােগের ফসল হলো নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। স্যারের জন্য আমরা এমন একটা প্লাটফর্ম পেয়েছি যেখানে নিজের জীবনকে নিয়ে নতুন করে ভাবা যায় নতুন করে বাঁচার অনুপ্রেরণা পাওয়া যায় । স্যারের জন্য রইলো অনেক অনেক দোয়া। আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুন।
❤️❤️ সেই সাথে আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি SOD সিলেক্ট বোর্ডের সকল দায়িত্বশীলদের প্রতি যারা আমার লিখাটা SOD হওয়ার যোগ্য মনে করেছেন।
কৃতজ্ঞতা প্রকাশ করছি Md Iqbal Hossain আমার পোস্টটাকে SOD পোস্ট ঘোষণা করার জন্য। আপনার প্রতি রইলো অনেক অনেক শুভকামনা আর শ্রদ্ধা।
❤️❤️ সবশেষে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সকল ভাই বোনের প্রতি যারা লাইক কমেন্ট করে আমার পাশে থেকেছেন। এভাবেই আমার পাশে থাকবেন এবং উৎসাহ দিবেন।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭০০
Date:- ১৮/১২/২০২১ ইং
তাহেরা জেবিন
" নিজের বলার মতো একটা গল্প " ফাউন্ডেশনের একজন গর্বিত সদস্য।
ব্যাচ -১৫
রেজিষ্ট্রেশন নংঃ ৭১৪৯৮
কমিউনিটি ভলেন্টিয়ার
টপ টুয়েন্টি ক্লাব মেম্বার
ওয়ারী জোন
বর্তমান অবস্থানঃ ঢাকার জুরাইন।
নিজ জেলাঃ বি বাড়িয়া
সওাধীকার
মিষ্টি নোনতা নাস্তা ঘর