মাঝপথে এসে আমার স্বপ্ন ভেঙে যায়
#আমার_জীবনের_শ্রেষ্ঠ_পাওয়ার_মাঝে_এক_অনন্য_পাওয়া_প্রিয়_মেন্টর_জনাব_ইকবাল_বাহার_জাহিদ_স্যার।
--------------------------------- Jaceka Tuli
আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জীবনের সবকিছুর জন্য। প্রিয় ভাই বোনেরা আমার এই অনুভূতির প্রকাশ সবাই কে পড়ার জন্য বিনীত অনুরোধ রইলো।
✍️জীবনে অনেক পেয়েছি, সবচেয়ে গর্বের বিষয় আমি আদর্শ পিতামাতা পেয়েছি, আল্লাহ পাক আমাকে মা হওয়ার সৌভাগ্য দিয়েছেন, শিক্ষক বন্ধু বান্ধবী আত্নীয় স্বজন দুনিয়ার জীবনে পাওয়ার যেন শেষ নেই।আমার পিতা আমাকে শিখিয়েছেন আদর্শ মানুষ হতে কখনো অনুপ্রাণিত করেন নি ডাক্তার ইঞ্জিনিয়ার হও।আমার মাতা আমাকে শিখিয়েছেন শালীনতা, ভদ্রতা,বিনয়ী হওয়ার শিক্ষা। আমার শিক্ষকমন্ডলী আমাকে জ্ঞানের আলো দান করেছেন। সবার প্রতি শ্রদ্ধা রেখে আজকের লিখা।
এই সব পাওয়ার মাঝে অনন্য পাওয়া হিসাবে পেয়েছি আমার প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারকে, যিনি আমার ভেঙে যাওয়া জীবন টা জাগিয়ে দিয়েছেন তাঁর শিক্ষার মাধ্যমে। প্রিয় মেন্টরের প্রতি আমার আজীবন কৃতজ্ঞতা।
বাঙালি মেয়েদের স্বপ্নের সাথে মিশে থাকে স্বামী সংসার সন্তান। একটা ভুল মানুষের সাথে জীবনে সেই বড়ো স্বপ্ন টা দেখেছিলাম আমি।কিন্তু মাঝপথে এসে আমার স্বপ্ন ভেঙে যায়। আমাকে রেখে বেছে নেন বিদেশের বিলাসবহুল জীবন সেখানেই সংসার বাঁধে। আমার একমাত্র সন্তান কে নিয়ে এক চরম হতাশায় পড়ে যাই।😭
নিজের দুঃখবোধ,সমাজের দোষারোপ, মানিয়ে নিতে না পারার জন্য আফসোস, কি হলে কি হতে পারতো সেই নীতি বাক্য,কার বোঝা হবো হিসাব নিকাস,বাচ্চা টার কি হবে কি ভাবে চলবে সেই হিসাব নিকাশ,এমন হাজারও পরামর্শের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। একটা সময় আমারও মনে হলো আমার জীবন শেষ।আমি জীবনের সবচেয়ে বড়ো পরীক্ষায় অসম্মানের সাথে অকৃতকার্য হয়েছি।এই ভাবনা আমাকে অসুস্থ করে ফেলে।ঠিক সেই সময় আল্লাহ আমাকে পাইয়ে দেন এই প্লাটফর্ম। পেয়ে যাই আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক।
স্যারের প্রতিটি সেশন আমাকে একটু একটু করে অনুপ্রাণিত করে, আমার জীর্ন মনে আবার আশার আলো দেখতে পাই।আবার নতুন স্বপ্ন দেখি সাহস করি লেগে থাকি আলহামদুলিল্লাহ সফলতার পথে হাটছি। এবং মাথা উচু করে নিজের মতো করে সন্তান কে নিয়ে আছি।
আজ আমি একজন চাকরি উদ্যোক্তা, গতবছর অক্টোবর মাসে শুরু করেছি উদ্যোক্তা জীবন। মাত্র ১২০০০টাকা দিয়ে শুরু করি আমার পথচলা।১১তম ব্যাচে স্যারের ৯০ টা সেশন সহ উদ্যোক্তা বিষয়ক যাবতীয় স্কিল শেষ করি সম্পূর্ণ বিনা খরচে।এরই মাঝে আমি আমার মেন্টর এর ভক্ত হয়ে যাই।প্রতিটি শিক্ষা কাজে লাগাতে চেষ্টা করি।আজ খুব আনন্দের সাথে আপনাদের বলছি আমার স্বপ্ন পুরনের পথে হাটছি।
নিজের কোনো প্রতিষ্ঠান নেই একটা পেইজ আছে জেএস খাঁটি পন্য। এই প্রিয় প্লাটফর্ম আমার সব অগনিত ভাইবোনদের ভালোবাসা আস্থা অর্জন করেছি একবছরে। আলহামদুলিল্লাহ প্লাটফর্ম থেকে মাসে আমার প্রায় লক্ষ্য টাকা সেল হয়।তিনজন মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে দিয়েছি আমার এই কাজের মাঝে।যেকোনো প্রয়োজনে পাশে পাই এই পরিবারকে। আমার এই সব পাওয়ার মূলে ছিলেন আমার প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার।🥰
স্যারকে একটা বার সামনে থেকে দেখবো এই আশাতে ছুটে গিয়েছিলাম নারায়নগঞ্জ থেকে সেগুন বাগিচা নারী উদ্যোক্তা সম্মেলনে। আমার নিজ হাতে করা পন্য ডিসপ্লে করেছি সেখানে। এই আশাতে যদি আমার মেন্টর একবার দেখেন।
আমার সব ধারনা সব অনুভূতি সেখানে গিয়ে ছাপিয়ে গেছে। আমি কাছ থেকে দেখেছি আমার মেন্টর কে।কথা বলতে গিয়ে খুশি যেন আমি আটকে রাখতে পারছিলাম না।কতোটা বিনয়ী হতে পারে একজন ভালো মানুষ যা আমি স্যারকে কাছ দেখে শিখলাম।মানুষের জন্য নিশ্বার্থ ভাবে কাজ করতে কতটা ত্যাগের দরকার হয় আপনাকে কাছ থেকে দেখে অনুভব করেছি প্রিয় মেন্টর।
🙂আমার মা আমাকে বড়ো হওয়ার পর একশত মনিষীর জীবনি একটা বই উপহার দিয়েছিলেন, তাঁদের জীবনের গল্প আমি বইয়ের পাতায় পড়েছি দেখতে পাইনি।কিন্তু আমি মিলিয়ে নিয়েছি আমি দেখেছি আমার প্রিয় মেন্টর কে কাছ থেকে।তাই আমি খুব উচ্ছসিত আনন্দের সাথে বলতে পারি আমার জীবনের এক শ্রেষ্ঠ পাওয়া আমার প্রিয় মেন্টর আমার আনুপ্রেরনা আমার শ্রেষ্ঠ জনাব ইকবাল বাহার জাহিদ।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৮২
Date:- ২৬/১১/২০২১ ইং
জেসিকা তুলি
কমিউনিটি ভলান্টিয়ার
ব্যাচ নং১২
রেজিষ্ট্রেশন নং৪৩৬৭২
নিজ জেলা বাগেরহাট
বর্তমান অবস্থান ঃ নারায়ণগঞ্জ।