শুরু হলো চাকরির যুদ্ধ
★ বিসমিল্লাহির রাহমানির রাহিম ★
*আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমি এমন একটা প্ল্যাটফর্মের যোগদান করতে পেরেছি। *
#প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধেয় ইকবাল বাহার জাহিদ স্যার কে। যিনি আমাকে স্বপ্ন দেখতে সাহস করতে লেগে থাকতে
শিখিয়েছেন।#
আজ আমি আমার গল্পটা শেয়ার করছি।
🥀সেই ছোট্ট মেয়েটি যে ছোটবেলা থেকে ফুল পাখি, লতাপাতা নিয়ে খেলতে ভালোবাসতো। পাখির গান শুনতো, মুরগির পিছনে দৌড়াতো, খেলার মাঠে প্রজাপতি ও ফড়িং ধরে লেজে সুতা বেঁধে দিতো সেই মেয়েটিই আমি সালমা সুলতানা। আমরা চার বোন এক ভাই। আব্বুর চাকরির সুবাদে আমার ছেলেবেলা কেটেছে অনেক শহরে। SSC পাস করতে আমার আটটি স্কুল পার করতে হয়েছে । সর্বশেষে খলিসাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করি। পরে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি, অনার্স ও মাস্টার্স পাস করি। 🥀
🍀ছোটবেলা থেকে চাকরি করার খুব ইচ্ছা ছিল।
বাবার মতে মেয়েদের স্কুল শিক্ষিকা হয়া খুব নিরাপদ চাকরি। তাই প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে থাকি এইচএসসি পাশের পর থেকে। প্রতি বারই রিটেনে পাস করি কিন্তু ভাইবায় আউট হয়ে যায়। 🍀
🌹অনার্স পাশ করে যখন মাস্টার্সে ভর্তি হয় তখন এক রাজপুত্রের সাথে আমার বিয়ে হয়। রাজরানী করে নিয়ে যায় তার বাড়িতে।
আমি তো মহাখুশি। ♥️
🌲শাশুড়ী হাইস্কুলের শিক্ষিকা, স্বামী ব্যাংকে চাকরি করে, শশুড় ব্যাবসা করে, ননদ চাকরি করে। আমার চোখে তখন অনেক স্বপ্ন। আমি ও চাকরি করবো। ইতিমধ্যে বিএডে ভর্তি হলাম।
স্কুল কলেজের নিবন্ধন পরীক্ষায় পাশ করলাম।
শুরু হলো চাকরির যুদ্ধ 🏴।
কিন্তু বটে বলে মিলোনা।🏌️♂️
🍁আমার কোল জুড়ে এলো জমজ ছেলে -মেয়ে। 💫
🐾তখন আমি বেসরকারি একটি স্কুলে চাকরি করি। কিন্তু বেশি দিন এটা করতে পারি না।🍃
🥀এরপর মনে হলো ঘরে বসে কিছু করবো। শুরু করলাম পাখি পুষা।কিন্তু সেই ভাবে পাখিও সেল করতে পারলাম না।🍃
🌼বিয়ে ১২ বছর পর মন হলো আমরা শরীরে শুধু মেদ জমেনি আমার ব্রেনেও মেদ জমেছে। 🌼
🌷শিখার নেশার ইউটিউব খাটাখাটি শুরু করলাম।
🍁এমন সময় পেয়ে গেলাম আমরা শ্রদ্ধায়ে ইকবাল বাহার জাহিদ স্যারকে।স্যারের প্রতিটি কথা মন মুগ্ধ হয়ে শুনতাম। 🍁
🥀বর্তমানে আমি মেয়েদের পোশাক ও খেজুরের গুড় নিয়ে কাজ করছি। 🥀
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৮০
Date:- ২৩/১১/২০২১ ইং
নাম ঃসালমা সুলতানা
বেচ নংঃ ১২
রেজিষ্ট্রেশন নংঃ ৪৭৭১৫
জেলা ঃ কুষ্টিয়া
ব্লাড গ্রুপ ও পজেটিভ।