⚜️বেচাকেনার গল্প⚜️
⚜️গল্পে গল্পে পন্যের প্রচার⚜️
☢️আসসালামু আলাইকুম
☢️আশা করি প্রতিদিনের ন্যায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন।
☢️সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হচ্ছি। আজ যে আমাদের 74 তম হাটবার। হাটবারে যেতে হবে আমার পণ্য গুলো বাজার করতে হবে। তাড়াহুড়া করে বের হয়েছি হাটবারে যাব বলে। কিন্তু রাস্তায় এসে দেখি অনেক জ্যাম।
যাক ভালই ভালই হাটে এসে পৌছালাম।
☢️মোটামুটি প্লেস মত একটি স্টল নিয়ে বসলাম। আমি অনেক আগেই হাটে চলে এসেছি । এখনও তেমন একটা কাস্টমার আসেনি। তখন চুপচাপ বসে বসে ভাবছিলাম। এত বড় হাটবার তৈরি করার কারিগর নিয়ে।
তিনি আর কেউ নয় নিজের বলার মত গল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব ইকবাল বাহার জাহিদ স্যার।
☢️আসলেই স্যারের মনটা অনেক বড়। বাংলাদেশে এত বড় হাট আর কোথাও নেই। বুঝতে হবে এই মানুষটা মানুষ গড়ার কারিগর। তার পক্ষে সম্ভব এতবড় একটা হাট বার তৈরি করে দেওয়া।
☢️আমি আমার পাশে যিনি স্টল দিয়েছে। দেখছি উনি আমার সামনে এসে দাঁড়িয়েছে, আর জিজ্ঞেস করছে কেমন বেচাকেনা হচ্ছে। উনি আমাকে জিজ্ঞেস করল বাসায় বসে অনলাইনে এবং অফলাইনে বেচাকেনা কেমন হয় , আমি বলেছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালই হয়।
উনি আর আমি বেচাকেনার উপরে অনেক আলোচনা করি। ওনাকে আমার একটি বেচাকেনার গল্প শুনাই।
⚜️বেচাকেনার গল্প⚜️
☢️গতকাল সকাল দশটা বাজে, আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, এখনো নাস্তা করিনি। ঠিক তখনই কলিংবেল বেজে উঠলো। দরজাটা খুলে দেখি আমার একটা পছন্দের মানুষ। একটা ভাবি, সে শুধু আমার একটা ভাবী না আমার একটা ভালো বান্ধবী, আমি ভাবীর সম্পর্কে একটু বলতে চাই।
আমি ঢাকা যেখানে থাকি বর্তমান অবস্থান, এখানে ভাবীরা অনেক প্রভাবশালী। তাদের যেমন টাকা আছে তেমন ক্ষমতাও আছে। তাদের ছয়তালা করে দুইটা বাড়ি আছে। কিন্তু এগুলো কেন বলছি একটু পরে বুঝতে পারবেন।
☢️যাইহোক ভাবি আমার বাসায় চলে এসেছে। দরজা খোলার সাথে সাথে ভাবি আমাকে জড়িয়ে ধরেছে, আমিও ভাবীকে জড়িয়ে ধরেছি। কারন অনেকদিন পরে দেখা। আর আমি নতুন বাসায় উঠেছি, এবং আমার ছেলের সুন্নত-এ-খাতনা করেছি, তাই ভাবি দেখতে এসেছে। আমি জানি ভাবি আমাকে অনেক পছন্দ করে । ভাবি আমাকে অনেক ভালো জানে। যাই হোক ভাবির সাথে অনেক আলাপ হলো নাস্তা খাওয়া হলো। কথার মধ্যেই ভাবি জিজ্ঞেস করলো আমার বিজনেস কেমন চলছে।
ভাবি জানতো আমি বিজনেস করছি। আমি বললাম ভাবি আলহামদুলিল্লাহ ভালো চলছে। আমাকে জিজ্ঞেস করল নতুন করে কি কি এনেছেন দেখান।
☢️আমি বললাম আসেন ভাবী ওই রুমে চলেন। ভাবি দেখে তো অনেক অবাক এত সুন্দর করে বিজনেস করার জন্য সাজিয়েছি। আমি তখন তাকে ড্রেস এর সাথে পরিচিত করিয়ে দিচ্ছে। কোন টার দাম কেমন কোনটার কোয়ালিটি কেমন এগুলো সম্পর্কে।
ভাবী বলল আপনি অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছেন আমার এটা অনেক ভালো লেগেছে। আমি বললাম বিজনেস করলে একটু যত্ন তো করতেই হবে। কথা বলতে বলতেই ভাবির শালের দিকে চোখ পরে গেল। এগুলো কি শাল, ভাবি বলল খুব সুন্দর তো শাল গুলো আমাকে একটু দেখান।
☢️তখন আমি তাকে সব গুলো খুলে দেখালাম। ভাবির প্রত্যেকটা সাল অনেক পছন্দ হয়েছে। ভাবি বলছে আমি সবগুলা নিয়ে নিবো। আমার সবগুলো পছন্দ হয়েছে। সে আমার কাছ থেকে চারটা সাল নিয়ে নিল। দাম জিজ্ঞেস করল কত করে ,আমি বললাম একগুলো1800 , ওগুলো 2000টাকা করে। ভাবী বলল ঠিক আছে তাহলে আমাকে চারটা সাল দেন। ভাবি চারটা সাল নিয়ে বাসায় চলে গেল। আর বলছে ভাবি আমি টাকা নিয়ে আবার আসছি।,,,,,,,,,
☢️ঠিক বিকেল চারটার সময় ভাবি আমার বাসায় আবার। ভাবি এসেছে টাকা দিতে। আর হাতে করে আরেকটা সাল নিয়ে এসেছে, আমি বললাম ভাবী এটা পছন্দ হয় নাই। বলেছে হয়েছে, তখন আমার হাতে টাকা দিয়েছে। আমি টাকাগুলো গুনে দেখি 4 টার দাম দেওয়া আছে। আমি বললাম কি ব্যাপার ভাবি এখানে তো চারটা দাম দেওয়া আছে, ভুল করেছেন?, ভুল করে বেশি দিয়েছেন? উনি বললো আমি ঠিক দিয়েছি। তাহলে একটা ফিরিয়ে দিচ্ছেন কেন? উনি বলছে আরে নারে আমি ফিরিয়ে দিচ্ছি না। এটা তো আপনার পছন্দের শাল তাই নিয়ে এসেছি। আমি তখন কিছুই বুঝলাম না তাই আবারও প্রশ্ন করেছি। মানে,,,,,,কি ,?ভাবি বুঝিয়ে বলেন,,,
☢️তখন দেখছি ভাবী মিটিমিটি হাসে,,,, আমি বললাম কি ব্যাপার আপনি হাসেন কেন,,,, উনি বললো এমনিতেই এটা আপনি রাখেন। এটা বিক্রি করবেন না এটা আপনার জন্য রেখে দিবেন। আমি বললাম মানে কি,,,, ভাবী ।
☢️ভাবী বলল আরে কিছু না, আমি অনেকদিন ধরে ভাবছি আপনাকে কিছু একটা গিফট করবো। তাই আপনার কাছ থেকে শাল কিনে আপনাকে গিফট করেছি। তখন আমি বললাম এজন্য আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন আমার কোনটা পছন্দ, ভাবী বলল হ্যাঁ এই জন্য বারবার জিজ্ঞেস করেছি আপনার কোনটা বেশি পছন্দ।
☢️আমি ভাবিকে তখন বলেছিলাম যে এখান থেকে আমি একটা শাল নিব। তবে যেটা বিক্রি করার পর থাকবে, সেটা নিব, আর না থাকলে নিব না।
এজন্য ভাবি যখন সাল পছন্দ করছিল, তখন আমাকে বারবার বলছিল আমি যেন একটা শাল পছন্দ করি ওনার জন্য, আমি তখন ভাবীকে জিজ্ঞেস করলাম ভাবী চারটা সাল কার কার জন্য নিবেন। সে বলল তিনটা তিন জন কে গিফট করবো একটা আমি নিব। আমি বললাম ও আচ্ছা। ভাবির সাথে কেনাবেচার সময় এ আলাপগুলো হয়েছিল।
আর এখন বুঝতে পেরেছি যে ,,, ভাবি আমাকে গিফট করবে তাই আমাকে বারবার একটা শাল পছন্দ করে দেয়ার জন্য বলেছিল।
ভাবি যখন শাল গুলো দেখছিল, তখন ভাবি আমাকে বলল, যে আমি মডেলিং করছি আপনার সালের। আপনি পিক তোলেন। আমি হাসতে হাসতে ভাবি মডেলিং করছে আর আমি ছবি তুলছি। আমি ভাবিকে যতই দেখি ততই মুগ্ধ হই। ভাবি এত অর্থ-সম্পদের মালিক তার মাঝে কোন অহংকার নাই এটা আমার খুব ভালো লাগে। ভাবি আমাকে সবসময় বলত উনি আমাকে খুব পছন্দ করেন ভাবির এই কথাটা আমার সব সময় ভালো লাগতো। আমরা দুজন দুজনকে অনেক পছন্দ করি। যাইহোক।
☢️আমি তখন ভাবীকে বললাম ভাবী এগুলো আমি সবাইকে দেখাবো আমি পোস্ট করব। উনি বলেছে কোন সমস্যা নেই। তখন আমি বললাম আমি হাটবারে আপনার পিক সহ আমার শালের ছবি দিব। তখন ভাবি অবাক হয়ে জিজ্ঞেস করে হাটবারে মানে,
আমি বলেছি ,,,,,, আমাদের নিজের বলার মত গল্প ফাউন্ডেশনের একটা হাট বার আছে। ওইখানে আপনার ছবিসহ আমার শালগুলো দেখাবো।
☢️আমি বললাম ভাবি আমাদের হাটবারে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। চাল-ডাল হইতে পোশাকাদি সম্পন্ন আইটেম পাওয়া যায়। আমি ভাবীকে বললাম আমি আপনাকে হাটবারে নিয়ে যাব। ভাবী বলল আপনি যখন হাটবারে যাবেন আমাকে নিয়ে যাবেন।
আমি বলেছি ভাবি আগামীকালকে আমাদের হাটবার আছে। আপনি যাবেন? ভাবী বললো হ্যা আমি যাব!
☢️আমি বললাম ভাবী আমি অনেক সকালে যাব। আপনি এত সকালে যেতে পারবেন। ভাবী বলল সমস্যা নেই আমি আপনার পরে আসবো।
☢️আমি হাটবারে আমার স্টলের পাশে যে লোকটা স্টল দিয়েছিল তার সাথে গল্পটা বলছিলাম। আর তাকে বললাম ভাবী হয়তো কিছুক্ষণের মাঝে হাটে চলে আসবেন। উনি আমাদের গ্রুপের কথা শুনে আর হাঁট বারের কথা শুনে অনেক উৎসাহিত হয়েছেন। তাই উনি আমাদের হাটবারে আসবে বলেছেন এবং কোন প্রোডাক্ট পছন্দ হলে কিনবে সেটা ও বলেছে। আমরা যাকে চিনি তার কাছ থেকেই কিনি। আমাদের কমিটমেন্ট ভালো হলে আমাদের সেলও ভালো হবে।
☢️হাটবারে আমার পাশে স্টলটা ছিল মুক্তা ভূঁইয়া আপুর। আর আপুকে আমি এই গল্পটা পুরোটা শুনিয়েছি। আপু আমার এই গল্পটা শুনে এবং ভাবীর গল্পটা শুনে তার অনেক ভালো লেগেছে ।আপু আমাকে বলেছে ভাবির সাথে তাকে পরিচয় করিয়ে দেয়ার জন্য। আমি বলেছি আচ্ছা ঠিক আছে।
☢️গল্প করতে করতে দেখি অনেক কাস্টোমার চলে এসেছে হাটবারে। আমিও চুপচাপ বেচাকেনা শুরু করে দিলাম।আর আমার প্রোডাক্ট গুলো সো করছি।
☢️বি:দ্র! আমরা মানব জাতি আমাদের ভুল আছে এবং থাকবে! আমার লেখার মাঝে যদি কোন ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন! কারণ আমি কারো বোন বা বান্ধবী যাই হই না কেন আমাকে ক্ষমা করে দিবেন! ভুলগুলো শুধরিয়ে দিবেন! আজ আর নয়!
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৭৯
Date:- ২২/১১/২০২১ ইং
☣️আমি খাদিজা লিপি
কমিউনিটি ভলান্টিয়ার
🌷ব্যাচ 14
🌷রেজিঃ নং 67029
🌷নিজ জেলাঃ লক্ষ্মীপুর
🌷বর্তমান অবস্থান ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা