⌛গল্প কথায় পন্য সেল⌛
💐আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ্ 💐
আজকে(৭৪) তম হাট বারে আপনাদের সকলকে জানাই আন্তারিক অভিনন্দন ও শুভেচ্ছা 🥀🥀
আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি
সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের কে সুস্থ রেখেছেন, ও ভালো রেখেছেন,
শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি প্রিয় শিক্ষক, মেন্টর, ভালো মানুষ গড়ার কারিগর, জীবন্ত কিংবদন্তী এ শতাব্দীর শ্রেষ্ঠ আবিষ্কার
যিনি সুখ খুঁজে না আপন নীড়ে, প্রাণের টানে এই আঙিনায় বারে বারে আসে ফিরে, কালজয়ী, সময়উপযোগী মহা নায়ক, সকলের নয়নের আলো,আমাদের সকলের নয়নের মনি, শিক্ষাগুরু, আমাদের সকলের প্রিয় শিক্ষক যার চিন্তা ভাবনা এই স্বপ্নের প্ল্যাটফর্ম কে ঘিরে, যিনি সবসময় যুক্তিময় উক্তি দিয়ে আমাদের অনুপ্রাণিত করেন, তিনি হলেন আমাদের সকলের প্রিয়
ইকবাল_বাহার_জাহিদ স্যার, যার পরিশ্রম একাগ্রতা, সততা ও নিষ্ঠার ফসল হিসেবে আমরা পেয়েছি নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশনের মতো একটি মানবিক প্ল্যাটফর্ম। তার সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা তাদের মেহনত ধারা নিজের বলার মত গল্পঃ ফাউন্ডেশন তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে -অনেক অনেক ভালোবাসা নতুন পুরান সকল সদস্য ভাই বোনদের প্রতি ------🍂🍂🍂🍂🍂🍂
আজকে যেহেতু হাটবার, তাই কথা না বাড়িয়ে সকাল সকাল চলে এলাম অনলাইন হাটে
চোট বেলায় দেখতাম, বাজারের দিন পন্য নিয়ে বাজারে গেলে বাজার কতৃপক্ষ কে একটা নির্ধারিত বিল(খাজনা) পে করতে হতো,কিন্তু আমাদের এই হাটে কোন বিল( খাজানা) পে করতে হয়না, আলহামদুলিল্লাহ, এই খাজনার জন্য মাঝেমধ্যে ঝগড়াঝাটি ও হতো,সেই দিক বিবেচনা করলে আমাদের সাপ্তাহিক অনলাইন হাট কিন্তু একদম সুন্দর ও সু শৃঙ্খল 🍁🍁🍁🍁🍁
মূল পর্বে জাওয়ার পূর্বে আমার প্রাথমিক পরিচয় টা তুলে ধরি,
আমি মোহাম্মদ নাঈমুল হাসান বিপ্লব
আমি লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার একজন বাসিন্দা, ভাইবোনের মাঝে আমার বড় একটা বোন আছে, আর ভাইদের মধ্যে আমিই সবার বড়, আমার বাবা একজন সফল বিজনেস ম্যান আলহামদুলিল্লাহ।
বর্তমানে কাজ করছি ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইনের, এই হলো আমরা সংক্ষিপ্ত পরিচয়, ~~~~~>>>~~~~~~~>>>>~~~
দেখতে দেখতে শীত কিন্তু চলেই আসছে এজন্য অনেকেই শীতের পোশাক নিয়ে নতুন বিজনেস করার চিন্তাভাবনা করতাছেন,, এ জন্য অবশ্যই আপনাকে সবার সামনে পোডাক্ট গুলোকে হাইলাইট করতে হবে, তার জন্য প্রয়োজন পোডাক্ট ডিজাইন,এবং কন্টেন্ট রাইটিং, আর আপনাদের এ সব বিষয়ে হেল্প করার জন্য @Alif Graphic Design সবসময় আপনাদের পাশেই আছ""""""""""""""""""""
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
গত কয়েক দিন আগে আমাদের বাড়ীর পাশে একটি মাহফিলের আয়োজন করা হয়, ঐ মাহফিলের ব্যানার বানানোর দায়িত্ব ছিলো আমার উপর,অতএব ব্যানার ডিজাইন করে যখন প্রিন্টিং করতে দোকানে গেলাম, দোকানদার আমার পূর্ব পরিচিত ছিলো দোকানে প্রবেশ করার পর দেখলাম দোকানদার অন্য একটা কাজ করতেছিলেন, আমি তার পাশে
বসলাম
,এবং তার কাজগুলা দেখতে লাগলাম, মাঝে সাঝে দু এক কথা বলতাম, আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ করি তা কিন্তু তিনি জানতেননা আমার কথা শুনে আমাকে জিজ্ঞেস করলেন ভাই আপনি কি গ্রাফিক্স এর কাজ করেন? আমি বললাম, জ্বি করি , বললো এজন্যই তো আপনি আমাকে টুকটাক কিছু বলতাছেন,তারপর আমি খানিকটা মুচকি হাসলাম, ঐদিন আবার তার দোকানের ডিজাইনার একজন ছুটিতে গেছেন আর কজও প্রচুর ছিলো, আমাকে বললো আপনি আজকের জন্য আমারদের দোকানে ডিজাইনার হিসেবে কাজ করেন, তরপর আমি হেসে বললাম, মজা করতাছেন? বললো ভাই মজা করবো কেন? আমি বললাম আপনি বললে হয়তো আমার ব্যানারটা প্রিন্ট হওয়ার আগ পর্যন্ত কিছু ডিজাইন করে দিতে পারি,
বললো আচ্ছা ঠিক আছে করেন, তারপর কয়েকটা ব্যানার রেডি করে দিলাম, তিনি তো অনেক খুশি,এমনকি আমাকে বললো ভাই আপনি তো মাশা-আল্লাহ ভালোই কাজ পারেন
আপনি চাইলে আমাদের এখানে ডিজাইনার হিসেবে কাজ করতে পারেন,আমি বললাম ভাই আমি তো ডিজাইনার হিসেবে অলরেডি কাজ করতেছি একটা অনলাইন প্লাটফর্মে
বললো আপনার প্রতিদিন কয়জন কাষ্টমার আসে?? আমি বললাম ঠিক নেই কম বেশি হয়
তারপর জিজ্ঞেস করলো আপনি শুক্রবারে কাজ করেন ? আমি বললাম ভাই আমাদের শুক্রবার -শনিবার নেই আমরা প্রতিদিন ই কাজ করি।
বললো মানে?? আমি তখন তাকে আমাদের নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের কথা বললাম, যে এখানে অনলাইনে পন্য সেল করা জায় এবং পন্য ক্রয় করাও জায়, জিজ্ঞেস করলো আপনার প্রতিদিন কত টাকা সেল হয়? বললাম আলহামদুলিল্লাহ একটা হ্যান্ডসাম এমাউন্ট তো হয় ই প্রতিদিন,
তারপর তিনি বলেন সত্যি নাকি? আমি বললদম মিথ্যা বলবো কেন? আপনি ফেসবুকে সার্চ করে দেখেন, আমাদের গ্রুপ আছে তারপর তাকে ফেবু তে গল্প গ্রুপের ইনভাইট পাঠালাম, তখন তিনি একসেপ্ট করলেন এবং আমাদের কিছু কাজকর্ম দেখলেন, বললেন এখানে আমি কি ভাবে কাজ করবো?
তারপর আমি তাকে বললাম এখানে কাজ করতে হলে রেজিষ্ট্রেশন করতে হয়, বললো রেজিষ্ট্রেশন করতে কত টাকা লাগে? বললাম একদম ফ্রী, কোন টাকা লাগেনা,
থকন তিনি আশ্চর্য হয়ে বললেন সত্যি? আমি বললাম জ্বি ভাই সত্যি., তখন তিনি বললেন ভাই আপনি আমাকে এখনই রেজিষ্ট্রেশন করে দিন, তারপর তাকে রেজিষ্ট্রেশন করে দিলাম।
🚶♂️পাশের বাসার অংকেল🧍
সে দিন বিকেলে আসরের নামাজের পর আমি মোবাইলে একজন গ্রাহককের সথে কথা বলছিলাম, হঠাৎ করে আমাদের বাড়ীর একজন আমাকে ডাক দিলো, আমি বললাম ২ মিনিট পর কথা বলবো দাড়ান, এটা বলার পর তিনি তো রাগ হয়ে গেলেন,বলতে লাগলেন আজ-কালকার পোলাপান কি হয়ে গেলো আল্লাহ জানে ইত্যাদি ইত্যাদি....
ততক্ষণে আমি মোবাইলে কথা শেষ করে জিজ্ঞেস করলাম কি হইছে, কেন ডাকছেন??
বললো তুমি না মাদরাসায় পড়াশোনা করছো?
বললাম জ্বি করেছি তো, বললো এখন এখন কি করো? বললাম মসজিদে ইমামতি আর অনলাইনে গ্রাফিক্স ডিজাইনের কাজ করি
বললো গ্রাফিক্স আবার কি?
বললাম এটা একধরনের ফটোর মতো,
বললোঃ এটা করে তোমার লাভ কি?
বললামঃ আপনি বুজবেননা,
বললোঃ মাদ্রাসায় পড়াশোনা করে এখন এগুলা করতাছো,,?
বললামঃ কেন? এটা কি কোন খারাপ কাজ?
বললোঃ তা নয় কি সারাবদিন অনলাইনে ভালো মানুষ থাকে?
বললামঃ আমার কাজটা যেহেতু অনলাইন ভিত্তিক তাই অনলাইনে একটু বেশি সময় দিতে হয় এটা স্বাভাবিক, আর আমি তো আর বেকার না
বললোঃএটা করে তোমার লাভ হয়?
বললামঃ অবশ্যই লাভ হয়, নাহলে কি এখানে সময় দিতাম?
তারপর তার সাথে এ বিষয়ে আরো আনেক কথা হয়,তারপর যখন বুঝলো, যে আসলে আমার কাজ ঠিকই আছে, তখন বললো যে আমার ছেলে টা বড়িতে বেকার বসে আছে তাকে তোমাদের এখানে রেজিষ্ট্রেশন করে দিও, তাহলে হয়তো সে তোমার মতো ভালো কিছু করতে পারবে
বললামঃ আচ্ছা ঠিক আছে করে দিবো নি
বললোঃ মনে কষ্ট নিও না আমি না বুজে তোমাকে অনেক কিছু বলে ফেলছি
বললামঃ সমস্যা নেই আপনি তো না বুজে বলছেন কত মানুষ আছে বুজে বলে
তারপর আমাকে চায়ের অফার করলেন অনেক বলার পর তার সাথে চা পান করলাম
দিনশেষে মনে হলো যে আমি সঠিক বিষয় নিয়ে কাজ করছি এবং ভলো পথে হাঁটছি
কাজকে কখনো ছোট করে দেখার সুযোগ নেই
কাজ যতই ছোট হোকনা কেনো.
কাজের প্রতি ভালোবাসা থাকলে কাজটা একদিন অনেক বড় কিছু করতে সাহায্য করবে আপনাকে আমাকে সবাইকে,
আমি যখন গ্রাফিক্স ডিজাইনের কাজ শুরু করি তখন অনেক দোটানায় ছিলাম, যে আমি কি সফল হতে পারবো? আমাকে দিয়ে হবে? আরো কত চিন্তা কাজ করছিলো তখন, কিন্তু যখন, কাজের সাথে লেগে থাকলাম, তখন ধীরে ধীরে সফল হতে শুরু করলাম, এটার একমাত্র কারন হলো কাজের প্রতি ভালোবাসা, ভালোবাসা না থাকলে এ কাজের সাথে এতদিন লেগে থাকতে পরতাম না,
তাই যে কোন কাজের সঠিক সিদ্ধান্ত নেওয়ার পর সবচেয়ে বড় বিষয় হলো ঐ কাজের সাথে লেগে থাকা, মাঝখানে যত ঝড় ঝাঁপটা আসুক এগুলোকে নিরবে সয়ে জেতে হবে, তাহলে একদিন আপনি সফলতার মুখ দেখতে পারবেন
ব্যর্থতা জীবনে আসতেই পারে,দূর্বলতা জীবনে থাকতেই পারে।তাই বলে জীবনে কিছু করতে পারবো না এটা কোথাও লেখা নেই।এটা যদি মন থেকে মেনে নেওয়া যায়,আর এটার ওপর বিশ্বাস রাখা যায় তাহলে নিজেকে থামায় কে?
জন্য।স্বাভাবিকভাবে বাচতে না পারলেও,মরে তো আর যাচ্ছি না,যেহেতু বেচে আছি তাহলে নিজেকে কেন থামিয়ে রাখবো?
কেন চুপ করে জীবনের খাতাটা শূন্যতায় রাখবো?
জীবনে কিছু করার ইচ্ছে থাকলে কোন প্রতিকূলতাই বাধা হতে পারেনা।হয়তো আমার উদ্যোগটা খুবই ছোট।তারপরও শুরু তো করেছি।বলতে তো পারছি,হ্যা আমি কিছু করছি
আজ আমার এই ছোট্ট একটি উদ্যোগ ( গ্রাফিক্স ডিজাইনিং ও ডিজিটাল মার্কেটিং) এর ফলে "নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন " প্লাটফর্ম পেয়েছি। এতগুলো ভাই বোনদের সাপোর্ট, দোয়া ও ভালবাসা পাচ্ছি। এগুলোই তো প্রাপ্তি আমার জীবনের।একটা সুন্দর সাবলিল সময় কাটাতে পারছি আলহামদুলিল্লাহ 🍁🍁
☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️
আমরা উদ্যোক্তা মানেই আমরা কিছু পাবো সে আশাতেই কাজ করে চলেছি, হতে পারে অনেকেই টাকা ইনকাম করতে চাইছেন, হতে পারে অনেকেই স্বপ্ন বাস্তবায়নের জন্য চলছেন, হতে পারে অনেকেই কাজ দিয়ে বিশ্ব বদলে দেবার আশায় আছেন,
কিন্তু সবার আগে আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে, আমরা যে কাজ টা ভালোবাসা দিয়ে করছি তা পারবো। এটা আপনার বিশ্বাস আর আস্থাই আপনাকে সাফল্যের অর্জন করতে সহায়তা করবে..
কেউ মহান হয়ে জন্মগ্রহন করে না, মহান মানুষেরা চেষ্টার মাধ্যমে মহান হন।
এটাই কি আসলে সত্য নয় যে, কেউ অনেক বেশী জ্ঞান নিয়ে জন্মায় না। ঠিক তেমনি ভাবে আপনিও জ্ঞান আহরন করে নিজেকে সমৃদ্ধ করতে পারেন।
আপনি নিশ্চয়ই সেই অল্প কিছু মানুষের মধ্যে পরেন না, যারা মনে করে, তারা সব কিছুই জানেন, ঠিক এমন মনে হওয়াটাই আপনাকে সবার আগে বাদ দিতে হবে কারন, এই মনে হওয়াটা শুধুমাত্র অহংকারী হওয়া ছাড়া আপনার আর কোন কাজে দিবে না। আমাদের মনে রাখতে হবে,
অতীতকে আমরা কখনোই বদলাতে পারবো না, কিন্তু আমরা চাইলে বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারি ইনশাআল্লাহ্।
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂
জাওয়ার পূর্বে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বেসিক কিছু ধরনা শেয়ার করেছি আশা করি অনেকরই উপকার হবে
ডিজিটাল মার্কেটিং এর জন্য
যে সকল ফ্যক্ট গুলো জরুরী ❞
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ফ্যাক্ট>১.👉স্যোশাল মিডিয়া মার্কেটিং🧭
স্যোশাল মিডিয়া মার্কেটিং বলতে যা বুজায় তা হলো, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদি, যেগুলা আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ব্যাবহার করি,কিন্তুু এগুলো প্রফেসনাল ভাবেও ব্যাবহার করা যায়,এসব অ্যপস্ এর ভিবিন্ন টুলস্ এর মাধ্যমে আমরা যে কোন পন্য কে মানুষের নিকট অতি সহজে সেল করতে পারবো
ফ্যাক্ট>২.👉 গুগল এডওয়ার্ড, 🧭
এটাও ডিজিটাল মার্কেটিং এর জন্য বড় একটা মাধ্যম, ইউটিউবে আমরা যে সকল এড দেখতে পাই এবং বিভিন্ন ওয়েবসাইটে যে এড দেখতে পাই সে গুলো গুগল এডওয়ার্ড এর মাধ্যমে প্রমোট করা হয়ে থাকে, বিভিন্ন প্রতিষ্ঠান এ টুলস্ টি কে ব্যাবাহার করেথাকে তাদের ব্যান্ড কে প্রমোট করার জন্য
ফ্যাক্ট>৩.👉 ইউটিউব মার্কেটিং🧭
ফেসবুক, হোয়াটসঅ্যাপের পাশাপাশি ইউটিউবে ও প্রচুর পরিমাণ মানুষ একটিভ থাকে, যার কারনে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পন্য প্রমোট করার জন্য ইউটিউব ব্যাবহার করে থাকে
ফ্যাক্ট>৪.👉কন্টেন্ট রাইটিং🧭
কন্টেন্ট রাইটিং, এটাও ডিজিটাল মার্কেটিং এর বড় একটা মাধ্যম, কন্টেন্ট রাইটিং বলতে আপনি যে কোম্পানির পোডাক্ট সেল করবেন তার গুণগত মান এবং তার পার্শ পতক্রিয়া সম্পর্কে লিখাকে বুজায় যা ঐ কোম্পানির ওয়েবসাইটে অথবা পেইজে লিখতে হয়
ফ্যাক্ট>৫.👉seo(সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন)
Seo এর ব্যাবহার ইন্টারনেটে প্রায় সব জায়গাই দেখা জায়, একটা ওয়েব সাইটকে গুগলে র্যন্ক করানোর জন্য seo এর প্রয়োজন হয়, এক বিষয়ের উপর অনেক গুলো ওয়েবসাইট থাকে তাই আপনার ওয়েবসাইট র্যন্ক করানোর জন্য seo করা প্রয়োজন,
~~~~~~~~~~~~~~~~~~~~~~
💻বর্তমানে কাজ করছি গ্রাফিক্স ডিজাইন নিয়ে
🧭পেইজ লিংক https://www.facebook.com/Alif-Graphics-design-100780982356827/
যোগাযোগ 01309770746
🖊কাজের বিবরণ
👉পেইজ লোগো
👉ওয়েব ব্যানার
👉ফেসবুক প্রোফাইল ও কাভারফটো
👉ভিজিটিং কার্ড
👉গ্রুফ লোগো
👉ব্যানার ও শুভেচ্ছা কার্ড
👉নাম কালিগ্রাফি ডিজাইন
ধন্যবাদ সবাইকে আমার কথা গুলো মনোযোগ দিয়ে পড়ার জন্য, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,দোয়া ও শুভকামনা রইল আজকের মত এখানেই বিদায় নিচ্ছি
🍁🍁ধন্যবাদান্তে,,,🍂🍂
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৭৯
Date:- ২২/১১/২০২১ ইং
🥀নাঈমুল হাসান(বিপ্লব)
🥀কমিনিটি ভলেন্টিয়ার
🥀জেলা★লক্ষীপুর
🥀থানা★রামগন্জ
🥀ব্যাচ★১৫
🥀রেজিঃ★৬৭৬৫০