মন খুলে কখনো বলাও হয়নি এই বন্ধুগুলোকে অনেক বেশি ভালোবাসি
আমার জীবনে কিছু ভালো বন্ধু পেয়েছি এর চাইতে বড় পাওয়া হয়তো আমার জীবনে আর কিছু ছিল না,। জীবনে অনেক হতাশায় ভুগছি জীবনে অনেক কষ্টে কাটিয়েছি, হয়তো আমারই দোষ ছিল, তাই এমন টা হয়েছিলো। কিন্তু এই হতাশা এই বিপদ থেকে আমাকে যারা সর্বক্ষণ সাপোর্ট দিয়ে গেছেন তাঁর আমার প্রকৃত ভালো বন্ধু। ঠিক তেমন কিছু বন্ধু গল্প বলে যাই আমার জীবনে।
,,,,,😭😭 আমি যখনই কোন না কোন বিপদে পড়েছি, যখনই কোনো না কোনো হতাশায় ভুগছি, যখনই অনেক কষ্টের দিনগুলো কাটতে ছিল, ঠিক তখনই কিছু ভালো বন্ধুত্বের দেখা আমি পাই। আলহামদুলিল্লাহ এটা সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপার আমার। হয়তো মা বাবার দোয়া ছিল। তাই এমন কিছু ভালো বন্ধু আমার জীবনে পেয়েছি। যখনই বিভিন্ন রকম হতাশায় ভুগতাম তখন তাদের কাছে আমি আমার দুঃখ গুলো প্রকাশ করতাম, এখনও করি, তারা আমায় এমন ভাবে সাপোর্ট করে, এমন ভাবে আমাকে বুঝিয়ে দেয়, মনে হয় আমার গভীরের কোন রক্ত আমায় এভাবে বলছে, এভাবে বুঝাচ্ছে। সত্যি তখন নিজেকে এতটা হ্যাপি মনে হয় মনে হয় আমার চাইতে সুখী এ পৃথিবীতে আর কেউ নেই। 🙂
,, অনেক বিপদে পড়েছি টাকার, মানসিক, কিন্তু যখনই বিপদে পড়েছি কোনো না কোনো এক বন্ধুর কাছে ফোন করে বলেছি আমি বিপদে আছি, সেই বন্ধুটা নিজে না পারলেও অন্য একজন বন্ধুর থেকে সাহায্য নিয়ে আমাকে উপকার করে গেছে, এখনো যাচ্ছে। এমন বদ্ধ পাওয়া তো এই দুনিয়ায় বড় ভাগ্যের ব্যাপার। আমার কাছে মনে হয় আমি সবচেয়ে বড় ভাগ্যবান। কারন এমন কিছু বন্ধু আমার জীবনে আছে।
,, একদিন এতটা বিপদে পড়লাম আমি কোথাও কোনো কূলকিনারা খুঁজে পাচ্ছিনা কি করব? কি করা উচিত? হঠাৎ এক বন্ধুকে ফোন দিলাম সেই বন্ধু আরো সব বন্ধুকে ফোন করে আমার সামনে চলে আসলো আমাকে অনেক বুঝালো আমাকে মানসিক সাপোর্ট দিল, আমি সেই দিন খুব অবাক হয়েছিলাম, তারা তো আমার রক্তের কোন সম্পর্ক নেই রক্তের কোন আত্মীয় না, কিন্তু কেমন করে দূরদূরান্ত থেকে আমার সামনে এসে হাজির হয়ে গেলো? আমাকে শুধু বোঝানোর জন্য। সেদিন আমার কাছে মনে হয়েছিল আমি এ পৃথিবীর সবচেয়ে বড় ভাগ্যবান একজন মানুষ।
,, আমার এমন কিছু বন্ধু আছে, তাদেরও অনেক সমস্যা আছে। তাদেরও অনেক কষ্ট আছে। কিন্তু তাদের সমস্যাগুলো, তাদের কষ্টগুলো, নিজেদের মধ্যে রেখে আমাকে উজার করে দিয়ে আমার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে গেছে। তাদের সমস্যাগুলো আমাকে বুঝতেই দেয় নি। এমন কিছু বন্ধু এই দুনিয়ায় পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। এই দুনিয়ায় এমন মানুষ রক্তের হয় না। আমি পেয়েছি এমন কিছু বন্ধু। এমন বিপদ হয়েছে রাত দুইটা বাজে, কোন এক বন্ধুকে ফোন করে বলেছি আমি মানসিক প্রবলেমে ভুগছি, সেই বন্ধুটা বাকি বন্ধুদের কে ফোন করে সাথে সাথে কনফারেন্সে কল নিয়ে আমার সাথে কথা বলার চেষ্টা করে, এবং আমার প্রবলেমগুলো শোনার চেষ্টা করে। আমাকে সেই কনফারেন্সে নিয়ে সব বন্ধুরা মানসিকভাবে সাপোর্ট দেয়।💝
,, আসলে কিছু সম্পর্কের সংখ্যা হয় না। যোগ বিয়োগ হয় না। ভাগ হয় না। হিসাব হয় না। ঠিক তেমনই একটা সম্পর্ক আমার কিছু বন্ধুদের কে নিয়ে আমার জীবনে। প্রতিটা বন্ধু এতটা আন্তরিক, প্রতিটা বন্ধু এতটা মায়াময়, প্রতিটা বন্ধু এতটা মমতাময়, প্রতিটা বন্ধু এতটা শক্তিময়, এই বন্ধুগুলোকে না পেলে কখনো জানতেই পারতাম না এ পৃথিবীতে এখনো কিছু ভালো বন্ধু নামক বন্ধু আছে। আলহামদুলিল্লাহ।
,, আমার এমনও কোনদিন গেছে, আমি টাকার জন্য ঠিকমত খেতে পারিনি, কিন্তু তারা কেমন করে জেনে ফেলতো, এবং আমাকে না জানিয়ে, বিকাশে টাকা পাঠিয়ে দিত। এবং আমায় বলতোনা, কোনো বন্ধুকে জিজ্ঞাসা করলে, অস্বীকার করতো, কিন্তু ঠিক পড়ে আবার আমি জানতে পারতাম। পড়ে তারা বলতো, আমি লজ্জা পাবো, তাই বলেনি। এমন ভাগ্য নিয়ে কয়জন মানুষ ভালো বন্ধু পায় আমার জানা নেই??
,, এই বন্ধু গুলো যখন সম্পর্ক হয় আমার সাথে, ঠিক তখন থেকে আমাকে এমন ভাবে আগলে রেখেছে, কখনো সেটা বলে বা লিখে শেষ করতে পারবো না। হয়তো আমার কলমের কালি শেষ হয়ে যাবে। না হয় আমার খাতার পৃষ্ঠা গুলো শেষ হয়ে যাবে। কিন্তু কখনও বলে বা লিখে শেষ করতে পারবো না। তারা আমাকে যেমন করে সাপোর্ট দিয়ে যাচ্ছে তারা আমাকে যেমন করে ভালোবাসা দিয়ে যাচ্ছে, দুঃখ এবং পরিতাপের ব্যাপার হচ্ছে আমি তাদেরকে তেমন কোনো উপকার করতে পারছিনা এটা আমার ব্যর্থতা।
,, কিন্তু কোন বন্ধু আজ অবধি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি, কোন অভিমান রাখেনি কোন কষ্ট রাখেনি কোন একটা করা কথাও বলেনি। আলহামদুলিল্লাহ। অনেক সময় অনেক বন্ধু আমার কাছে এসে রেস্টুরেন্টে খেয়ে তারা নিজেরা বিল দিয়ে গেছে, আমাকে বিল দিতে দেয়নি। আমি অনেক সময় বিল দিতে চাইলেও তারা দিতে নিষেধ করেছে, বিশ্বাস করেন সেটা করুণা থেকে নয়, সেটা ভালোবাসা থেকে করেছে। তারা জানতে পেরেছে আমার ইনকাম খুব সিমিত, আলহামদুলিল্লাহ মন কিছু বন্ধু পেয়েছি আল্লাহর কাছে শুকুর আদায় করে হয়তোবা শেষ করতে পারবো না।
,, কোথাও ঘুরতে গেলেও আমায় তেমন একটা খরচ দিতে দেয়না, এই করনার সময়ও যখন সব কিছু বন্ধ, টিউশনি, চাকরি, সেই সময় ও আমায় সারক্ষন হেল্প করে গেছে। খোঁজ খবর নিয়েছে, কোথায় আছি। কি লাগবে আমার, কি খাচ্ছি। খাবারের কষ্ট হচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ। অনেক ধন্য মনে করি এই বন্ধু গুলোকে পেয়ে।
,, রাত্রি যখন গভীর হয় তখন আমার কিছু মানসিক কষ্ট আমাকে অনেক বেশি বেদনা দেয়, ঠিক তখন এই বন্ধু গুলো আমাকে প্রতিটা ঘন্টায় প্রতিটা দিন যেভাবে মানসিক সাপোর্ট দিয়ে গেছে, আসলেই পৃথিবীর কোন মানসিক ডাক্তার হয়তো আমাকে দিতে পারতো না।। এই বন্ধুগুলোর ভালোবাসায় এই পণ্যগুলোর সাপোর্টে এখনো অবদি আমি সুস্থ এবং স্বাভাবিক ভাবে জীবন যাপন করছি, আল্লাহর অশেষ রহমত ছিল। মা বাবার দোয়া ছিল।
,, এবং আমি যে উদ্যোক্তা জীবন শুরু করেছি, সেখানেও আমার এই বন্ধুদের সাপোর্ট আছে। এবং অনেক বেশি ভালোবাসা আছে আমার এই উদ্যোক্তাতা জীবনটা নিয়েও তারা অনেক বেশি সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এবং প্রতিনিয়ত আমার থেকে তারা পণ্য কিনে যাচ্ছে, শুধু আমি যেন ঘুরে দাঁড়াতে পারি এই প্রত্যাশায়। আরো দশজন কাস্টমার আমাকে দিচ্ছে যেন তারা আমার থেকে পণ্য কিনে। তাদের জন্য আর প্রিয় মেন্টর এর শিক্ষা গ্রহণ করে আজ আমি হয়ে উঠতেছি আস্তে আস্তে সফল উদ্যোক্তা।
,,আলহামদুলিল্লাহ তাদের সাপোর্ট এবং এই প্রিয় প্লাটফর্মে 3 লক্ষ কিংবা পাঁচ লক্ষ মেম্বার সবার ভালবাসায় দোয়াতে আমি একদিন সফল উদ্যোক্তা হয়ে বের হব ইনশাআল্লাহ। এমন কিছু বন্ধু সবার জীবনেই থাকা দরকার, যেটা আমি পেয়েছি। আমি প্রতিটা মানুষের জন্য দোয়া করি সবার জীবনে যেন এমন কিছু বন্ধু থাকে।।।
,, মন খুলে কখনো বলাও হয়নি এই বন্ধুগুলোকে অনেক বেশি ভালোবাসি, আজ আমি এই প্রিয় প্ল্যাটফর্ম নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন মন খুলে তাদেরকে বলতে চাই, তোদের কে অনেক বেশি ভালোবাসি। তোরা আমার জীবনের অনেক কিছু তোরা আমার জীবনের অনেক মূল্যবান তোরা আমার জীবনের একটা পার্ট, তোরা আমার জীবনের একটা সুখ, তোরা আমার জীবনের একটা ভবিষ্যৎ ,তোর আমার জীবনের একটা আনন্দময়, তোরা আমার জীবনে অনেক আর্শিবাদ।।
,, এই বন্ধু গুলোর জন্য মন খুলে অনেক দোয়া, অনেক বেশি ভালোবাসা, তোরা ভালো থাকবি, তোরা বেঁচে থাকবি, তোরা থাকবি আমার জীবনে। এই প্রত্যাশাই কামনায় সারাজীবন করি।,, আজ এই প্রিয় প্লাটফর্ম এর মধ্যে তোদের জানাই অনেক অনেক ভালোবাসা। অনেক অনেক সম্মান।
,, এই বন্ধুগুলোকে জীবনের কোন বিনিময় হারাতে চাইনা, কোন বিনিময় দূরে সরিয়ে রাখতে চাইনা। এখন অনেক বন্ধু কাজের ক্ষেত্রে ঢাকা ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে, কিন্তু আমাকে ভুলেনি, সেই অন্য জায়গা থেকে প্রতিদিন আমার খোঁজ নিচ্ছে খবর নিচ্ছে আমি খাচ্ছি কিনা, আমি ঘুমাচ্ছি কিন, আমি ঠিকমত চলছে কিন। অসাধারণ এক প্রতিভাবান আমার বন্ধুগুলো।,,,
,,, এবং এই প্রিয় প্লাটফর্মে আমাকে কোন এক বন্ধু জয়েন করে দিয়েছে, সেই সুবাদে পেয়েছি প্রিয় শিক্ষক পেয়েছি লক্ষ-লক্ষ ভালো মানুষ। সকল বন্ধুদের কাছে চির কৃতজ্ঞ,। আমি সত্যি একজন অকৃতজ্ঞ বন্ধু তোদের, তোদের জন্য কিছুই করতে পারি না, তোরা আমার জন্য প্রতিনিয়ত করে যাচ্ছিস এখনো।
🤲🤲 তোদের জন্য মন ভরে দোয়া ভালোবাসা সবসময় সর্বক্ষণ।।।
,,,✒️ পরিশেষে কিছু কথা বলি যাদের জীবনে এমন কিছু বন্ধু আছে প্লিজ এবং বন্ধুকে কখনো হারাতে দিবেন না, আঁকড়ে ধরে রাখবেন। এরাই আপনার বা আমার জন্য জীবনের সবচেয়ে বড় পাওয়া। আলহামদুলিল্লাহ।। ,,,
,, যারা এতক্ষন সময় নিয়ে গল্পটা শুনলেন, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা,৷ সেই সাথে দোয়া। 🤲,
শুভ কামনা।
👇👇👇
,,
💝💝
হাজির হয়েছি, পাইকারি এবং খুচরা মেকসি নিয়ে৷
#কেউ_পাইকারি_মেকসি_নিতে_চাইলে_যোগাযোগ_করুন।।
আমি আপনাদের মাঝে সূলভ মূল্যে মেকসি পাইকারি সেল করে থাকি।। ভালো মানের কাপড়। কেউ নিতে চাইলে যোগাযোগ করুন। অনেক ডিজাইন। অনেক কালার।
সুতি কাপড়, নরম এবং খুবই আরামদায়ক। ডিজাইন ও সুন্দর।
১০০% রং গ্যারান্টি।
১০০% সুতি।
১০০% আরামদায়ক।
১০০% রঙ গ্যারান্টি।
ঢাকা এর ভিতরে ৬০ টাকা ক্যাশ অন ডেলিভারি,
ঢাকা এর বাহিরে ডেলিভারি চার্জ ১৩০ টাকা।
#খুচরা_মূল্য ৪২০ টাকা।
#মেকসি,।
#গলায়_এমব্রয়ডারি_কাজ।
#বুতাম_খোলা_যায়।
#লম্বা ৫৪ এর বেশি।,
#বডি_৫৪+!
#ফ্রী_সাইজ।।।
#পাইকারি_নিতে_চাইলে_যোগাযোগ_করুন।
আমার #পেজ_লিংক
https://www.facebook.com/DressviewBoutiques/
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৭৯
Date:- ২২/১১/২০২১ ইং
👨✈️,_ Md. Nirob Hossain
🎀 ব্যাচঃ 11
🌴 রেজিষ্ট্রেশনঃ 20519
🇧🇩 জেলাঃ মুন্সিগঞ্জ
🏡 বর্তমানঃ ঢাকা, যাত্রাবাড়ী, ওয়ারি জোন।
✌️ কমিউনিটি ভলান্টিয়ারঃ নিজের বলার মত একটা গল্প প্লাটফর্ম।
💌 💖মেম্বারঃ নিজের বলার মত একটা গল্প প্লাটফর্ম।
#আমার_বড়_পরিচয়,, 👇
🔍🔍🔍✌️ #একজন_উদ্যোক্তা✌️✌️🔎🔎🔎