❣️গল্প পথচলার এক বছর সফলতা আকাশ ছোঁয়া ❣️
💖💖 গল্পে 💖 💖 গল্পে 💝 💝 সেল 💖 💖পোষ্ট 💖 💖
❣️গল্প পথচলার এক বছর সফলতা আকাশ ছোঁয়া ❣️
❣️ ❣️❣️❣️ শুকরিয়া মহান রাব্বুল আলামিন দরবারে যার দয়ায় পৃথিবীর মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পারছি এখনো আমরা আলহামদুলিল্লাহ ❣️ ❣️ ❣️ ❣️
💝 💝 কৃতজ্ঞতা প্রিয় অভিভাবক জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি যার মমতায় গড়া বিশাল বড় মানবিক কাজের একটা পরিবার পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ।। 💝 💝
💜 💜 💜 💜 💜 অনুভূতি প্রকাশ 💜 💜 💜 💜 💜
গত ১৭/ ১১/ ২০২১ তারিখে @নিজের বলার মত গল্প ফাউন্ডেশনে পথচলার এক বছর পূর্ণ হয় আমার।
👉 নানা বাস্তবতার৷ কারনে বছর ফুর্তি উপলক্ষে অনুভূতি প্রকাশ করা হয়নি আমার।
আজ কয়টা দিন মানষিক ভাবে একটুও শান্তি পাচ্ছিনা আমি বার, বার মনে হচ্ছে সফলতার গল্প গুলো আপনাদের সাথে শেয়ার না করলে বড্ড স্বার্থপর হয়ে যাবো আমি।
১৭/ ১১/ ২০২০ সালের মঙ্গলবার মানে হাটবারে প্রথম গল্পে, গল্পে সেল পোষ্ট করি প্রিয় প্লাটফর্মে।
পোষ্টের লিংক নিচে দেয়া হলো যারা মিস করেছেন অনুগ্রহ করে একবার পড়ে দেখবেন ।। 👇👇👇👇
https://m.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1111508912653797/
শুরুটা ছিলো মাত্র আট হাজার টাকা প্রথম পোষ্ট থেকে আমার অর্ডার আসে দশ হাজার টাকার।
যদিও অর্ডার আমার আরও বেশি ছিলো কিন্তু অজানা দুটি ভয় থেকে আমি নিতে পারিনি।
প্রথম ভয় ছিলো আমার পুঁজি মাত্র আট হাজার অর্ডার নিয়েছি দশ হাজার এর থেকে বেশি নিলে যদি কোন ঝামেলা হয় 😥😥
দিত্বীয় ভয় ছিলো স্যারের কাছে শিখেছি সততা আর কমিটমেন্ট হলো মানুষের জীবনের বড় সম্পদ আমি যদি কথা দিয়ে কথা না রাখতে পারি তাহলে স্যারের শিক্ষাকে অপমান করা হবে তাই অর্ডারের পাল্লা আর ভারী না করে
সেই অর্ডার দিয়ে শুরু হলো আমার পথচলা দিন/ রাত এক করে কাজ করছি আমি।
একটা মাত্র পায়ের সেলাই মেশিন ছিলো সাথে নিজের অসুস্থতা সব মিলিয়ে অনেক কষ্টের মাঝে প্রথম অর্ডার কমপ্লিট করলাম।
আমার তৈরী বেবী ড্রেস পৌঁছে গেলো বেশ কিছু ভাল মানুষের কাছে।
শুরু হলো নতুন আলোর সুচনা প্রথম অর্ডার ডেলিভারি দেয়ার আগেই বেশ কিছু অর্ডার যুক্ত হলো আমার ঝুড়িতে আলহামদুলিল্লাহ।।
সাথে পেয়ে গেলাম কিছু রিপিট কাস্টমার শুরু করলাম নয় পাঁচটা ভুল কাজ করা।
শরীল পিছু টানছিলো আর বলছিলো এই শরীলে এত পরিশ্রম তোর মানায় না।
আমি বলছি থেমে গেলে আমার চলবে না জান্নাত কে মানুষের মত মানুষ না করতে পারলে মরেও শান্তি পাবোনা।
শারীরিক কষ্ট কে পাশে রেখে এগিয়ে যেতে লাগলাম কখন কিভাবে আমার মাসিক সেল লাখ ছাড়িয়ে গেলো নিজেও বুঝে উঠতে পারছিলাম না।
শুধু মাথায় ছিলো আমি পারবো,,আমাকে পারতে হবে,, আমার সততা, কমিটমেন্ট,, কাজের প্রতি ভালবাসা,, ধৈর্য আমাকে সফলতা এনে দিবে।।
ঠিক দিলো তাই আমার সব কষ্ট পূণতা পেলো ১৭/ ১১/ ২০২১ শুরুটা পূর্নতা পেলো প্রিয় অভিভাবক জনাব #ইকবাল বাহার জাহিদ স্যারের একটা মেসেজে ।
দিনটি ছিলো ৬/ ১/ ২০২১ হঠাৎ একটা মেসেজ আপনার মাসে সেল কত??
আমি অবাক, 😱😱😱 কি দেখলাম স্বপ্ন নাকি সত্যি জানিনা 🤔🤔
নিজের শরীরে চিমটি দিয়ে অনুভব করলাম সব সত্যি তারপরও সহজ হতে পারছিলাম না।
যাইহোক সহজ করে উত্তর দিতে চেষ্টা করলাম মাসে প্রায় দেড় লাখ।
যদিও তার আগে রোজার মাসে আমার সেল ছিলো চার লাখ সত্তর হাজার টাকা আলহামদুলিল্লাহ ।।
সাথে সাথে রিপ্লে এলো আগামী ৩/ ৬ / ২০২১ সন্ধ্যার সাড়ে ছয়টায় Utv Live আপনি আমন্ত্রিত। 😲😲
আমরা শুনবো আপনার জীবনের গল্প বাংলাদেশ সহ বিশ্বের ৫০ টি দেশের মানুষকে শুনাবো আপনার গল্প।
সেই মুহুর্তটা ছিলো আমার কাছে আকাশ ছোঁয়া সফলতা পাওয়ার মত।
আমি কখনো ভাবিনি এতোটা পাওয়ার যোগ্য আমি মাত্র কিছু দিনের ব্যবধানে কোথায় চলে এসেছি আমি।
দুটি রাত চোখের ঘুম যেনো কোথায় হারিয়ে গেলো একটা ভাবনায় কি বলবো আমি স্যারের সামনে??
আমি কথা বলতে পারবো তো?? সবাই আমার কথা শুনবে তো কি?
লাখ ভাবনার সমাপ্তি ঘটিয়ে এলো ৩/ ৬/ ২০২১ #ওয়ারীজোন আর #বাগেরহারেট কিছু ভাই/ বোনকে সাথে করে চলে গেলাম ইউটিউব লাইভের অফিসে।
প্রিয় অভিভাবকের সামনে তুলে ধরলাম আমার জীবনের গল্প।
যদিও আধা ঘণ্টা এক ঘন্টায় একটা জীবনের গল্প বলে শেষ করা যায় না তারপরও যতটুকু পেরেছি বলছি।
নিজের গল্প বলে নিজে কেঁদেছি,, কেঁদেছে হাজার, হাজার ভাই / বোন সাথে কেঁদেছে প্রিয় অভিভাবক।।
আমার ভাবনায় ছিলোনা আমার জীবনী শুনে কেউ আমাকে পজেটিভ নিবে যদিও স্যারের সামনে সবগুলো সত্যি কথা বলেছিলাম কিন্তু ভিতরে একটা ভয় কাজ করছিলো।
বার বার মনে হচ্ছিলো আজকের পর হয়তো আবারও আমাকে অপয়া উপাধি পেতে হবে 😭😭😭
সেই ছোট বেলা থেকে শুনে আসছি আমি নাকি অপয়া,, আমি নাকি আমার মায়ের মৃত্যুর কারন 😭😭😭
বোনের মৃত্যুর জন্য আমি দায়ী 😭😭😭
আমি নাকি আকাশকে খেয়েছি 😭😭😭
আরও কত কথা।
কিন্তু না প্রিয় পরিবার আমাকে দিলো হৃদয় জায়গা করে এতদিন যারা আমার খোঁজ খবর নিতো না আমাকে ঠিক মত চিনতো না তারাও নিয়মিত আমার খোঁজ খবর নিতে শুরু করলো আমার ঘুরে দাঁড়ানোর গল্প হলো তাদের জীবনে বয়ে এলো অনুপ্রেরণা আলহামদুলিল্লাহ।।
এটা ছিলো আমার জীবনের বড় পাওয়া।।
ইউটিউব লাইভ থেকে ফেরার পরে টানা এক সপ্তাহ নিজের সবকিছু সাইডে রেখে সবাইকে সময় দিয়েছি আমি বার, বার শুধু একটা কথা মনে হয়েছে যে মানুষ গুলো আমাকে এতো ভালবাসে, যে মানুষ গুলো আমাকে অনুপ্রেরণা মনে করে তাদের কাছে আমার কাজটা অতি সামান্য জীবনে বেঁচে থাকলে বহুদিন পাবো কাজ করার মত কিন্তু এই দিনটা আর আসবে??
সাত দিন বিরতির পরে শুরু হলো পুরোদমে কাজ চারপাশ থেকে শুধু অর্ডার, আর অর্ডার যে আমি একদিন দুচোখের পাতা এক করতে পারতাম না কিভাবে জীবনের কঠিন পথটা পাড়ি দিবো,, কিভাবে মেয়েটা মানুষের মত মানুষ করবো, সেই আমি এখন ঘুমাতে পারিনা এত কাজ রেখে কিভাবে ঘুমাবো??
আমি ঘুমালে যে আমার কাজ ঘুমিয়ে যাবে,, ঘুমিয়ে যাবো কিছু বোনের স্বপ্ন সেই ভাবনা থেকে আরও কঠিন পরিশ্রম শুরু হলো আমার সামনে শুধু একটাই ভাবনা কাজ আর কাজ।।
এভাবেই চলতে লাগলো আমার জীবন তার ভিতর আবারও স্বপ্ন পূরন, আবার ডাক পেলাম #বাংলা_টিভির_আমার_গল্প বলার অনুষ্ঠানে যেখানে গিয়ে শেয়ার করলাম প্রিয় স্যারের সামনে জীবনের না বলা আরও কিছু কথা পূর্নতা পেলো আরও একটা সফলতা।
এভাবেই পেরিয়ে গেলো Young Entrepreneurs "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশন থেকে আমার জীবনের একটা বছর।।
এই একটা বছরে বিশেষ করে ইউটিউব লাইভ থেকে ফেরার পরে আমার হাত ধরে প্রিয় অভিভাবকে শিক্ষা নিয়ে তৈরী হয়েছে ৫০+ উদ্যোক্তা।।
যারা সামান্য পুঁজি দিয়ে শুরু করেছে ধৈর্য ধরে লেগে আছে প্রতি মুহূর্তে কাজ করে চলেছে একটু হলেও তৈরী করেছে #নিজের_বলার_মত_একটা_গল্প,, একটু হলেও পেরেছে ঘুরে দাঁড়াতে,, এখন আর তারা কারো বোঝা হয়ে নেই,, তৈরী হয়েছে তাদের. নিজের একটা পরিচয়।
আলহামদুলিল্লাহ এটাই আমার বড় জয়।
এক বছরে আরও হয়েছে অফলাইনে আমার একটা শপ যার নাম #ইনায়া_লেডিস_টেইলার্স_এন্ড_ফেব্রিকস যেখানে আমি কিছু বোনদরে প্রশিক্ষণ দেই টেইলারিং কাজের ,
কিছু বোনদের দিয়ে তৈরী করি আমার সিগনেচার প্রডাক্ট বেবী ড্রেস + থ্রিপিস যার দ্বারা একটু হলেও আশার আলোর ফুটেছে তাদের জীবনে।।
১৯/ ১১ / ২০২১ এ প্রাপ্তির খাতায় আরও যোগ হয়েছে প্রিয় স্যারের থেকে সেরা #ভলান্টিয়ারের পুরুষ্কার ।।
জীবনে কতোটা সফলতা পেয়েছি বা পাবো জানিনা শুধু জানি জীবনে যা চেয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি প্রিয় পরিবার থেকে।
সেই পাওয়া বিলিয়ে দিতে চাই আপনাদের সবার সাথে আপনাদের যে কোন প্রয়োজনে আমাকে নক করবেন ইনশাআল্লাহ সবসময় পাশে পাবেন।
বিশ্বাস করেন আপনাদের কোন উপকারে আসতে পারলে নিজেকে ধন্য মনে করবো।।
আজকের মত বিদায় নিতে চাই ইনশাআল্লাহ দেখা হবে আবার।।
ততক্ষণ পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদে পথ চলবেন মনে রাখবেন একটা দুর্ঘটনা সারাজীবনের কান্না 😭😭😭
আমার কাছে যা যা পাবেন বেবী ড্রেস / থ্রিপিস / প্লাজু / শাড়ী/ পান্জাবী / হিজাব/ বোরকা / খিমার/ লুঙ্গী / ঘামচা / গজ কাপড়/ প্রিন্টের কাপড় / ওড়না / বেড সিট / কসমেটিকস / খেলনা / খাবার / সহ আরও বেশি কিছু আইটেম।।
এই সব কিছু পাইকারী নিতে যোগাযোগ করুন
📲📲 01881997296
আমার পেইজ অনুগ্রহে করে লাইক দিয়ে পাশে থাকার বিনীত অনুরোধ রইল 👇👇👇
https://www.facebook.com/শখের-ড্রেস-109280940840373/
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৭৯
Date:- ২২/১১/২০২১ ইং
🙋♀️ ইনায়া ইসলাম বৃষ্টি
🇧🇩জেলাঃ #বাগেরহাট
🏚️ বর্তমানঃ ওয়ারী জোন ঢাকা
🎈রক্তের গ্রুপঃ বি পজেটিভ
🏆কমিউনিটি ভলান্টিয়ার
🧍সদস্যঃ রেজিস্ট্রেশন টিম মেম্বার
🙋♀️সদস্যঃ টপ ২০ ক্লাব মেম্বার
💁♀️ হাট মনিটরিং টিম মেম্বার
👩✈️১১তম ব্যাচ
✍️রেজিস্ট্রেশন ২৯৪৬৯