জীবনের বাঁকে বাঁকে ভাঙা-গড়া; উত্থান-পতনের গল্প
_________বিসমিল্লাহির রাহমানির রাহীম __________
___________আসসালামু আলাইকুম _____________
💐নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন" এর সন্মানিত প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই ?
আশা করছি যার যার অবস্থানে সকলেই সুস্থ ও নিরাপদে আছেন, আমি ও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ।
💐নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন" এর প্রতিষ্ঠাতা আমাদের সকলের প্রিয় মেন্টর, প্রিয় শিক্ষক জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
যেই মানুষটির জন্য আজ হাজার হাজার বেকার তরুন তরুনী ভাই বোনেরা ইতিমধ্যে উদ্যোক্তা হয়েছেন এবং লক্ষ লক্ষ শিক্ষিত বেকার তরুন তরুনী, ও প্রবাসী ভাই বোনেরা আজ নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার সুযোগ পেয়েছেন । তার পাশা পাশাপাশি আমরা বিশাল একটা প্লাটফর্ম পেয়েছি, এই প্লাটফর্মের মাধ্যমে নিজের নেটওয়ার্ক বৃদ্ধি করতে পারছি।
দেশ বিদেশে সবার সাথে পরিচিত হতে পারছি বিভিন্ন মিটআপে যুক্ত হয়ে। প্রিয় স্যারের জন্য অনেক অনেক দোয়া রইলো, আল্লাহ যেন প্রিয় স্যারকে সব সময় সুস্থ ও নিরাপদে রাখেন, আমীন।
💢কারো জীবনই কোনো সমান্তরাল ধারায় চলেনা। বেশির ভাগ মানুষের জীবনের বাঁকে বাঁকে ভাঙা-গড়া; উত্থান-পতনের গল্প থাকে।
আর যাদের তেমন কোন গল্প নেই তারাতো জীবনের মানেটাই বোঝে না
বেশ কিছু দিন আগে আমি লেখাটি লিখে ছিলাম সেদিন ছিলো অক্টোবর এর ২৭তারিখ ___২০২১ সালের অক্টোবর এর ২৭তারিখ আমার জন্য ভীষণ স্পেশান কারন এই দিন আমার গুরুজী আমার প্রিয় মেনটর ইকবাল বাহার জাহিদ স্যার আমাকে কমেন্টে দোয়া করেছিলেন। আমি সেদিন এতো খুশী ছিলাম যা এখানে লিখে প্রকাশ করা সম্ভব নয়।
💢💢২৭তারিখ বার বার বলছি কারন এই ২৭তারিখ রাত ৯ঃ০০টার পর আমার ফেসবুক আইডি ডি ফেসবুক থেকে লক করে দেওয়া হয়, আমার নিরাপত্তার জন্য। আমার আইডিটি ভেরিফাই করার জন্য ফেসবুক থেকে কিছু নিয়ম দেওয়া হয় কিন্তু আমি সব গুলোতে ফেল করছিলাম। প্রথমতো ইমেল আইডি টি ভুলে গেছি এবং যে ফোন নাম্বার দিয়ে আমার আইডিটি খোলা সেটিও ভুলে গেছি এবং সেই ফোন নাম্বারটি বায়োমেট্রিক করা নয়। মহা বিপদ। আমি সেদিন খুব আনন্দিত ছিলাম যে আমি হয়তো Sod হবো কারন স্যার আমার পোস্টে কমেন্ট করেছে।কিন্তু সকল আনান্দ ভাটা পড়লো রাত ৯ঃ০০টার পর আমি সারা রাত কান্না করছিলাম কি করবো। আমার পেজটিও ঐ একটি আইডিতেই আর কোন এডমিন যোগ করা ছিলো না।
💢আবার একটি আইডি খুললাম সেম নামে সেম ছবি দিয়ে। কাওকে খুজেঁ পাচ্ছিলাম বা। রাত তখন তিনটারও বেশি বাজে কোড় মডারেটর Mahbub Hasan ভাইয়াকে খুজে পেলাম ভাইয়ার সাথে কথা বললাম ভাইয়া বললো নতুন আইডি দিয়ে এক্টিভ হন সমস্যা নাই। কিন্তু ফেসবুক আমাকে কোনো সুযোগ দিতে নারাজ কোনো ভাবেই আমি নতুন আইডি খুলেও কাজ করতে পারছিলাম না৷ এই ভাবে দুই দিন চলে যাওয়ার পর গ্রামে আমার ছেলে মেয়েদের সাথে কথা বলি ওরা আমার আইডির সকল তথ্য নিয়ে একটি নাম্বার পায় বললো ঐ নাম্বার টি দিতে পারলে আমি আইডি ফিরে পাবো। নাম্বার টি আমার হাজবেন্ড এর এন আইডি দিয়ে তোলা৷ হাজবেন্ড ছিলো তখন চট্টগ্রাম। উনাকে ফোনে সব বললাম উনি বললেন অফিসের সব কাজ শেষ করে উনি নাম্বার টি উঠিয়ে আমাকে জানাবেন। যাক সন্ধার পর আমি নাম্বার টি পায় এবং ছেলে মেয়েরা তাদের কাজ শুরু করে। একের পর এক কোড চাইলো ফেসবুক সব জমা দিলাম ১ঘন্টা পরিক্ষার পর ফেসবুক আমাকে সঠিক ব্যাক্তি মনে করে আমার নিজের আইডিটি আমাকে দেন৷ ঐ তিন দিন আমি পুরো ফেসবুক জগৎ থেকে হারিয়ে গিয়েছিলাম।
💢 জীবনটা এমনই হঠাৎ কখন কে হারিয়ে যাবে কেও জানে না।
😭কেও খোঁজ ও রাখবে না। এটাই নিয়তি😭😭😭
💢আমি সেই ছোট থেকে নিজেকে চিনেছি ভিন্ন ভিন্ন রুপে। অবহেলা, কষ্ট আর ধংস সবই দেখেছি তার পরও উঠে দাড়িয়েছি নিজের চেষ্টায়। কেও সাহায্য করেনি কেও কাউকে পাশে পায়নি। আমার আমি কে মূহুর্তে মুহুর্তে ভেঙে চুরে ঘুরে দাঁড়িয়েছি বার বার।
💢সমালোচনা কে প্রথম প্রায়োরিটি দিয়েছি কারন ওটাই আমাকে শক্তিতে পরিনত করেছে।
আমি বরাবরই তাদের ধন্যবাদ জানায় যারা আমাকে বার বার অবহেলা করে প্রমান করেছে আমি কে এবং কি।
💢আমার উদ্যোগ নেওয়ার প্রথম দিকটি খুবই কষ্ট দায়ক ছিলো৷ ১০হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম আমি।
দুই মাস কোন প্রকার সেল হইনি। হতাশ হয়নি লেগে থেকেছি। সাকসেস হতে হলে লেগে থাকতে হবে। কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। আর আমি আমার কাজ কে ভালোবেসেছি। বিনিময়ে আমার কাজও আমাকে ভালোবাসা দিয়েছে ধিরে ধিরে।
💢একদিন এক আত্নীয় বাসায় এসে বললো বিজনেস আপনাকে দিয়ে হবে না। কারন আমার ভেতরে সে সব গুনই নাই। সেই আত্নীয়ই আবার ৬,৪০০পণ্য বাকিতে নিয়ে চলে গেলো আজ এক বছর কোনো খোজ নাই।
আমার সত্যি হয়তো গুন নাই তাই তাদের কাছে আমার ক্ষুদ্র বিজনেস এর টাকাটারও কোন দাম নাই যাক সেই কথা আর বলবো না।
💢সেই ১০ হাজার টাকা এখন আমার ১লক্ষ ৭৮হাজার এ এসে দাঁড়িয়েছে, এটা কিছু দিন আগের আপডেট ______ আজকের হিসাব ১ লক্ষ ৯০হাজার টাকা হয়েছে আমার সেল এর।আমি আমার ক্ষুদ্র চেষ্টায় এগিেয় চলছি। আমাকে সব সময় সার্পোস দিয়ে যাচ্ছে আমার হাজবেন্ড। সে না থাকলে আমি এই অনলাইন প্লাটফর্মে কাজ করতে পারতাম না। অনেক বাজে কথার সম্মুখীন হতে হয়েছে হচ্ছি এখনও।
💢আমার ও ইচ্ছে আমি এমন একটি সুপার সপ দিবো যেখানে এক সাথে সব পাবে ক্রেতারা। জানিনা সেই স্বপ্ন সপ্নই থাকবে কিনা তবে আমি হাল ছাড়তে চাই না আমি লেগে থাকতে চাই। আমার জন্য দোয়া করবেন সবাই। আপনাদের দোয়াই আমার অনুপ্রেরণা।
💢আমার স্বপ্ন আমিও একদিন আমার গল্পটি শোনাবো এমন কোনো মাধ্যমে যেখান থেকে সবাই আমাকে দেখতে পারবে৷ এবং আমার লড়াই করার গল্পগুলো জানতে পারবে৷
নারী মানেই শুধু অবহেলার পাত্রী এই ধারনা টা আমাদের মন থেকে ঝেড়ে ফেলতে হবে।
ইনশাআল্লাহ একদিন জয় করবো আমার গন্তব্য।
সবাই দোয়া করবেন আমার জন্য।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৭৯
Date:- ২২/১১/২০২১ ইং
☘️ Shathi Ir
☘️☘️রেজিট্রেশান নং -৪৩১৫৬
☘️☘️☘️ব্যাচ -১২
☘️☘️☘️☘️বর্তমান অবস্থান
☘️☘️☘️☘️☘️ঢাকা মিরপুর -১
☘️☘️☘️☘️🍀নিজ জেলা কুষ্টিয়া
☘️☘️কমিউনিটি ভলেন্টিয়ার নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন।
https://www.facebook.com/2199tiayeash.bd/
#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন