সুতি কাপড়ের কাঁথার উপকারিতাঃ
#গল্পে_গল্পে_পণ্যের_প্রচার
"আসসালামুয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহ"
আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।
আজকের ৭৪ তম হাটে স্বাগত ভালোবাসার ভাই বোনদের🌹
🎉হাট বার হলেই নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনে চলে গল্পের বাহার।বাহারি সব পণ্য নিয়ে ক্রেতারা চলে আসে হাটে। শুধু ক্রেতারা নয় ৬৪ জেলা ও বিশ্বের ৫০ এর অধিক দেশ থেকে বিক্রেতারদেরও আনা গোনা দেখা দেই।খুবই উৎসবমুখর একটা দিন কাটে।আমি অনেক উপভোগ করি প্রতি হাট বার।আমার মত অনেকেই আছে যারা হাট বারে গল্প পড়া এবং লিখার জন্য বসে থাকে।
চলুন আজকের গল্পের দিকে এগিয়ে যায়👉👉
💢কয়েক দিন আগে মেসেঞ্জারে একটা কল আসলো রাত ১১ টার দিকে।হঠাৎ এতো রাতে মেসেঞ্জারে কল দেখে ধরলাম না।কেটে গেছে আবার দিলো।আমি কল না ধরে মেসেজ দিতে বললাম।কিন্তু উনি মেসেজ সিন করে তার পরেও কল দিচ্ছে।ভাবতেছি ব্লক করে দিব কিনা🤔।নাকি কোনো প্রব্লেমে পড়ে কল দিছে।অনেক চিন্তা করে ধলাম। বললাম কে আপনি মেসেজ লিখতে পারেন না? খুব ছোট হয়ে বলল আপু সরি আমি মেসেজ লিখতে পারি না।কোনো এক প্রবাসী ভাই।আমি বললাম কি বলেন তাহলে ফেইসবুক কেমনে ইউজ করেন।বলল,,এক ভাই খুলে দিছে দেখিয়ে দিছে কল কি ভাবে দিতে হয়।যাক বিশ্বাস করলাম।বললাম তো এতো রাতে কেন কল দিছেন বলেন আমি ঘুমাবো বাংলাদেশে অনেক রাত।বলে আপু আপনি কি বেবি দের নকশি কাঁথা নিয়ে কাজ করেন। বললাম জি। বলে আমার কয়েকটা কাঁথা লাগবে।আমি অবাক হয়ে বললাম বিদেশ পাঠাবো কেমনে। বলে যে নাহ দেশেই ঢাকায় পাঠাবেন। বললাম জ্বি পারব।
আমি বললাম তাহলে কাঁথার পিক পাঠাই দি দেখে নেন।বলে যে আমি দেখেছি সব পিক আপনার আইডিতে পোস্ট করা আছে।আমি বলি তাহলে চয়েজ করে বলেন কোনটা কোনটা দিব। উনি বলে আপনি যে কোনো ১০ টা সয়েজ করে দেন।লোকটা যে পিক সয়েজ করে পাঠাবে তাও পারে না। আমিও আর কি করব কাস্টমার সেবা তো দিতে হবে।
💢উনি কিন্তু এতোও বোকা না। কাপড়ে মান বা কাপড় সম্পর্কে অনেক প্রশ্ন করে নিছে।উনাকে বললাম ভাই সুতি কাপড়ের অনেক উপকারিতা আছে। আপনার বাচ্চার জন্য নিশ্চিন্ত ভাবে নিতে পারেন।বলল কি কি উপকারিতা আপু যদি বলতেন।
#সুতি_কাপড়ের_কাঁথার_উপকারিতাঃ
👉সুতি কাপড়ের যে কোনো পন্য আমাদের জন্য আরামদায়ক।
👉সুতি কাপড়ের কাঁথা গুলো ইউজ করতে যেমন আরাম তেমনে পরিষ্কার করতে।
👉সুতি কাপড়ের কাঁথা গুলা খুব সহজে শুকিয়ে যায়।
👉অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায় বার বার চেঞ্জ করতে হয় না।
👉বাচ্চাকে কাঁথায় মুড়িয়ে ঘুম পাড়ালে আরামে ঘুমায়।
👉কাঁথা মুড়িয়ে সহজে কোলে নেওয়া যায়।
👉কোথাও বেড়াতে গেলে বা বাহিরে গেলে নকশিকাঁথা মুড়িয়ে নেওয়া যায়। যা দৃষ্টিনন্দন হয়।
💦আরও অনেক উপকারিতা আছে।তবে আপনাকে ভালো মানের কাপড়ের কাঁথা কিনতে হবে।ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করে বলতে পারি যে ভালো মানের কাঁথা দিতে পারব।
💢উনি বলল,, আপু আমার বউ বলে কাঁথার থেকে ডায়ফার নাকি ভালো। সহজে ব্যবহার করা যায়।জামেলা নাই।কাঁথা বার বার চেঞ্জ করে দিতে হয়।
আমি বললাম ভাই আমাদের বর্তমান যুগের মা রা আধুনিকতার সাথে সাথে অনেক আপডেট হয়েছে।কিন্তু কি করলে বাচ্চার ক্ষতি হবে আর কি করলে বাচ্চা ভালো থাকবে তার খেয়াল রাখে না।কিন্তু নিজের থেকেও বেশি ভালোবাসে সন্তান কে।
অনেক মা রা আছেন যারা রাতে নিজেরা শান্তিতে ঘুমানোর জন্য বাচ্চাকে ডায়ফার পোরিয়ে রাখে। কিন্তু ডায়ফারের সঠিক নিয়ম জানে না।যার ফলে সন্তানের অনেক ক্ষতি হয়। এইবার শুনেন ডায়ফারের অপকারিতা গুলো।
💢#ডায়ফারের_ক্ষতিকর_দিকঃ
👉বাচ্চাদের ত্বকে র্যাশ হয় ডায়ফারের কারনে।
👉এলার্জি কিংবা দাগ হয়ে যায়।
👉রক্ত চলাচলে ব্যঘাত ঘটে।
👉ইউরিন ইনফেকশন হয়।
👉ঘাও হয়ে যায়।
যারা চিন্তা করেন কাঁথা লাগবে না ডায়ফার দিয়ে চলবে তাদের জন্য ডায়ফারের অপকারিতা সম্পর্কে বললাম।ডায়ফার নিয়মের মধ্যে ব্যবহার করা যায়।ইমারজেন্সি বাহিরে গেলে তখন বাচ্চাদের ডায়ফার পরানো যায়।
লোকটা আমার কথা শুনে বুজতে পারল সুতি কাপড়ের কাঁথার গুরুত্ব।বলল আপু আমি অর্ডার করব। আমি বললাম তাহলে আমার পেইজটি ঘুরে আসেন অর্ডারের নিয়ম দেওয়া আছে।আশা করি বুজে যাবেন।
https://www.facebook.com/অনলাইন-বেবি-কাঁথা-হাউজ-110173391120586/
আসসালামুয়ালাইকুম
সবাইকে অনলাইন বেবি কাঁথা হাউজ এ স্বাগত
🍁আমাদের পেইজে অর্ডার করার কিছু নিয়মাবলিঃ
🌱পণ্য সম্পর্কে ১০০% জেনে অর্ডার করুন।
🌱আমাদের পণ্য গুলো কাস্টমাইজে করা হয়।তাই হাতে কিছু দিন সময় নিয়ে অর্ডার কনফার্ম করুন।
🌱যে কোনো ধরনের ডিজাইন বা সাইজ এর কাঁথা কাস্টমাইজ করে নিতে পারেন।
🌱শুধু নকশিকাঁথা নয়, প্রতিদিন ব্যবহার এর জন্য সাধারণ কাজের কাঁথাও অর্ডার করে পারবেন।
🌱ক্যামেরার জন্য পন্যের রং এর সামান্য তারতম্য হতে পারে তাই সে বিষয়ে নিশ্চিত হয়ে অর্ডার করুন।
🌱পণ্যের ডিজাইন ও সাইজের উপর দাম নির্ভর করবে।
🌱অর্ডার কনফার্ম করে পন্যের অর্ধেক টাকা এবং কুরিয়ার ফি পেমেন্ট করতে হবে।বাকিটা পন্য হাতে পেলে পেমেন্ট করবেন।
🌱কুরিয়ার ফি কাস্টমার নিজে বহন করবে।
🌱যারা আমাদের বিশ্বাস করতে পারবেন, তারাই অর্ডার করবেন।
আমরা পণ্য নয়,বিশ্বাস বিক্রি করি।
🌱পাইকারি এবং খুচরা নিতে পারবেন।পাইকারিতে ১৫-২০ পিস নিতে পারবেন।
ধন্যবাদ সবাইকে
হ্যাপি শপিং💙💜
💢পেইজ ঘুরে এসে বলল তাহলে ৫ টা নরমাল ও ৫ টা নকশি কাঁথার অর্ডার কনফার্ম করলাম।ঠিকানা পাঠা সাথে অর্ধেক পেমেন্ট😁
(বিঃদ্র- পণ্যের দাম ডিজাইন ও সাইজের উপর নির্ভর করবে)
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৭৯
Date:- ২২/১১/২০২১ ইং
👩🎓আমি তাহামিনা আক্তার
🏅কমিউনিটি ভলেন্টিয়ার
🎗️ব্যাচঃ১৪
✍️রেজিষ্ট্রেশনঃ৬৬৩৯৩
🇧🇩জেলাঃ লক্ষ্মীপুর
🏡বর্তমান অবস্থানঃ নোয়াখালী
🎨কাজ করছিঃ বেবি কাঁথা নিয়ে
🎀পেইজঃhttps://www.facebook.com/অনলাইন-বেবি-কাঁথা-হাউজ-110173391120586/