নিজের জীবনের গল্প
আসসালামুয়ালাইকুম! সবাই কেমন আছেন? আজ হাজির হয়েছি নিজের জীবনের গল্প বলতে।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,#গল্প,,,,,,,,,,,,,,,,
সর্বপ্রথম কৃতজ্ঞতা জানান করছি মহান রাব্বুল আলামিনের দরবারে যিনি আমাকে এখনো সুস্থ রেখেছেন এবং ভালো রেখেছেন। লাখো কোটি শুকরিয়া সেই মনিবের দরবারে। আলহামদুলিল্লাহ।
,, তারপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যার এর প্রতি, যার অক্লান্ত পরিশ্রমে আমাদের এই ফাউন্ডেশন পাওয়া এবং এত এত ভাল মানুষ গুলোকে একসাথে পাওয়া। তার প্রতি চির কৃতজ্ঞতা। আসুন শুরু করি। 👇👇
#শৈশব_এবং_পরিচতিঃ
আলহামদুলিল্লাহ শুরু করে দিলাম নিজের গল্প লিখা সবার জীবনেই একটা গল্প থাকে।
আমার বেড়ে ওঠা বাংলাদেশ মুন্সি জেলার মোল্লা কান্দি ইউনিয়ন এর মাকহাটি গ্রামে এ
আমরা চার ভাই চার বোন। গ্রামের শৈশব এর জীবন টা খুবি সুন্দর এবং আনন্দময় এটা মনে হয় আর কখনো ফিরে পাবো না। যদি একটু বলতে যাই। বর্ষার শেষে বাড়ির সব পোলাপান নিয়ে একসাথে মাছ ধরা সেই মাছ এনে সবাই মিলে পাক করে খাওয়া। পুতুল বিয়ে খেলা। বর্ষায় পানিতে ফুটবল খেলা। সবাই মিলে টিভি ভারা করে এনে সারারাত ভর ছবি দেখা। মায়ের বকা শোনা।
মায়ের হাতের মাখা ভাত কত যে মজা লাগতো সেটা বলে বোজানো যাবে না। শৈশব টা এত সুন্দর আনন্দ ছিল আলহামদুলিল্লাহ।
হে আমি অনেক বেরাতে পছন্দ করতাম নানা বাড়ি কাছে হওয়াতে অনেক যেতাম নানা বাড়িতে। আমার নানা খুব ভাল মানুষ ছিল নানার আজানে আমাদের ঘুম ভাংতো নানার মসজিদ এর আজান আমাদের বাড়ি থেকে শোনা যেত। আমার নানার মৃত্যুর পর নানার জানাজা আমি নিজেই পড়াই এবং নিজের হাতে কবরে রাখি আলহামদুলিল্লাহ।
আমার বড় ফুফু আমাকে খুব আদর করতো। দোয়া করতো ভালবাসতো সেই ভালবাসা গুলা এখন আর কারো থেকে পাই না। জীবন বদলে যায় প্রতিনিয়ত হায়রে মানুষ হায়রে জীবন।
#পড়াশোনাঃ
আমি পড়াশোনা করি মাকহাটি জি সি উচ্চ বিদ্যালয় অনেক চমৎকার একটা ভালবাসার যায়গায় অবস্থান এই বিদ্যালয় টির রজত রেখা নদী বয়ে গেছে পাশ দিয়ে। এবং আমার জীবন এর একটা বড় ভালবাসার যায়গা ছিল বিদ্যালয় প্রতিদিন বিদ্যালয়ে কোরআন তিলাওয়াত দিয়ে শুুরু হতো আলহামদুলিল্লাহ আমার সুজোগ হয়েছিল আমি কোরআন তিলাওয়াত করতাম প্রতিদিন এবং একজন মেয়ে ছিল নাম টা ভুলে গেছি খুবি সুন্দর জাতীয় সংগিত গাইতো। খুব সুন্দর এবং চমৎকার সময় কেটেছে বিদ্যালয়ের জীবন এখনো মাঝে মধ্যে সপ্নে সেই বিদ্যালয়ে চলে যাই। কিন্তুু যে সময় চলে যায় সেটা আর ফিরে আসে না। আসলে এই চমৎকার জীবন টা বেশিদিন উপভোগ করতে পারিনি।
কারন পড়াশোনা আর বেশিদিন করিনি কারন আমার জন্ম মধ্যো বিত্ত পরিবার এ।
#কর্ম_জীবনঃ
আলহামদুলিল্লাহ আমার কর্ম জীবন শুুরু কাতার এর দোহায় আল মুনতাজা নামক যায়গায়। একটি বোরকার দোকান এ সেটাও ছিল আমার আপনা মামার। আসলে পড়াশোনা আমাকে কেও ছেরে দিতে বলেনি কিন্তুু আমার কাছে আমাদের দেশের পড়াশোনার সিস্টেম অতটা পছন্দ হয়নি কারন আমরা পড়াশোনার পিছনে যে লম্বা সময় টা নষ্ট করবো সেই সময় টাতে জীবন টা একটা সেট আপ এ নিয়ে আসবো সেই চিন্তায় পড়াশোনা বেশি করা হয় নাই।
আর একটা বেপার হচ্ছে আমার ভাল লাগতো না আমার বাবা খেত খামারে কাজ করবে আর আমি পেন্ট শার্ট পরে ঘোরবো এই বেপার টা ভালো লাগেনি তাই চিন্তা করলাম মামাদের কাতারে দোকান আছে সেই খানে পারি জমাই। আলহামদুলিল্লাহ এক সাথে চার ভাই এক সাথে কাতারে বিদেশ করেছি নতুন আসলাম কাতারে অনেক গরমের দেশ আমি আসছিলাম ১৫ জুলাই ২০০৭ এখন চলে ২০/১১/২০২১ লম্বা জার্নি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে অনেক কৃতজ্ঞতা আল্লাহকে সব সময় আলহামদুলিল্লাহ বলতপ হবে।
#পাওয়া_না_পাওয়াঃ
জীবন থেকে কিছু সময় চলে গেছে যে সময় গুলা কোটি টাকা দিয়ে কিনা সম্ভব না আবার অল্প সময়ে যা পেয়েছি সেটাও কম না। তবে কাতারের জীবন এ কিছু ভুল আছে নিজের যেই ভুলের জন্য অনেক টাকা লসে পরি সেটার মাসুল ও দিতে হচ্ছে। বিজনেস না শিখে বিজনেস করতে যাওয়া কোন ধরনের ডকুমেন্ট ছারা মানুষ কে মুখের কথা বিশ্বাস করে বিজনেস এ নেমে পড়া এবং কিছু নিজেদের মানুষ ও বেইমানি করেছে তবে কি করার আছে কাওকে বিশ্বাস করলে সে জদি না রাখে সেটা আমি ধরে নিয়েছি আমারই ভুল ছিল আবেগ এর দুনিয়া থেকে বের হয়ে বিজনেস এ নামতে হবে। আর নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এ এসে তাই শিখতে পারলাম। আসলে ভাল সাজেশন দেওয়ার তেমন লোক ছিল না বাবা মা আগের যুগের মানুষ বড় চাচা ছিল না যাদের কাছে গেছি তারাই নিজেদের সারথো হাসিল এর চেষ্টা করেছে। মানুষ এর যে কত রং হতে পারে সেগুলা ধোকা খেয়ে অনেক পরে বোজেছি তাই বলি জীবন নাটকের চেয়ে নাটকীয়। কাতারে কোম্পানি করি ইমপোর্ট এক্সপোর্ট এর লাইসেন্স করি বোরকার দোকান দেই সব গুলা দিয়েই মানুষ এর থেকে ধোকা খাই একটা বিজনেস এ সাইন করতে পারিনি।
এইজন্য এগুলা ছেরে দিয়ে নতুন করে জীবন যুদ্ধ শুুরু করি যেখানে আমি বছরে ২ বার ৩ বার ও বাড়িতে গিয়েছি লাস্ট করোনার আসার পর আড়াই বছর বাড়িতে যেতে পারছি না। জীবন টা কে এখন মনে হয় ব্রেক ছারা ট্রেন এর মত চলতে আছে তো চলতে এ আছে এটা থামবে কবে জানা নেই। আলহামদুলিল্লাহ কাতার এ সব সময় বাংলাদেশি লোকজন আসলে খুব চেষ্টা করতাম সবাইকে কিভাবে হেল্প করা যায় কারন আমি P R O এর কাজ করতাম এটা হল কাতারে বলে মনদুব মানে হচ্ছে কাতারে গভমেন্ট রিলেটেড কাজ মেডিকেল করানে ফিংগার করানো আইডি বানিয়ে দেওয়া আলহামদুলিল্লাহ একটা সময় খুব ভাল কাজ করতাম মুন্সি গনজ এর মিনিমাম ২০০ এর ওপর বোরকার দোকান হবে কাতারে সবাই এক নামে চিনতো আমাকে আলহামদুলিল্লাহ।
সবাই এর থেকে খুব সম্মান পেয়েছি মানুষ এর সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায় তাই যেকোন সময় মানুষ কল করে পরামর্শ নেয় এবং মানুষ খুব ভালো জানে আগে পরে ভালো বলে এটাই মনে হয় আমার পাওয়া আর না পাওয়ার গল্প গুলা মনে হয় না বললেই ভালে হয় কারন আমাদের এই ফাউন্ডেশনের মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার খুবি পজিটিভ মানুষ ওনি পজিটিভ কথা গুলাই বেশি পছন্দ করে। না পাওয়ার বেদনা গুলা আমার মত যারা বিদেশ এ আছে তারা সেটা ভালো বোজবেন।
২০০৭ থেকে ২০২১ সব গল্প বলতে গেলে এত লম্বা হবে যে কেও পরবে ও না তাই ছোট করার চেষ্টা করছি।
#মা_বাবাঃ
আলহামদুলিল্লাহ মা বাব পেয়েছি এটা এমন সম্পদ আপনাদের কে বলে বোজাতে পারবো না কি পরিমান আদরে বড় হয়েছি আমার জীবন এ রেকট আমার মা বাবা একটা থাপ্পর আমাকে দেয়নি অথচ ছোট বেলায় আমার অনেক জিদ ছিল। যাক মা বাবা দুজনই আছে আলহামদুলিল্লাহ সেবা যত্ন করতেছি সবাই দোয়া করবেন আমার মা বাবা সব সময় আমার জন্য টেনশন করে দুই হাত তুলে দোয়া করে এটা আমার জীবন এ সব চেয়ে বড় পাওয়া চমৎকার মিরাককেল বা যেটাই বলেন না কেন।
#সহধর্মিণীঃ
আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ এর নাম জহুরা আক্তার মাশাল্লাহ লাইফ পার্টনার পেয়েছি অনেক ভাল অনেক শান্ত এবং অনেক ভালো। সব মিলেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো।
🤲🤲 শেষ করবো, সবার কাছে দোয়া চাই, অনেক অনেক বেশি সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন এক প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করে জীবনের প্রতিটা ক্ষেত্রে কাজে লাগাতে পারি।।।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৭৯
Date:- ২২/১১/২০২১ ইং
এইচ এম তারেক মুসা
রেজিষ্ট্রেশন নাম্বার ৫২২৪৩
বেচ নাম্বার ১৩.
থানা জেলা মুন্সি গনজ।
বর্তমান অবস্থান কাতার।
ভালোবেসে যুক্ত আছি এন আর বি টিম কাতার এর সাথে এবং প্রিয় মুন্সি গনজ টিম এর সাথে।