মানুষের জীবনটা আসলে নাটকের চেয়ে নাটকীয়
"পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি"
সকলের প্রতি শুভকামনা ও ভালোবাসা রইল।
🍁নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের সাথে যুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।সত্যি ভালো লাগছে যে,আমি এই গ্রুপের একজন নিবন্ধিত সদস্য🍁
🌿প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি 'নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের উদ্যেক্তা,প্রতিষ্ঠাতা জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি।আমাদেরকে এতো ভালো একটা ভালো মানুষের প্লাটফর্ম তৈরী করে দেওয়ার জন্য।🌿
🌿মানুষের জীবনটা আসলে নাটকের চেয়ে নাটকীয়। এ জীবনের মধ্যে কতো উথান পতন,কত স্ট্রাগল করে বড় হতে হয়।সবকিছুর মাঝে ও সাফল্য আসবে,আমরা এটা মাথায় রেখে গন্তব্যে যাওয়ার চেষ্টা করি।আসলে সফলতা একদিনের বিষয় নয়।দীর্ঘ সময় ধরে একটা কাজের পিছনে লেগে থাকলেই সাফাল্য অনিবার্য। সফল মানুষেরা কখনো হাল ছেড়ে দেন নি।বরং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে কিভাবে সফল হওয়া যায়, তার জন্য চেষ্টা করেছেন।করোনার কারনে আমরা অনেকে অনেক পিছিয়ে গেছি,কিন্তুু অনেকে ভাগ্যের পরিবর্তন করেছে।এ সময় আমরা অনেক অবসর সময় কাটিয়েছে।আমার জন্য এ সময়টা ছিল খুবই হেল্পফুল।কারন আমি করোনার সময়টাতে বিষণভাবে ক্যারিয়ার ডেভালাপ করার পিছনে কাজে লাগাতে চেয়েছি।যা করা দরকার করেছি।অনেক গুলো স্কীল অর্জন করার চেষ্টা করেছি।আমি আর আমার ভাই একসাথেDigital marketing কোর্স করি। অনেক কষ্টে ইনস্টলমেন্টে আমরা একটা ল্যাপটপ কিনে ফেলি।কারন কোনো কিছু প্রেকটিস না করলে আয়ত্ত করা যায় না।৩ মাসের কোর্সটা ছিল LEDP থেকে, আমরা প্রিতে কোর্সটা করি।আমাদেরকে খুব ভালো ভাবে আমাদের মেন্টর Sharmin Ripa খুবই আন্তরিকভাবে ক্লাসগুলো করায়,আপু সবসময় নিজের সর্বোচ্চটা দিয়ে আমাদেরকে শেখানোর চেষ্টা করতো।ইন্টারন্যাশানাল মার্কেট প্লেস,ফাইভার, আফওয়ার্ক,খুবই ভালোভাবে আমাদের ধরে ধরে শিখিয়েছেন।সবকিছুতে Active ছিলাম। সিরিয়াসভাবে যা যা করা দরকার সব করি। ফাইভারে প্রোপাইল ক্রিয়েট করা, গিগ ক্রিয়েট, বায়ার রিকুয়েস্ট পাঠানো,সব কিছু মেনটেইন করি।লেগে ছিলাম ৩/৪ মাস। কিন্তু আমি তো লেগে থাকার মানুষ না, কয়দিন এটা ভাল্লাগে কদিন অন্যটা।।রাত জেগে থাকা বায়ার রিকুয়েস্ট পাঠানো, সব কিছু আমার পক্ষে করা সম্ভব হয়ে উঠলোনা তারপর সেটা থেকে নিজেকে গুটিয়ে নি। ফ্রিলান্সার হওয়ার জন্য ইংলিশ কমিউনিকেশনে বেস্ট হওয়া।
বাট ইংলিশে বরাবরই আমি উইক😓।তারপর ও ভাবছি ইচ্ছা থাকলে উপায় হয়, শিখে পেলতে পারবো সমস্যা হবে না। কিন্তুু রাত জাগা ল্যাপটপ নিয়ে বসে থাকা খুবই প্যারা লাগতো।আসলে কোনো কিছু শিখে রাখলে লস হয় না।আমি এখন মোটামুটি নিজের পেইজটা মেনটেইন করতে পারতেছি।প্লাস লোকাল মার্কেটপ্লেসে বু্স্টিংয়ের ২/৩ কাজ পেয়েছি আলহামদুলিল্লাহ।
কিন্তু আবার সেই টেনশন মাথার ভিতর এত্তগুলো টাকা খরচ করে লেপটপ কিনলাম atleast লেপটপ কিনার টাকাটা যদি ইনকাম করতে পারতাম তাও তো হতো😓😓।ফ্রিলান্সার হওয়ার সপ্নটাও বেস্তে গেলো।😓কিন্তুু ফ্যামিলির অবস্থা নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে আর চুপ থাকতে পারলাম না।নিজের জন্য কিছু একটা করার প্রয়োজনীয়তা অনুভব করি।
🌿🌿আমি ক্ষুদ্র একজন উদ্যেক্তা।২ বছর যাবত একটা উদ্যোগের সাথে যুক্ত আছি।
আমি বিজনেসের শুরুতে একটা পেইজ খুলে রেখেছি। বাট কোনো একটিভিটি নাই।করোনার সময় অনলাইনে সবাইকে দেখতাম অনেক সেল করে। কারন পান্ডামিকের ভয়ে মানুষ ঘরের বাইরে যেতে safety ফিল করতো না।সবাই অনলাইনটাকে বেস্ট মাধ্যম হিসেবে বেছে নেয়। ঘরে বসে অর্ডার করবে এটাই শান্তি।আগে অনলাইন বিজনেসটা তেমন বিশ্বস্ত ছিলনা।কারন মানুষ ছবিতে দেখতো একরকম দিতো অন্যরকম।আমরা ও অনেকবার অনলাইনে কেনাকাটা করে ঠকেছি।
কিন্তুু মানুষের মেনটালিটি চেন্জ হয়েছে। সবাই রিপিট কাস্টমার খুজে। একজন কাস্টমার যেন ১০ জন কাস্টমার আনতে পারে এমনটাই চায়।এতে করে মানুষ ভালো প্রোডাক্ট দিতে বাধ্য।।।
আমি ও এ সুযোগটা কাজে লাগাই। আমার তো পেইজ ক্রিয়েট করা আছেই, জাস্ট একটু সেট আপ করে কনটেন্ট পোস্ট দেয়া শুরু করি। আলহামদুলিল্লাহ এতোটা সাড়া পাবো মাথায় আসে নাই।নোয়াখালী, লক্ষীপুরের বাইরেও আমি প্রোডাক্ট পাঠাই, আলহামদুলিল্লাহ। ভালো ভালো রিভিউ দেয় আপুরা।আসলে কার রিযিক কোথায় আছে বলা যায় না।প্রোডাক্টের কোয়ালিটি ভালো রাখলে সেল হবেই।কিন্তুু আমার ডেলিভারী প্রসেসটা আমাকে খুবই প্যারা দেয়, আমি একদমই অজপাড়া গ্রামে থাকি।ডেলিভারি ম্যান এদিকে আসেনা।নোয়াখালীর ভিতরের কিছু কাস্টমারকে আমি নিজেই দিয়ে আসি।লক্ষীপুরের গুলো ডেলিভারী ম্যান দিয়ে পাঠাই।কেউ কেউ তো চার্জ দিতে ও নারাজ।কারন আমাদের শহরের আপুগুলো প্রি ডেলিভারি দিয়ে থাকে।কিন্তুু আমার পক্ষে তো সম্ভব না।সবকিছুর মাঝে নিজের অবস্থান ধরে রাখার জন্য চেষ্টা।লস ওমাঝে মাঝে দিতে হয় শুধুমাত্র কাস্টমারের সন্তুষ্টি লাভের জন্য।প্রোডাক্ট সোর্সিং করার বেস্ট জায়গাটাও খুজে পাচ্ছিনা।তাই বেশি প্রোফিট করতে পারিনা।তারপর ও সবাই যে প্রাইসে দেয় আমাকে তার চেয়ে কমে দিতে হয় কারন আমি মার্কেট প্লেইসে নতুন,আমাকে আগে মার্কেটা ধরতে হবে।সেল হলে খুব উৎসাহ পাই কাজে আরো বিষণভাবে মনোনিবেশ করি।সফলতা আসলে একদিনের বিষয় নয়, লেগে আছি লেগে থাকবো।হয়তো আল্লাহ চাইলে সফল হতে ও পারি।
আলহামদুলিল্লাহ আমাদের নোয়াখালীর অনেকগুলো প্রতিষ্ঠান উদ্যেক্তা সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে। একটা প্রতিষ্ঠান আাছে Digital Bazar BD❤️❤️। Raju Guitar'z ওনার কথা বলে শেষ করা যাবে না, উনি আমাদের নোয়াখালীর তরুন যুবকদের গর্ব।তরুন উদ্যেক্তাদের জন্য ডিজিটাল বাজার এক্সিভিশনের আয়োজন করে। এতে করে কাস্টমাররা আমাদের থেকে কোনো কনফিশন ছাড়াই প্রোডাক্ট পারচেজ করতে পারছে।কারন ওনারা এক্সিভিশনের মাধ্যমে আমাদের প্রোডাক্ট সম্পর্কে ভালো একটা আইডিয়া নিয়েছে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই সেল হচ্ছে।এক্সিভিশন আমাদের উদ্যেক্তাদের জন্য খুবই গুরত্বপূর্ণ। এটার মাধ্যমে আমাদের পন্যের প্রচার প্রসার হয়, এত্তো সুন্দর প্লানিং ভাইয়্যাদের ওনারা সবকিছুর আয়োজন করে দেয় আমরা জাস্ট প্রোডাক্টগুলো নিয়ে এটেন্ড করি।আমাদের কোনো খরচ নাই শুধু সেলের উপর ১৫% কেটে নিয়ে যায়। তারপর ও ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছিলাম না।।আম্মু বোকা দিলো কি দরকার এসব করার মানুষ সমালেচনা করবে হাসাহাসি করবে। আম্মুকে অনেক বুঝিয়ে রাজি করলাম।বাট থার্ড পারসন সব সময় মাথা ঘামাবে, এক রিলেটিভ আমাকে বলে কি দরকার এসব করার মানুষ কী এসবরে ভালো চোখে দেখে নাকি।বিয়ে হইলে জামাইরে নিয়া করিস।সেখানে ও জামাই নামের সোনার হরিনটাকে টানতে হবে?😓 খুব অবাক লাগে, মানুষের মেনটালিটি দেখলে, ঘরে বাইরে সর্বত্র তিনার কথা😏।কেনো ভাই সফলতার জন্য কী জামাইকে লাগবে, একা একা কী সফল হওয়া যায় না। আমাদের সাথে তো ৮০% নারী উদ্যেক্তা আনমেরিড তারা কি করছেনা।তারা তো সফল, আমাকে কেনো এ কথাগুলো শুনতে হয় প্রতিমুহূর্তে। আল্লাহ তো উত্তম ফায়সালাকারী, উনি আমার জন্য আামার থেকে হাজার গুন বেশি ভাবে। ইনশাআল্লাহ আমার জন্য যেটা উত্তম সেটাই করবে। ফেইনফুল কথাবার্তা থেকে মুক্তি পেতে চাই😓
এসব কথা শুনলে কাজে কনসেনট্রেট করতে পারিনা। দোয়া করবেন সবাই সোনার হরিণটার সাথে দেখা হয়ে যায়🤣🤣🤣।যাই হোক সেসব কথা বাদ দিলাম।
💖💖আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের সাথে যুক্ত আছি। এ ফাউন্ডেশনে থাকলে আমাদের প্রাপ্তির শেষ হবে না।এ ফাউন্ডেশন আমাদেরকে দু হাত ভরে দেয়ার জন্য প্রস্তুত আছে,কিন্তুু আমাদেরকে চাইতে হবে, নিজের পারসেনাল ব্রেন্ডিং করে নিতে হবে।এমন একটা ফাউন্ডেশনের সাথে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।যখনই ডিপ্রেশনে যাই তখনই আমাদের প্রিয় মেন্টররের কথা গুলে মাথায় আসে।স্যারের মতো এমন একজন ইকবাল বাহার পৃথিবীর সব দেশে একজন একজন দরকার।কারন এমন একজন মানুষ যিনি নিঃস্বার্থভাবে আমাদের জন্যতার মেধা, শ্রম,বিনিয়োগ করে আমাদেরকে ৯০দিন যাবত একজন উদ্যেক্তা হওয়ার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে।সবচেয়ে বড় কথা এ ফাউন্ডেশন থেকে কেউ খালি হাতে যাবেনা।কিছু না ফেলেও একজন ভালো মানুষ হিসেবে সমাজে মাথা উঁচু করে থাকতে পারবে।।।💖💖
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৭৮
Date:- ২০/১১/২০২১ ইং
ফারিয়া রাহমান
ব্যাচঃ১৫তম
রেজিষ্ট্রেশন নংঃ৭২৮৪১
জেলাঃ লক্ষীপুর
বর্তমান অবস্থানঃ চন্দ্রগন্জ
পেইজ লিঙ্কঃ Nazneen's